Regional Approach in Geography || Online SLST Coaching Centre

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Regional Approach in Geography

MGI SLST Geography Online Coaching

বাংলা বিষয়ের মামলার নিষ্পত্তি হাওয়ায় আরো প্রশস্ত হলো 2 ND SLST বিজ্ঞপ্তির পথ। শীঘ্রই প্রকাশিত হতে চলেছে SLST IX-XII বিজ্ঞপ্তি, তাই আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপে সম্পাদন করতে যুক্ত হয়ে পড়ুন MGI SLST Geography Prime Group এ।

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ বদলে দিয়েছে সোশাল মিডিয়া গ্রুপ বিশেষ করে হোয়াটস অ্যাপ গ্রুপের অর্থ। SLST Geography প্রস্তুতির এক অন্য ধারা শুরু হয়ে গেছে MGI এর প্রচেষ্টায়। এবার আরেক ধাপ এগিয়ে যাদের হাতে সময় কম তাদের জন্য MGI শুরু করেছে MGI SLST Geography Prime গ্রুপ ও Online Coaching। প্রতিনিয়ত আমাদের সাথে থেকে আপনার প্রস্তুতি সম্পূর্ণ করতে যুক্ত হয়ে যান।

বিশদে জানতে যোগাযোগ করুণ :- 8640890159 / 9735337699

Join us on Telegram

MGI SLST Geography Prime

MGI SLST Geography Prime গ্রুপে আপনি এক বছরের মেম্বারশীপ নিয়ে কি কি পাবেন?

  1. 146 টি টপিকের উপর 50 + টি করে SAQ প্রশ্নত্তোর এর টপিক ভিত্তিক PDF।
  2. 3 মাসের কোর্সে 7,300+ গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর এর বিশাল সম্ভার
  3. কোর্স চলাকালীন 12 টি মক টেস্ট এবং পুরো এক বছরে 50 + টি মক টেস্ট থেকে 1500 + MCQ প্রশ্নত্তোর I
  4. প্রতিনিয়ত Guidance ইত্যাদি

মেম্বারশীপ গ্রহণ সম্পর্কিত তথ্য জানার জন্য এখানে ক্লিক করুণ Membership Now

বিস্তারিত জানার জন্য লগ ইন করুণ www.missiongeographyindia.in

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :- 8640890159 (Whats App) // 97353 37699

#ধন্যবাদ

নীচে কয়েকটি প্রশ্ন উত্তরের উদাহরণ দেওয়া হোল।

১. ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় ?

উঃ আধুনিক সমাজবিজ্ঞান তথা ভূগোলে “Region//অঞ্চল” এক বহুল ব্যবহৃত শব্দ I সাধারণতঃ অঞ্চল বলতে বোঝায় বিশেষ গুণাবলী সম্পন্ন বিশেষ আয়তনের একটি ভৌগোলিক এলাকা যা দিয়ে বিশেষ কোন উদ্দেশ্য সাধন করা সম্ভব I ভৌগোলিকদের মতে অঞ্চল হল এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক I এই বৈশিষ্ট প্রাকৃতিক বা সামাজিক দু’ধরনের হতে পারে I জাতীয়তাবাদের এই ক্ষুদ্র সংস্করণ দৃষ্টিভঙ্গি হল ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি।

২. ভূগোল শাস্ত্রে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির প্রাচীন দৃষ্টান্ত কোথায় দেখা যায় ?

উঃ গ্রীক দার্শনিক হেকাটিয়াসের লেখা গ্রন্থ “Ges-periods”বা “periods Ges” থেকে, যেখানে দুই খণ্ডে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বর্ণনা রয়েছে I

৩. আঞ্চলিক ভূগোলের ধারণায় Herodtus এর অবদান কিরূপ ?

উঃ গ্রীক ঐতিহাসিক হেরোডটাস 440 খ্রিস্টপূর্বাব্দে লিখিত তার “The Histories” নামক গ্রন্থে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং গ্রীসের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে I

৪. ভূগোলে আঞ্চলিক ধারণার বিকাশে চারজন প্রথম সারির ভৌগোলিকের নাম লিখুন I

উঃ আলেকজান্ডার ফন হামবোল্ড (Kosmos-1845 থেকে 1862 সালের মধ্যে 5 খণ্ডে প্রকাশিত), কার্ল রিটার Erdkunde – 19 খণ্ড এবং 21 টি অংশে 1817 থেকে প্রকাশিত গ্রন্থ), পল ভিদাল দ্য লা ব্লাশ (Tableau de le Geographie de le France- 1903) এবং আলফ্রেড হেটনার (The Europe- 1907) ভূগোলে আঞ্চলিক ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৫. ভূগোলে আঞ্চলিকতাবাদ স্বতন্ত্র প্যারাডাইম হিসাবে উত্তরিত হয় কোন সময়?

উঃ আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হার্টশোর্ণ দ্বারা প্রকাশিত “Nature of Geography” গ্রন্থের প্রভাবে ভূগোলে আঞ্চলিকতাবাদ স্বতন্ত্র প্যারাডাইম হিসাবে উত্তরিত হয় এবং যার প্রভাব থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত I

৬. “Pays” বলতে কি বোঝায় ?

উঃ পল ভিদাল দ্য লা ব্লাশ 1903 সালে প্রকাশিত তার “Tableau de le Geographie de le France” নামক গ্রন্থে ছোট ছোট সমধর্মী এলাকাকে ‘পে’ নামে অভিহিত করেন I

৭. আঞ্চলিক ধারণায় Chorography এবং Chorology ধারণা দুটির পার্থক্য কে নিরূপণ করেন ?

উঃ Ferdinand Von Richthofen

৮. আঞ্চলিক ভূগোলে অঞ্চলের সীমারেখা টানার পদ্ধতি কে উল্লেখ করেন ?

উঃ 1905 সালে হার্বার্টসন I

৯. ভূগোলে আঞ্চলিক ধারণা বিকাশের প্রেক্ষাপট কি ?

উঃ গ্রীক পণ্ডিতেরা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রের মধ্যবর্তী বৈচিত্র ও মিলথেকে ভূগোল কে ক্ষেত্রবহুতত্ব বিজ্ঞান বা Chorology হিসাবে আখ্যায়িত করেন এবং তা থেকেই ভূগোলে স্থানিক পার্থক্যীকরণ এর বিকাশ ঘটে I পরবর্তী কালে স্থানিক পার্থক্যীকরণ ধারণার প্রভাবে অঞ্চল ধারণা বিকশিত হয়I

১০. “পৃথিবীতে যতোজন ভৌগোলিক, অঞ্চলও ততগুলি হতে পারে (‘There mey be as many regions as there are geographer’) উক্তিটি কার ?

উঃ এই বিখ্যাত উক্তিটি রিচার্ড হার্টশোর্ণ এর।


Tag- Regional Approach in Geography , MGI SLST Geography Prime, 2nd SLST Geography,Online Geography coaching.Online SLST Geography Coaching

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!