CTET 2019 পরীক্ষার বিজ্ঞপ্তি ,যোগ্যতা,পরীক্ষার সময়সূচী,অনলাইন আবেদন ফর্ম
Central Teacher Eligibility Test (CTET) Exam Notification, Eligibility, Exam Schedule, Online Application Form
⇒ CTET পরীক্ষার বিজ্ঞপ্তি , যোগ্যতা, পরীক্ষার সময়সূচী, অনলাইন আবেদন ফর্ম
CTET হল সমগ্র ভারতবর্ষ ব্যাপী শিক্ষকতার চাকরির জন্য একটি প্রবেশিকা পরীক্ষা। ২০১৯ থেকে CTET বা সেন্ট্রাল টেট প্রবেশিকা পরীক্ষাটি আয়োজন করছে NTA বা National Testing Agescy। NTA একটি প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। CTET পরীক্ষাটি অগাস্ট মাসে হতে চলেছে। যারা যারা এই প্রবেশিকা পরীক্ষাটি দিতে ইচ্ছুক তারা CTET 2019 পরীক্ষার বিজ্ঞপ্তি , যোগ্যতা, পরীক্ষার সময়সূচী, অনলাইন আবেদন ফর্ম , আবেদন প্রক্রিয়া গুলি বিস্তারিত ভাবে জেনে নিন।
এক নজরে CTET বা সেন্ট্রাল টেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
♦ পরীক্ষার নাম- CTET 2019 (August)
♦ আয়োজনে- NTA বা National Testing Agescy
♦ পরীক্ষার ধরণ- Offline
♦ ফর্ম ফিলাপের ধরণ- Online
♦ Official Website- nta.ac.in
♦ ফাইনাল নোটিশ প্রকাশ- –
♦ ফর্ম ফিলাপ শুরু- –
♦ ফর্ম ফিলাপের শেষ দিন- –
♦ টাকা জমা দেওয়ার শেষ দিন-
♦ ফর্ম সংশোধণীর সময়- –
♦ পরীক্ষার তারিখ-
♦ অ্যডমিট কার্ড পাবেন- পরীক্ষার ১০ দিন আগে
♠ CTET-কি?
CTET বা Central Teacher Eligibility Test হল একটি প্রবেশিকা পরীক্ষা। যেটি সমগ্র ভারত ব্যাপী আয়োজন করা হয়। সেন্ট্রাল টেট পরীক্ষার আয়োজন করে থাকে National Testing Agescy। CTET- শুধুমাত্র একটি প্রবেশিকা পরীক্ষা । যেটিকে একটি যোগ্যতার মানদণ্ড হিসাবে ধরে নিয়ে প্রার্থীদের উত্তীর্ণ হতে হয়।
♠ CTET-উত্তীর্ণ হওয়ার পর কি কি সুবিধা পাওয়া যায়?
CTET-উত্তীর্ণ হওয়ার পর টিজিটি (TGT), পিজিটি (PGT), TET, BTC, NTT ইত্যাদি মত বিভিন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ যোগ্য প্রার্থী হবেন। এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় স্কুল গুলিতে (KVs/NVs/Army School etc) শিক্ষকতার সূযোগ পাবেন।
♠ CTET দেওয়ার যোগ্যতা-
প্রথমেই বলে রাখি CTET বা সেন্ট্রাল টেট প্রবেশিকা পরীক্ষাটি হয় দুটি পর্যায়ে। Paper-1 এবং Paper-2
১. Paper- 1 এর জন্য আবেদনকারী- Paper-1-এর ক্ষেত্রে আপনি প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষকতার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাকে উচ্চমাধ্যমিক (HS) বা সমতুল্য কোনো পরীক্ষার (৫০% নম্বর সহ) + 2 year D.El.Ed বা 4 years B.El.Ed বা 2 year D.ed পাশ করে থাকতে হবে। নীচে CTET Paper 1 এর নম্বর বিভাজন কেমন হয় তার তালিকা দেওয়া হল-
২. Paper-2 এর জন্য আবেদনকারী- Paper-2-এর ক্ষেত্রে আপনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত শিক্ষকতা করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাকে UGC স্বীকৃত কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি (৫০% নম্বর সহ) + B.Ed বা D.El.Ed বা D.ed পাশ করে থাকতে হবে। নীচে CTET Paper 2 এর নম্বর বিভাজন কেমন হয় তার তালিকা দেওয়া হল-
♠ CTET- দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে?
