মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর || SAQ || প্রথম পর্ব
নমস্কার সকলকে। স্টুডেন্টস কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা সকলেই জানেন আমরা আমাদের সাইটে বিভিন্ন ধরণের পরীক্ষা প্রস্তুতি সহ নানান জানা অজানা তথ্য আপনাদের জানিয়ে থাকি। আজ থেকে যে পর্বটি শুরু হচ্ছে সেটি সকল চাকরীপ্রার্থীদের সাথে সাথে সকল মাধ্যমিক পরীক্ষার্থী দেরও কাজে লাগবে। আজ মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির প্রথম পর্ব শুরু করা হল। এই পর্বে আমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ভৌত বিজ্ঞানের ছোটো প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে নেবেন। মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
১. বায়ো গ্যাসের প্রধান উপাদান কী?
উ: মিথেন
২. ভিনিগারে কি থাকে?
উ: অ্যাসিটিক অ্যাসিড
৩. সবথেকে বিশুদ্ধ আয়রন কোনটি?
উ: রট আয়রন
৪. কার্বনডাই অক্সাইডের বাষ্পঘনত্ব কত?
উ: ২২
৫. আলোকরশ্মি লেন্সের আলোককেন্দ্র দিয়ে গেলে আলোকরশ্মির চ্যুতি কত হয়?
উ: শূন্য ডিগ্রী
৬. দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন?
উ: অবতল দর্পণ
৭. পরমানু চুল্লীতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে?
উ: মোডারেটরর
৮. ত্রিবন্ধন যুক্ত মৌল কোনটি?
উ: নাইট্রোজেন
৯. CBM এর পুরো নাম কী?
উ: Coal Bed Methene
১০. বয়েল ও চার্লস উভর সূত্রে ধ্রুবক কী?
উ: গ্যাসের ভর
১১. তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন?
উ: ফ্যারাডে
১২. তীব্রতর তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
উ: ফ্রোরিন
১৩. প্রথম ইউরোরেনিয়ামোত্তর মৌল কোনটি?
উ: নেপচুনিয়াম
১৪. তড়িদবিশ্লেষণের সময় কিসের জারণ ঘটে?
উ: অ্যানায়নগুলির জারন ঘটে।
১৫. সরলতম অ্যালকিনের নাম কী?
উ: ইথিলিন
১৬. কয়লার উৎকৃষ্টতা কীসের ওপর নির্ভর করে?
উ: তাপন মূল্য
১৭. পারদ থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়?
উ: তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের আয়তন বৃদ্ধি
১৮. একটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।
উ: সিলিকন
১৯. সাদা আলোর বর্ণালির দুই প্রান্তিক বর্ণ কী কী?
উ: বেগুনী ও লাল
২০. এল পি জি এর মূল উপাদানকী?
উ: বিউটেন