ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্ব-




এর আগে আমরা গ্রুপ ডি/গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. বিন্দুসারকে ‘অমিত্রাঘাত’ উপাধি কারা দেন?

অ) চিনা

আ) আরবেরা

Join us on Telegram

ই) গ্রীকরা

ঈ) ইহুদিরা

২. নানা সাহেবের আসল নাম কী?

অ) মরুপন্থ

আ) ধুন্ধু পন্থ

ই) তাঁতিয়াতোপী

ঈ) কোনোটিই নয়

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।




৩. পোর্ট ফোলিও ব্যবস্থা ভারতে প্রথম চালু করেছিলেন কে?

অ) লর্ড ডালহৌসি

আ) লর্ড ক্যানিং

ই) লর্ড আমহাস্ট

ঈ) কেউ নয়

৪. দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লাখনি কোন্‌টি?

অ) তালচের

আ) বোকারো

ই) রানীগঞ্জ

ঈ) বিসরামপুর

৫. কানাডিয়ান শিল্ড সমভূমি আসলে কিসের ফলে গঠিত?

অ) ক্ষয়জাত




আ) সঞ্চয়জাত

ই) ভূ-আলোড়নজাত

ঈ) উপকূলীয় ক্ষয় জাত

মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন

৬. এভারেস্ট জয়ী প্রথম বাঙালী পুরুষ কে?

অ) প্রেম দরজি

আ) সত্যব্রত দাম

ই) সত্যব্রত মজুমদার

ঈ) রাধানাথ শিকদার

৭. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলে?

অ) পূর্ব বর্ধমান

আ) পশ্চিম বর্ধমান

ই) হুগলী

ঈ) পূর্ব মেদিনীপুর

৮. ‘ডেভিড কপারফিল্ড’ গ্রন্থের লেখক কে?

অ) সমারসেট মম

আ) চার্লস ডিকেন্স

ই) শেক্সপিয়র

ঈ) জর্জ বার্নার্ড শ

৯. শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?

অ) ৩৩২মি/সে.

আ) ২৩২মি/সে.

ই) ৪৩২মি/সে.

ঈ) ৬৩২মি/সে.

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

১০. সমস্ত অ্যাসিডে কোন্‌ উপাদানটি অবশ্যই থাকবে?

অ) ক্লোরিন

আ) হাইড্রোজেন

ই) অক্সিজেন




ঈ) সালফার

১১. ফুসফুস আবৃত থাকে-

অ) পেরিকার্ডিয়াম দ্বারা

আ) পেরিটোনিয়াম দ্বারা

ই) প্লুরা দ্বারা

ঈ) মেনিনিজেস্‌ দ্বারা

১২. CJDL  : FMGR :: IKJR

অ) RSTU

আ) OQPT

ই) OQRT

ঈ) KRMO

১৩. পর পর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটি তিনগুণ, তৃতীয়টি দুইগুণের চাইতে ৩ বেশি, তৃতীয় সংখ্যাটি কত?

অ) ১৭

আ) ১৫

ই) ১৩

ঈ) ১১

১৪. দুটি সংখ্যার অনুপাত ৭:৮ এবং তাদের গ.সা.গু =৬ সংখ্যাদুটির পার্থক্য কত?

অ) ৫

আ) ৬

ই) -৮

ঈ) ১০

১৫. একটি ক্যাম্পে ৩০০ জনের ৯ দিনের খাবার মজুত ছিল। ২ দিন পরে ১২৫ জন লোক অন্যস্থানে চলে গেল। বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে?

অ) ১০ দিন

আ) ১২ দিন

ই) ১৫ দিন

ঈ) ১৬ দিন

উত্তর

১/ই, ২/আ, ৩/আ, ৪/ই, ৫/ই, ৬/আ, ৭/অ, ৮/আ, ৯/অ, ১০/আ, ১১/ই, ১২/আ, ১২/আ, ১৩/আ, ১৪/আ, ১৫/আ




  • অঙ্কের সমাধান গুলি নিচে করে দেখানো হল।
    রেলের গ্রুপ-ডি পরীক্ষা প্রস্তুতি অঙ্কের সমাধান পর্ব ১
    রেলের গ্রুপ-ডি পরীক্ষা প্রস্তুতি অঙ্কের সমাধান পর্ব ১

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!