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপে প্রয়োজন-
১. প্রথম থেকে পঞ্চম শ্রেনির জন্য-
ক) ৫০% নম্বর সহ 12 পাস করে থাকতে হবে এবং এর সাথে D.El.Ed সম্পূর্ণ হয়েছে অথবা ফাইনাল ইয়ারে পড়ছেন এমন হওয়া উচিৎ।
অথবা
খ) NCTE Regulations 2002 অনুযায়ী ৪৫% নম্বর সহ 12 পাস করে থাকতে হবে এবং এর সাথে D.El.Ed সম্পূর্ণ হয়েছে অথবা ফাইনাল ইয়ারে পড়ছেন এমন হওয়া উচিৎ।
অথবা
গ) কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস + 4 years Bachelor of Elementary Education (B.El.Ed) ডিগ্রি উত্তীর্ণ বা পড়ছেন এমন হতে হবে।
অথবা
ঘ) কমপক্ষে ৫০% নম্বর সহ 12 পাস + এর সাথে D.Ed সম্পূর্ণ হয়েছে অথবা ফাইনাল ইয়ারে পড়ছেন এমন হওয়া উচিৎ।
অথবা
ঙ) Bachelor’s Degree + cleared/appearing in final year of elementary education
অথবা
অন্তত পক্ষে ৫০% নম্বর নিয়ে স্নাতক + বি এড পাশ বা ফাইনাল ইয়ারের প্রার্থীরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেনির টেট দিতে পারবেন
২. ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনির জন্য
ক) গ্র্যাজুয়েশন ডিগ্রী + উত্তীর্ণ/ চূড়ান্ত বছরের পরীক্ষায় উপস্থিত দুই বছরের de.el.ed
অথবা
খ) অন্ততপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন ড্রিগ্রী + b.ed এর উত্তীর্ণ/ চূড়ান্ত বছরের পরীক্ষায় উপস্থিত।
অথবা
গ) অন্ততপক্ষে ৪৫% নম্বর সহ গ্র্যাজুয়েশন ড্রিগ্রী + b.ed এর উত্তীর্ণ/ চূড়ান্ত বছরের পরীক্ষায় উপস্থিত।
[এনসিটিই (স্বীকৃতির নিয়ম ও পদ্ধতি) অনুযায়ী সময়ে-সময়ে জারি করা রেগুলেশন অনুযায়ী।]
অথবা
ঘ) 12 পাশ (৫০% নম্বর সহ) + 4- year Bachelor in Elementary Education (B.El.Ed)
অথবা
ঙ) 12 পাশ (৫০% নম্বর সহ) + passed or appearing in final year of 4- year B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed.
অথবা
চ) অন্ততপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন ড্রিগ্রী + এক বছরের B.ed.(Special Education)*
বিঃ দ্রঃ SC/ST/OBC/Differently abled.-প্রার্থীদের জন্য ৫% সংরক্ষিত
♠ যারা D.El.Ed/B.El.Ed/D.ed এর অন্তিম বর্ষে পড়ছে তারা কি CTET দিতে পারবে?
হ্যাঁ পারবেন।
♠ CTET পরীক্ষার ধরণ কেমন?
