ভিটামিনের উৎস, ভিটামিনের অভাবজনিত রোগ , উপকারিতা || বিনামূল্যে PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভিটামিনের অভাবজনিত রোগ

আমরা জানি সুষম খাদ্যের ৬ টি উপাদান। এর মধ্যে একটি হলো ভিটামিন। ভিটামিন ছাড়া শরীর কখনোই সঠিকভাবে চলতে পারে না। শরীরের অভ্যন্তরীণ সকল প্রণালী সচল রাখার জন্য ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাবে শরীরে মারাত্মক সব রোগ বাসা বাঁধে। ভিটামিনের অভাব পূরণ করতে হলে নিয়মিত ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। আজকে আমরা দেখবো ভিটামিনের অভাবজনিত রোগ এবং কোন খাদ্যে কোন ভিটামিন আছে।

[আরও পড়ুন- শরীর ও স্বাস্থ সম্পর্কিত জানকারির জন্য এখানে ক্লিক করুণ]

ভিটামিনের নামউৎসঅভাব জনিত রোগ
ভিটামিন এপালংশাক, বিট, গাজর, মটরশুটি, কপি, পেঁপে, লাউ, পাকা আম, দুধ, মাখন, মাছের তৈল, খাসির কলিজারাতকানা, জেরোপথালমিয়া, উদরাময়, সুতিকা, সর্দিকাশি, মূত্র পাথরি, কানের রোগ, চোখের রোগ হয়
ভিটামিন বিশস্যদানা, দুধ, সবুজ শাকসবজিবেরিবেরি, নার্ভের রোগ, হৃদপিন্ড সংক্রান্ত রোগ হয়
ভিটামিন সিকমলালেবু, লেবু, মাল্টা, আনারস, পেয়ারা, আমলকি, তরমুজ, আখ, শশা, পেঁপে, আঙুর, শাকসবজি, অঙ্কুরিত ছোলা, দুধ, দৈ ইত্যাদিস্কার্ভি, ওজন কমে, শিশুর হাড় ও দাঁতের ক্ষয় হয়
ভিটামিন ডিমাচের ডিম, খাসির মাংস, ডিমের কুসুম, দুধ, মাখন, ছানা প্রভৃতিতে কুঁজো হওয়া, শিশুদের রিকেট রোগ, বড়দের অস্টিওম্যালেসিয়া, দাঁতের ক্ষয়
ভিটামিন ইআঁকাড়া চাল, যাতা ভাঙা আটা, নারিকেল, কলা, দুধ, সয়াবিন, মাংস, ডিম, সবুজ শাক সবজিগর্ভস' সন্তানের মৃত্যু হয়। গর্ভপাত ও গর্ভস্রাব হয়, পায়ে যন্ত্রণা, হৃদপিন্ড ও ধমনীর কর্মক্ষমতা হ্রাস পায়
ভিটামিন এইচশাকসবজি, দুধ, মাখন, সামুদ্রিক মাছে এই ভিটামিন পাওয়া যায়।দাঁত ও অসি' গঠন হয় না, ত্বকের স্বাস্থ নষ্ট হয়
ভিটামিন কেবাধাকপি, টমেটো, সয়াবিন ও সবুজ শাকসবজিরক্ত তঞ্চন ব্যাহত হয়, জন্ডিস ও যকৃতের রোগ হয়

ভিটামিনের উৎস, অভাব জনিত রোগ, উপকারিতা একটি চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো। PDF ডাউনলোড করতে হবে। Download PDF

আমাদের ফেসবুক পেজ লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন। ক্লিক করুণ এখানে।

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!