SSC Exam Result 2020 BD || SSC রেজাল্ট ২০২০ কবে দিবে জানুন

পোস্টটি শেয়ার করুন
Rate this post

SSC Exam Result 2020 BD

SSC রেজাল 2020

SSC Exam Result 2020 BD : সাধারণত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৬০ থেকে ৭৫ দিন পর রেজাল্ট প্রকাশিত হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারী মাসের ২ তারিখে শুরু হয় এবং মার্চ মাসের ৫ তারিখে শেষ হয়। আপনি মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও সমমানের ফলাফল জানতে পারবেন। সারাদেশে একযোগে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd -এ সকল বোর্ডের ফলাফল এক সাথে প্রকাশিত হবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবে। তারা এখনো ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ প্রকাশ করে নি। সুতরাং, আমরা এখনও ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কে কোন তথ্য দিতে পারছি না। কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ফলাফল ঘোষণার তারিখ জানা মাত্র, আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবো।


করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলে যেদিন অফিস খুলবে, তার দুই সপ্তাহ পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।


বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবছরের ২০২০ তে রেজাল্ট প্রকাশিত হবে।

♣ এসএসসি ফলাফল সম্পর্কিত নোটিশ

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মােবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে। এ জন্য সকল পরীক্ষার্থীর অভিভাবকের মােবাইল নম্বর জরুরি প্রয়ােজন। আগামী ৩০ এপ্রিল ২০২০ খ্রি. তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকের মােবাইল নম্বর নিম্নলিখিত পদ্ধতিতে সাবমিট করার জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরােধ করা হলাে।

Join us on Telegram

SSC Exam Result 2020 BD || SSC রেজাল্ট ২০২০ কবে দিবে জানুন

♣ কিভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন ?

অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি জেএসসি – এইচএসসি ও সমমানের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টীর লিংক নিচে দেওয়া হলো –

  1. www.eboardresults.com
  2. www.educationboardresults.gov.bd

যেভাবে অনলাইনে www.educationboardresults.gov.bd থেকে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন –

      1. প্রথমে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
      2. এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil” সিলেক্ট করুন।
      3. Year” অপশনে “2020” দিন
      4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
      5. এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
      6. এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
      7. সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন।

    Example: 4+3 =7

  1.      8. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন।

    SUBMIT

      ” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

Note :

অনেকে রেজাল্ট দেখার জন্য একসাথে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে ভিজিট করার ফলে সাইট ডাউন হতে পারে। তাই, কয়েকবার ট্রাই করবেন। আশা করি, রেজাল্ট পেয়ে যাবেন।

যেভাবে www.eboardresults.com থেকে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২০ এর ফলাফল বের করবেন

        1. প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
        2. এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
        3. Year” অপশনে “2020” দিন
        4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
        5. এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।
        6. এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
        7. সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
        8. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।

    Get Result

      ” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের পরীক্ষার ফলাফল পেয়ে যবেন

eboardresults.com একটি নতুন ওয়েবসাইট। ওয়েব ভিত্তিক এই ওয়েবসাইটে এসএসসি ফলাফলসহ যেকোন বোর্ড পরীক্ষার ফলাফল এই সাইট থেকে পাওয়া যায়। আপনি এখানে থেকে সহজেই আপনার এসএসসি ফলাফল বের করতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারেন। আপনার স্কুলের সকলের এসএসসি পরীক্ষা ফলাফল বের করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্কুলের EIIN জানতে হবে। তা না হলে আপনি আপনার স্কুলের সকলের ফলাফল দেখতে পারবেন না।

যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন

          1. প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
          2. এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।
          3. Year” অপশনে “2020” দিন
          4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
          5. এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।
          6. এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।
          7. সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন।
          8. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।

      Get Result

        ” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে

প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।

ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।

হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।

যেভাবে দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন

সাধারণ বোর্ডের জন্য

ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।

For Example :

SSC DHA 123456 2020 and Send to 16222

মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষা) জন্য

এসএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের ( দাখিল পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2020) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

For Example :

Dakhil MAD 123456 2020 and send to 16222

কারিগরি বোর্ডের জন্য

কারিগরি বোর্ডের জন্য SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 202) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

For Example :

SSC TEC 454511 2020 and send to 16222

SSC Result 2020 Board short Name for Mobile SMS


SSC রেজাল্ট ২০২০, এসএসসি ফলাফল, এস এস সি রেজাল্ট ২০২০, দাখিল রেজাল্ট ২০২০, ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২০, এসএসসি পরীক্ষায়, ssc পরীক্ষার ফলাফল 2020, www.educationboardresults.gov.bd, এস এস সি পরীক্ষা ২০২০, এস এস সি পরীক্ষার ফলাফল ২০২০, এস এস সি বৃত্তির রেজাল্ট ২০২০, এসএসসি ফলাফল ২০২০, এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ, নাম্বার সহ রেজাল্ট ২০২০, মার্কশিট সহ রেজাল্ট ২০২০, ssc রেজাল্ট, এস এস সি, এস এস সি রেজাল্ট 2020, এস এস সি পরীক্ষার রেজাল্ট 2020, ssc 2020 খবর, দাখিল রেজাল্ট ২০২০, ssc রেজাল্ট ২০২০ কবে দিবে, ssc 2020 খবর ssc পরীক্ষার ফলাফল 2020 ssc রেজাল্ট SSC রেজাল্ট ২০২০ ssc রেজাল্ট ২০২০ কবে দিবে www.educationboardresults.gov.bd এস এস সিএস এস সি পরীক্ষা ২০২০ এস এস সি পরীক্ষার ফলাফল ২০২০ এস এস সি পরীক্ষার রেজাল্ট 2020 এস এস সি বৃত্তির রেজাল্ট ২০২০ এস এস সি রেজাল্ট ২০২০ এস এস সি রেজাল্ট ২০২০ কবে দিবে এসএসসি পরীক্ষায় এসএসসি ফলাফল এসএসসি ফলাফল ২০২০ এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণদাখিল রেজাল্ট ২০২০ নাম্বার সহ রেজাল্ট ২০২০ ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২০ মার্কশিট সহ রেজাল্ট ২০২০, ssc রেজাল্ট ২০২০ কবে দিবে, ssc রেজাল্ট 2020, নাম্বার সহ রেজাল্ট ssc, SSC Result 2020 , রেজাল্ট দেখার ওয়েবসাইট, এস এস সি রেজাল্ট ২০২০ পাসের হার, এইচ এস সি রেজাল্ট ২০২০ কবে দিবে, SSC Exam Result 2020 BD

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!