CTET পরীক্ষা অফলাইনের মাধ্যমে হবে।
♠ CTET- সিলেবাস
CTET- সিলেবাস ডাউনলোড করুন এখানে ক্লিক করুন
♠ CTET বিগত বছরের প্রশ্ন
বিগত বছরের প্রশ্ন pdf ডাউনলোড করুন এখানে ক্লিক করুন
♠ CTET দেওয়ার বয়স সীমা
CTET-পরীক্ষা দেওয়ার জন্য কম পক্ষে ১৮ বছর বয়স হতে হবে। এবং এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ আপনি ১৮ বছর এর পর যে কোনো বয়স পর্যন্ত এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন।
♠ CTET পরীক্ষার সময়সূচী
সাধারণত CBSE CTET পরীক্ষার Paper-2 টি নিয়ে থাকে morning session (9.30 am to 12.00 noon) এবং Paper-I পরীক্ষাটি নিয়ে থাকে evening session (2.00 pm to 4.30 pm)। পরীক্ষার পূর্ণ সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট। নীচে পরীক্ষার সময়সূচী ছকের আকারে দেওয়া হল-
♠ কতগুলি শহরে পরীক্ষা গ্রহন করা হবে?
সমগ্র ভারতের মোট ৯২টি শহরে CTET পরীক্ষা কেন্দ্র থাকবে। PDF Download করুন
♠ প্রশ্ন পত্রের ভাষা
প্রধানত প্রশ্নপত্র হবে ইংরেজি ও হিন্দি। কিন্তু নির্দিষ্ট পত্রের ক্ষেত্রে বাংলা সহ মোট ২০টি ভাষায় প্রশ্ন হবে
♠ CTET পরীক্ষা পদ্ধতি
CTET পরীক্ষাটি MCQ ধাঁচে হয়ে থাকে। মোট প্রশ্ন থাকে ১৫০ এবং মোট নম্বর ১৫০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর ধার্য রয়েছে। ভুল উত্তরের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকেনা। নিচে ছকের সাথে দুটি ভাগে ভাগ করে দেখানো হল আপনাদের সুবিধার জন্য-
Paper-1 : CTET Paper-1 এর ক্ষেত্রে কোন বিভাগ থেকে কত নম্বর থাকে সেটার একটা তালিকা নীচে দেওয়া হল-
Paper- 2 : CTET Paper-2 এর ক্ষেত্রে কোন বিভাগ থেকে কত নম্বর থাকে সেটার একটা তালিকা নীচে দেওয়া হল-
* শুধুমাত্র Mathematics and Science শিক্ষকদের জন্য
**শুধুমাত্র Social Studies/Social Science শিক্ষকদের জন্য
ওপরের তালিকাতে আর্ট এর জন্য ৫ নম্বর এবং বিজ্ঞান বিভাগের জন্য ৪ নম্বর পয়েন্ট প্রযোজ্য
♠ CTET নির্বাচন পদ্ধতি
সকল পরীক্ষার্থীদের নির্বাচন পদ্ধতিটি অবশ্যই জানা দরকার। অনলাইনে CTET পরীক্ষাটি দিয়ে আপনাকে অন্ততপক্ষে ৬০% নম্বর (সাধারন প্রার্থীদের জন্য) পেতে হবে, এবং OBC/SC/ST দের জন্য ৫% কম অর্থাৎ ৫৫% নম্বর পেলে CTET উত্তীর্ণ হবেন। এর পর দেখা হবে সংশ্লিষ্ট বছরের ‘কাট অফ মার্ক’। মনে রাখবেন প্রতি বারের পরীক্ষাতে আলাদা আলাদা ‘কাট অফ মার্ক’ হয়ে থাকে। নিচে একটি ছকের মাধ্যমে প্রক্রিয়াটি দেখানো হল-
♠ CTET-সার্টিফিকেটের বৈধতা কত বছর?
