উচ্চ মাধ্যমিক ২০১৮ ফলাফল জানবো কিভাবে? || উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮

পোস্টটি শেয়ার করুন
Rate this post

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৮ রেজাল্ট জানবো কিভাবে?

উচ্চমাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৮

HS Results 2018

২০১৮ সালের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ আয়োজিত উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ প্রকাশ হতে চলেছে ৮ জুন। উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা ২০১৮ ফলাফল প্রকাশ পাবে। প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে।

[মাধ্যমিক পরীক্ষা ২০১৮ ফলাফল কিভাবে জানবেন? দেখে নিন]

♠ ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার টুকিটাকি খবর-

২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ ২০১৮ তে। এবং পরীক্ষা চলে ১১ এপ্রিল ২০১৮ পর্যন্ত। বিগত প্রায় দুই মাস ধরে বহু উৎকন্ঠার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত। আর কয়েকদিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে, ৮ জুন  ছাত্র ছাত্রীরা তাদের ফলাফল ( উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ ) জানতে পেরে যাবে এই আশাই করা যায়।

♠ ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা-

২০১৮ সালে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।

Join us on Telegram

♠ গতবছরের ফলাফলের তারিখ-

সকলকে মনে করিয়ে দেই গতবছর অর্থাৎ ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল এপ্রিলে, এবং ফলাফল ঘোষণা করা হয়েছিল ৩০ মে। অর্থাৎ পরীক্ষা শেষ ও ফলাফল প্রকাশের মধ্যে অন্তর ছিল দুই মাসেরও কম। সেই হিসাবে এবছরও একি সময়ে ফলাফল ঘোষণা হতে পারে এটা ধরে নেওয়া যেতে পারে।

♠ উচ্চমাধ্যমিক ২০১৭ ফলাফল এক নজরে-

 ২০১৭ সালে পরীক্ষা শেষ হওয়ার ৬১ দিনের মাথায় প্রকাশিত ফল প্রকাশিত হয়েছিল। মোট ৫৮ টি বিষয়ের উপর হয়েছিল পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৬ হাজার ৬২০ জন। পাশ করেছিল ৬ লক্ষ ২২ হাজার ৪৩৫ জন।অর্থাৎ গতবছর পাশের হা ছিল ৮৪.২০%।২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে পাশের হার বেড়েছিল প্রায় ০.৫৫%।

২০১৭ উচ্চমাধ্যমিকে মেধা তালিকার শীর্ষে স্থান পেয়েছিল অর্চিষ্মান পাণিগ্রাহী ( হুগলি কলেজিয়েট স্কুল)। প্রাপ্ত নম্বর-৪৯৬। এবং দ্বিতীয় হয়েছিল দুইজন- মায়াঙ্ক চট্টোপাধ্যায় (মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি)। উপমন্যু চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৯২। এর পর তৃতীয় স্থান পায় আরও দুইজন ভম সিংহ (আরামবাগ হাই স্কুল, হুগলি)। সুরজিৎ লোহার (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৯। এবার নজর ২০১৮ তে!

♠ ২০১৭ সালে কোন্‌ জেলাতে পাশের হার সবচেয়ে বেশি ছিল?

  • পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার সবচেয়ে বেশি ছিল।
  • ছাত্রদের পাশের হার ছিল ৮৫.১৫%
  • ছাত্রীদের পাশের হার ছিল ৮৩.২৬%
  • প্রথম বিভাগে পাশ করেছিল ৪২%

♠ এক নজরে দেখে নেওয়া যাক উচ্চমাধ্যমিক ২০১৭ সালের মেধাতালিকা

প্রথম: অর্চিষ্মান পাণিগ্রাহী ( হুগলি কলেজিয়েট স্কুল)। প্রাপ্ত নম্বর-৪৯৬।

২০১৭ সালের উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধীকারী অর্চিষ্মান পাণিগ্রাহী
২০১৭ সালের উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধীকারী অর্চিষ্মান পাণিগ্রাহী

দ্বিতীয়: মায়াঙ্ক চট্টোপাধ্যায় (মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি)। উপমন্যু চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৯২।

যুগ্ম দ্বিতীয় মায়াঙ্ক চট্টোপাধ্যায় ও উপমন্যু চক্রবর্তী
যুগ্ম দ্বিতীয় মায়াঙ্ক চট্টোপাধ্যায় ও উপমন্যু চক্রবর্তী

তৃতীয়: শুভম সিংহ (আরামবাগ হাই স্কুল, হুগলি)। সুরজিৎ লোহার (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৯।

যুগ্ম তৃতীয় শুভম সিংহ এবং সুরজিৎ লোহার
যুগ্ম তৃতীয় শুভম সিংহ এবং সুরজিৎ লোহার

চতুর্থ: চিন্ময় অধিকারী (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি)। আদর্শ অগ্রবাল, (শ্রী জৈন বিদ্যালয়, কলকাতা)। প্রাপ্ত নম্বর- ৪৮৬।

পঞ্চম: হিরণ্ময় রায় (ময়নাগুড়ি হাই স্কুল, জলপাইগুড়ি)। শমীক দত্ত (ঊষাগ্রাম বয়েজ হাই স্কুল, বর্ধমান)। রোহিত কুমার (আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল, বর্ধমান)। শুভদীপ সিংহ মহাপাত্র (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৫।

