রেল গ্রুপ ডি পরীক্ষা ২০১৮ প্রশ্ন || ১৭ সেপ্টেম্বর ২০১৮ || বিনামূল্যে পিডিএফ
রেল গ্রুপ ডি পরীক্ষা ২০১৮ প্রশ্ন উত্তর
১. ২০১৮ মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম কী?
উঃ ফ্রান্স (বিজয়ী দল হল জাপান)
[আরও পড়ুন- রেলের পরীক্ষার সকল প্রশ্ন গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]
২. ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতির নাম কি?
উঃ Jusuf Kalla
RRB 17 September 2018 Question answer PDF Shift-1
RRB 18 September 2018 Question answer PDF Shift-2
RRB 18 September 2018 3rd Shift Question Answer
৩. জিম্বাবোয়ের প্রধানমন্ত্রীর নাম কী?
উঃ Morgan Tsvangirai
৪. মিজোরামের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের সদস্য?
উঃ মিজোরামের মুখ্যমন্ত্রী Lal Thanhawla ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি (Selsella constituency )। [মিজোরামের রাজ্যপালের নাম কুম্মানাম রাজাসেখরম]
৫. Kakadu যুদ্ধাভ্যাস কোন্ দেশের দ্বারা আয়োজন করা হয়?
উঃ অস্ট্রেলিয়া
৬. হকি বিশ্বকাপ ২০১৮ কোথায় আয়োজিত হতে চলেছে?
উঃ ভারতের ভুবনেশ্বরে। ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে ওড়িষার কলিঙ্গ স্ট্যাডিয়ামে আয়োজিত হতে চলেছে।
৭. Cornad Sagma কোন্ রাজ্যের অধিবাসী এবং কোন নির্বাচনকেন্দ্র থেকে জয়ী হয়েছেন?
উঃ মেঘালয়া রাজ্য এবং South Tura নির্বাচন কেন্দ্র থেকে।
৮. Shane Warne লিখিত আত্মজীবনী্র নাম কী?
উঃ No Spin
[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]
৯. ভারতের কালচারাল মিনিস্টারের নাম কি
উঃ Mahesh Sharma
১০. ICC-র বর্তমান চেয়ারম্যানের নাম কী?
উঃ Shashank Manohar
১১. ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কী?
উঃ Maneka Sanjay Gandhi
© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।
১২. আইসোবার কী?
উঃ সমচাপ বিশিষ্ট রেখা
১৩. ভোল্টমিটার কি?
উঃ যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে।
১৪. নিউটনের তৃতীয় সূত্রটি কী?
উঃ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷
১৫. বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়?
উঃ ১৬ সেপ্টেম্বর
১৬. NITI Aayog এর ভাইস চেয়ারপার্সনের নাম কী?
উঃ Dr. Rajiv Kumar। (NITI- National Institution for Transforming India)
১৭. তিব্বত থেকে উৎপন্ন একটি নদীর নাম কী?
উঃ শতদ্রু ( উৎস-Langqên Zangbo)
১৮. মহত্মা গান্ধী কে হত্যা করেছিল?
উঃ নাথুরাম গডসে
১৯. মনিপুরের রাজ্যপালের নাম কি?
উঃ নাজমা হেপাতুল্লা
২০. ৬৫তম জাতীয় চলচিত্র পুরষ্কার (65th National Film Award) জেতা চলচিত্রের নাম কি?
উঃ Village Rockstars (Assamese)
২১. রাষ্ট্রিয় মহিলা আইয়োগের প্রেসিডেন্ট কে?
উঃ রেশমা শর্মা
২২. কোন্ রাজ্যে সেনিটারি প্যাড বিতরণ করা হয়েছে?
উঃ রাজস্থান
২৩. মৈত্রী যুদ্ধাভ্যাস ২০১৮ কোন দুটি দেশের মধ্যে হয়েছে?
উঃ ভারত ও থাইল্যান্ড
♥ RRB Group-D exam 18 September 2018 PDF Question Paper Download Click Here
© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।