CTET পাশ করার পর যে সার্টিফিকেট আপনি পাবেন তার বৈধতা আগামী ৭ বছর পর্যন্ত থাকবে।
♠ CTET Application Fee
CTET Application Fee দুটি ভাগে বিভক্ত করা হয়েছে।
১. শুধুমাত্র Paper-1 অথবা Paper-2 এর ক্ষেত্রে- এক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ৭০০ টাকা এবং OBC/SC/ST দের জন্য ৩৫০ টাকা
২. Paper-1 এবং Paper-2 দুটো একত্রে যদি দিতে চান- এক্ষেত্রে জেনারেল প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ১২০০ টাকা এবং OBC/SC/ST দের জন্য ৬০০ টাকা। নিচে ছকের মাধ্যমে দেখানো হল।
♠ CTET Syllabus
CTET সিলেবাস ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
♠ CTET সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ
১. ফাইনাল নোটিশ প্রকাশ-
২. ফর্ম ফিলাপ শুরু-
৩. ফর্ম ফিলাপের শেষ দিন-
৪. পরীক্ষার তারিখ-
৫. অ্যাডমিট কার্ড পাবেন- পরীক্ষার দশ দিন আগে
♠ সেন্ট্রাল টেট অনলাইনে আবেদন করুন-
—- সেন্ট্রাল টেট বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর — থেকে ফর্ম ফিলাপ শুরু হলে সকল প্রার্থী অনলাইনের মাধ্যমে CTET এর ফর্ম ফিলাপ করতে পারবেন। কিভাবে করবেন সেন্ট্রাল টেট এর ফর্ম ফিলাপ? দেখে নিন-
বিঃ দ্রঃ ফর্ম ফিলাপের আগে প্রয়োজন মত মাপের ছবি এবং মাধ্যমিকে/দশম শ্রেণির সার্টিফিকেট কাছে রাখবেন
♠ সেন্ট্রাল টেট বা CTET অনলাইন আবেদন করবেন কিভাবে?
ধাপ-১- সর্বপ্রথম আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে ক্লিক করুন www.ctet.nic.in
ধাপ-২– তারপর “Apply Online” ক্লিক করুন
ধাপ-৩-এর পর CTET এর জন্য রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রিশন নম্বর গুছিয়ে রাখুন পরে কাজে লাগবে।
ধাপ-৪- এরপর দেখবেন একটা নোটিস দেখাবে আপনাকে। নোটিস টি ভাল করে পড়ে পরবর্তী ধাপে এগিয়ে গেলে, আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে।
ধাপ-৫- পরের ধাপে গুরুত্বসহকারে নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
ধাপ-৬- Click on next বোতামে ক্লিক করে পরের ধাপে গিয়ে নিজের ফোটো ও সই আপলোড করুন (আপলোড করার আগে দেখে নেবেন size কেমন দরকার)।
ধাপ-৭- এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করুন (পেমেন্ট বিভিন্ন ভাবে করতে পারবেন যেমন Net banking, challan, Debit-card, ইত্যাদি)
ধাপ-৮- এরপর Submit বোতামে ক্লিক করুন
ধাপ-৯- অবশেষে আপনার পুড়ন করা অ্যাপ্লিকেশন ফরমটির একটি প্লিন্ট আউট করে নিজের কাছে গুছিয়ে রেখে দিন।
♠ INFORMATION BULLETIN ডাউনলোড করুন
CTET সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য INFORMATION BULLETIN Download Now
♠ CTET এর জন্য কি কি বই পড়বেন?
সেন্ট্রাল টেটের জন্য কি কি বই পড়বেন তার একটি তালিকা আমরা তৈরি করেছি। মোটামুটি এই বই গুলি পড়ে যান। এখানে ক্লিক করে তালিকাটি দেখে নিন।
—সমাপ্ত—
CTET পরীক্ষার বিজ্ঞপ্তি ,CTET 2019 Exam Dates, CTET Syllabus, CTET Eligibility Criteria etc. through CTET 2019 Official Notification, CTET Previous year question paper, Book for CTET, CTET আবেদন করবো কিভাবে, CTET পরীক্ষা কেমন হয়, CTET পরীক্ষার প্রশ্ন কেমন হয়, CTET Online mock test in bengali, CTET 2019 পরীক্ষার বিজ্ঞপ্তি , CTET পরীক্ষার বিজ্ঞপ্তি , CTET এর জন্য কিকি বই ভালো, CTET 2019 পরীক্ষা কবে, CTET পরীক্ষার বিজ্ঞপ্তি , CTET 2019 Cut off marks, CTET 2019 Admit Card, CTET 2019 Exam Date, NTA CTET, NTA CTET 2019, NTA CTET পরীক্ষা, সিটেট ২০১৯ পরীক্ষা কবে, NTA CTET পরীক্ষা কবে, CTET পরীক্ষার বিজ্ঞপ্তি, CTET 2019 পরীক্ষার বিজ্ঞপ্তি