রহস্যময় জানা অজানা তথ্য || এই অজানা তথ্যগুলো আপনি হয়তো কখনও জানতেন না!

পোস্টটি শেয়ার করুন
Rate this post

রহস্যময় জানা অজানা তথ্য

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগত। বিশ্বের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে নানান ধরণের অজানা ঘটনা, যেগুলি হয়ত আমাদের মধ্যে অনেকেই জানিনা। বা জানার ইচ্ছে থাকলেও উপায় হয়না অর্থাৎ সঠিক ভাবে আপনার সামনে উপস্থাপিত হয়না। তাই স্টুডেন্টস কেয়ার চেষ্টা করেছে বেশ কিছু রহস্যময় জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার। পড়ুন মজা নিন এবং অবশেষে সকল বন্ধুদের সাথে শেয়ার করেনিন।

১. E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।

২. আমরা থাইল্যান্ডে ভ্রমনে যাই। তা আপনি জানেন কি? থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!

৩. ক্যানারি দ্বীপপুঞ্জের অধিবাসিরা শিস্ দিয়ে কথা বলতে পারে।

Join us on Telegram

৪. ৯৯% লোকই যখন তাদের সিকিউরিটি পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!! আপনি যদি করেন তাহলে কমেন্ট করে জানাবেন

৫. পিসার হেলানো টাওয়ারে সিঁড়ি সংখ্যা কয়টি -২৯৭ টি।

৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ওই সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূর্তিটি কাঠের তৈরি ছিল!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূর্তিটি কাঠের তৈরি ছিল!

৭. কোন দেশে জাতীয় সংগীতে কোন শব্দ ব্যবহৃত হয় না – স্পেন।

৮. অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!

৯. মোনালিসা চিএটি অপর নাম- কো-জিওকোনডো।

মোনালিসা
চিত্রে মোনালিসা

১০. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান- হ্যাপি বাথর্ডে।

[আরও পড়ুন- টুথপেস্টের টিউবের নিচের বর্গাকার রঙ গুলির অর্থ রহস্য]

১১. নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।

Narwhal
Narwhal

১২. বিশ্বের মানচিএ কোন দেশের অস্তিত্ব নেই– বেলেডোনা।

১৩. অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ

১৪. আন্তজার্তিক লেখক গোষ্ঠীর নাম কি– “PEN ”

১৫.একটি মাথা বিহীন প্রানী নাম বল – কাঁকড়া।

১৬. অজগর সাপ একসাথে ১২টি – ৩৬টি ডিম পাড়তে পারে!

১৭. নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।

১৮. জল ছাড়া কে বেশি দিন বেঁচে থাকতে পারে? মরুর জাহাজ খ্যাত উট? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন। কিন্তু সত্যি হলো জল ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!

[জেনে নিন- ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস]

১৯. ভারতে প্রথম টিভি সিরিয়াল এর নাম কি জানেন? – হাম লোগ।

হাম লোগ সিরিয়ালের একই ব্যানার
হাম লোগ সিরিয়ালের একই ব্যানার

২০. ১১টি মাথাযুক্ত প্রানীর নাম বলতে পারবেন? -রেশম মথ।

২১. পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ার আল জিজিয়া নামক স্থানে। সেখানে তাপ মাত্র রেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইট অর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!

২২. জন্মাবার পর ১০ বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন- আইনস্টান।

২৩. উড়তে উড়তে ডিম পারে কোন্‌ পাখি- হেমো পাখি।

২৪. সান্তাক্লাসের আসল নাম কেউ বলতে পারবেন? – সেন্ট নিকোলাস।

২৫. ইংরাজী “RUN” শব্দটির মানে কত রকমের হয় জানেন?-৮৩২ রকমের।

২৬. বেতারকেন্দ্রের আকাশবানী নামটি দিয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

২৭. কোন প্রানী মুখ দিয়ে মল ত্যাগ করে- বাদুর।

২৮. আমরা কোন খাবারের স্বাদ নিতে জ্বিব্বা ব্যবহার করি। কিন্তু পা দিয়ে খাবারের স্বাদ অনুভব করতে পারে কোন প্রাণি? প্রজাপতি কোনো খাবারের উপর বসলেই ওই খাবারটির স্বাদ অনুভব করতে পারে। কারণ প্রজাপতির ‘টেস্ট রিসেপ্টর’ থাকে এর পায়ের তালুতে।

২৯. মহাশূন্যে গেলে মানুষ নাকি কিছুটা লম্বা হয়। কিভাবে হয়? সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় মেরুদণ্ডের উপর কোনো চাপ থাকে না। ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বাড়ে।

৩০. মানুষের দেহের সমস্ত শিরা জুড়ে দিলে তার আয়তন হবে- ৫০ মাইল।

৩১. খরগোশ ও তোতাপাখিকে কখনো পেছন ফিরে তাকানোর দরকার হয় না। কারণ তারা মাথা সোজা রেখেও পেছনের দৃশ্য দেখতে পায়।

[আরও পড়ুন- ভারতী রেলের পরীক্ষার অনলাইন মক টেস্ট দিন]

৩২. পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা জলের উপরে ভাসে!

পিউমিস (Pumice)
পিউমিস (Pumice) পাথর জলে ভেসে রয়েছে

৩৩. পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।

৩৪. ক্যাঙ্গারু এবং ইমু পিছন দিকে যেতে পারে না। কারণ তাদের পায়ের বিচিত্র গঠন পেছনে যেতে বাধা সৃষ্টি করে।

৩৫. বিশ্বের সবচেয়ে বড় অনলাইন তথ্য ভান্ডার হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে যতো তথ্য জমা রয়েছে তার ৫ গুণ বেশি তথ্য মানুষের মস্তিষ্ক, তথ্য ধারণ ক্ষমতা রাখে।

৩৬. জানেন কি? অধিক মেয়েদের সাথে বসার সুযোগের জন্য বিল গেটস তাঁর স্কুলে আসনবিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন।

৩৭. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।

৩৮. ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।

৩৯. আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।

৪০. পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।

৪১. মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুন দ্রুত বাড়ে।

৪২. হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।

[সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতি]

৪৩. মরুভুমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।

৪৪. নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।

৪৫. বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।

৪৬. একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।

৪৭. একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ বাতাস শ্বাস হিসাবে গ্রহণ করে তা দিয়ে একটি নয় ১০০০টি বেলুন ফোলানো সম্ভব।

৪৮. প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।

৪৯. আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

৫০. অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে।

৫১. আপনার নিজের শরীরে নিজে কাতুকুতু দিতে পারবেন না

[আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করুণ]

৫২. একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!