Who Are You Meaning In Bengali | Who Are You এর বাংলা অর্থ কি PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (3 votes)

নমস্কার বন্ধু। আজকে আমরা এমন একটি প্রশ্নের সমাধান করবো যেটা অনেকেই জানতে চেয়ে প্রশ্ন করেন। অনেকে জানতে চান Who Are You Meaning In Bengali অর্থাৎ “Who Are You” ইংরেজি বাক্যের বাংলা অর্থ বা মানে কি? আজ আমরা সঠিক এবং বিস্তারিত ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।

Who Are You Meaning In Bengali/Who are you Bengali meaning

“Who Are You” এর অর্থটি শব্দ ভাগ করে দেখানো হল সারণীর মাধ্যমে।

Whoকে
Areবর্তমান কালের একটি ক্রিয়া
Youতুমি/তুই/আপনি প্রভৃতি
Who Are You এর বাংলা অর্থ/who are you Bengali meaning

Who are you mane ki (who are you মানে কি?)

আমরা যখন রাস্তাঘাটে, স্কুল/কলেজে, বাজারে, কর্মক্ষেত্রে বা যেকোনো স্থানে কোনো অপরিচিত ব্যক্তির সম্মুখীন হই তখন জিজ্ঞেস করে থাকি “তুমি কে” বা “তুই কে” বা “আপনি কে” বা বা “কে তুমি” বা “কে আপনি” বা “কে তুই”। এগুলিতো হল বাংলা অর্থাৎ আমাদের মাতৃভাষায়। কিন্তু যদি আমরা বিদেশী ভাষা বা বিলেতি ভাষা বা ইংরেজদের ভাষায় ঠিক একই বাক্যকে বলতে চাই তখন আমাদের বলতে হবে “Who are You”। ব্যপারটা বোঝানো গেলো?

ওপরের উদাহরণটি কোনো অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে দেওয়া হল। কিন্তু অনেক সময় বন্ধু-বান্ধবীদের মধ্যে মজা করেও বলতে শোনা যায় “Who are you”? অর্থাৎ বুঝতেই পারছেন, একটু মজা করে না জানার ভান করে বলা হয়েছে এক্ষেত্রে! কিন্তু এক্ষেত্রেও অর্থ সেই একই- “তুমি কে” বা “তুই কে” বা “আপনি কে” বা “কে তুমি” বা “কে আপনি” বা “কে তুই”

Join us on Telegram

আরও কিছু উদাহরণ দেওয়া যাক, অনেক সময় যখন আমরা একটি পার্টি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কিছু লোক আপনার সাথে ইংরেজিতে কথা বলে “If you don’t mind, please tell me Who are you, I don’t remember you.”  এই বাক্যটির অর্থ বা সামনের লোকটি আপনাকে কি বললো আপনি যদি এ সম্পর্কে কিছু না জানেন, তবে আমি আপনাকে বলি যে সামনের ব্যক্তিটি আপনাকে জিজ্ঞাসা করছে যে “আপনি যদি কিছু মনে না করেন তবে আপনি আপনার নাম বলুন, আমি আপনাকে চিনতে পারছি না।”

এর পরে আপনাকে উত্তরে আপনার নাম বলতে হবে যেমন আমার নাম যদি রিয়া হয় তবে আমি বলব “Yes, my name is Riya” (“হ্যাঁ, আমার নাম রিয়া”) এভাবে আরও বাক্য আপনার সামনে আসতে পারে।

আরও পড়ুনঃ ইংরেজি তে কথা বলার জন্য অতিআবশ্যক ইংরেজি বাক্যের বাংলা অর্থ PDF

Who are you- দিয়ে বাংলাতে কি কি শব্দ/বাক্য বলা যেতে পারে-

ইংরেজি “Who are you”-শব্দ দিয়ে বাংলাতে অনেক কিছু অর্থ বোঝায়। কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল

  • তুমি কে?
  • আপনি কে
  • তুই কে?
  • আপনি কে ভাই?
  • আপনার নাম কি?
  • আপনি নিজের পরিচয় দিন
  • নিজের সম্পর্কে বলুন।
  • তোমরা কারা?
  • তোমরা কে?
  • আপনারা কে?
  • আপনারা কারা?
  • আমি কি আপনার পরিচয় দিতে পারি, দয়া করে?
  • কে তোমরা? প্রভৃতি

“Who are you” এর কিছু SMS বাক্য

SMS লেখার সময় বাংলা অর্থে Who are you কে আমরা যেভাবে ব্যবহার করে থাকি তা হল-

  • Tumi k?
  • Aapni k/Apni ke?
  • Tui ke/ Tue ke/ Tue k?
  • Apnara kara?
  • Tomra kara?
  • Apnar Porichoy din etc.

Pronunciation of “Who are You”-

  • Pronunciation of “Who are You” in English- Who are you
  • Pronunciation of “Who are You” in Bengali- “হু আর ইউ”

হু আর ইউ অর্থ/মানে কি?

ওপরের আলচনা থেকে নিশ্চই জেনে গিয়েছেন, যদি কেউ আপনাকে বলেন Who are you? এর অর্থ হচ্ছে তুমি কে বা আপনি কে?

আরও পড়ুনঃ আপনি কি You এর বাংলা মানে কি জানতে চান? পড়ুন

“Who are you” এর কিছু ব্যবহারিক প্রয়োগঃ

এবার দেখে নেওয়া যাক Who are You বাক্যের কিছু ব্যবহার-

  1. He asked, who are you?- সে জিগ্যেস করছে, কে তুমি/কে আপনি/কে তুই?
  2. Who are you looking for?- তুমি কাকে খুঁজছ?
  3. Rahim said that who are you? রহিম বললো তুমি কে?
  4. Who are you anyway? যাইহোক আপনি কে?
  5. I know who are you! আমি যানি তুমি/আপনি/তুই কে!
  6. Who are you, guys? আপনারা কে?
  7. Hey you! What are you doing here? Who are you? (এই তুমি! তুমি এখানে কি করছো? তুমি কে?)
  8. Hello! I am Sourav, and who are you? Can I have your name, please? (হ্যালো! আমি সৌরভ, আর তুমি কে? আমি কি তোমার নাম জানতে পারি?)

তুমি কে in English meaning?

তুমি কে এর ইংরেজি মানে হল Who are you?

আরও পড়ুনঃ ইংরেজি তে কথা বলার জন্য অতিআবশ্যক ইংরেজি বাক্যের বাংলা অর্থ PDF

Who are you meaning In Bengali (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!