ষষ্ঠ: মঞ্জিষ্ঠা সাহা (বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা)। ধ্রুবজ্যোতি সেন (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ পরগনা)। নম্বর- ৪৮৪।

সপ্তম: সুজয় মল্লিক (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি)। রণদীপ কুমার মাহাতো (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর)। রৌণক চক্রবর্তী (গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন, মুর্শিদাবাদ)। অরণ্য দত্ত (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দ: ২৪ পরগনা)। স্বয়ংপ্রভ শ (ডায়মন্ড হারবার হাই স্কুল, দ: ২৪ পরগনা)। সুপ্রকাশ পাল (দমদম কিশোর ভারতী হাই স্কুল, উ: ২৪ পরগনা)। ঋত্বিক বিশ্বাস (মধ্যমগ্রাম হাই স্কুল, উ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮৩।

অষ্টম: দেবাশীস সাহা (তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল, কোচবিহার)। কৌশিক দাস (কোচবিহার রামভোলা  হাই স্কুল)। আরাধ্য পাণ্ডে (পুরুলিয়া জেলা স্কুল)। নৌরিন হোসেন (কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। বৈদুর্য্য নায়ক (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। অর্চিষ্মান ভট্টাচার্য (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। সৌম্যদীপ মণ্ডল (রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর)। সুপ্রতীম কুণ্ডু (সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা)। ঋত মুখোপাধ্যায় (নব নালন্দা হাই স্কুল, কলকাতা)। অলিপ্রিয়া দাস, টাকি হাউজ গভ: স্পনসরড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা)। সায়ন মল্লিক (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮২।

নবম: অভীক সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার)। দেবমাল্য সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার)। শুভদীপ রায় (জেনকিন্স স্কুল, কোচবিহার)। ঋদ্ধিমান সাহা (জেনকিন্স স্কুল, কোচবিহার)। অনন্যা নেমো (বেঙ্গাই হাই স্কুল, হুগলি)। দিব্যদীপ চট্টোপাধ্যায় (উত্তরপাড়া গভ: হাই স্কুল, হুগলি)। পিনাকী চট্টোপাধ্যায় (কেঁদুয়াডিহি হাই স্কুল, বাঁকুড়া)। শুভজিৎ মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল)। দেবজ্যোতি গঙ্গোপাধ্যায় (বাঁকুড়া জেলা স্কুল)।

অঙ্কিতা শীট (বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল)। সায়ন্তী কুণ্ডু (সোনামুখী বি জে হাই স্কুল, বাঁকুড়া)। মানবেন্দ্র দাস (নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, কলকাতা)। আস্থা তুলসিয়ান ( বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা)। ত্বিশা চট্টোপাধ্যায় (বেলুড় হাই স্কুল, হাওড়া)। প্রাপ্ত নম্বর- ৪৮১।

দশম: কাজী দিলরুবা খানুম (মুরলীগঞ্জ হাই স্কুল, দার্জিলিং)। কুশল মোদক (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর)। জয়শ্রী নন্দী (রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশন, বাঁকুড়া)। সৌরিশ বন্দ্যোপাধ্যায় (বীরভূম জেলা স্কুল)। বৈষ্ণা বিশ্বাস (সাউথ পয়েন্ট হাই স্কুল, কলকাতা)। কুহু ঘোষ (টাকি হাউজ মাল্টি পারপাস গার্লস হাই স্কুল, কলকাতা)। ইমন বর্মন (হাওড়া জেলা স্কুল)। সৌমিক দাস (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮০।

♠ যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ জানা যাবে-

wbresults.nic.in

wbchse.nic.in

examresults.net/wb

www.jagranjosh.com

♠ SMS এর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ জানুন-

এসএমএসেও জানা যাবে উচ্চমাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB12<স্পেস> রোল নম্বর লিখে 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

♠ এবার দেখে নিন কীভাবে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ দেখবেন

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ জানার জন্য পর্যায়ক্রমে একটু নমুনা আপনাদের সুবিধার্থে দেখেনো হল। এই পর্যায়গুলি অনুসরণ করে নিজে চেষ্টা করুন–

★ ধাপ-১ : প্রথমে লগ ইন করুন অফিসিয়াল wbresults.nic.in

★ ধাপ-২ : এরপর উচ্চ মাধ্যমিক ২০১৮-এর ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে ‌যান

একটি নতুন পেজ খুলবে।

★ ধাপ-৩ : এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে

ফর্ম পূরণ করার পর সাবমিট করে দিতে হবে

★ ধাপ-৪ : ফল স্ক্রিনে ভেসে উঠবে

★ ধাপ-৫ : সেটি ভালো করে যাচাই করে, ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বি: দ্র: মনে রাখবেন ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।

বিশেষ ঘোষণা – যদি ফলাফল দেখতে কোনোরকম সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমাদের ইমেল [email protected] এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমরা আপনাকে সাহায্য করবো। ধন্যবাদ সঙ্গে থাকুন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৮ , উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০১৮, উচ্চমধ্যমিকের ফলাফল কিভাবে জানবো, উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখায় সাইট, উচ্চমাধ্যমিক ২০১৮ রেজাল্ট কবে প্রকাশ হবে, উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮ কিভাবে দেখবো, HS Result 2018, West Bengal Higher secondary result 2018, HS Results 2018, HS রেজাল্ট 2018, উচ্চ মাধ্যমিক ফলাফল 2018, উচ্চমাধ্যমিক 2018, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2018, উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৮, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০১৮

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!