সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || তৃতীয় পর্ব || ৩০ টি প্রশ্ন

পোস্টটি শেয়ার করুন
Rate this post

সরকারী চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই উপযুক্ত পরিমান স্টাডি মেটেরিয়ালস। তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ধরণের সরকারী চাকরী এর পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর সহকারে স্টাডি মেটেরিয়ালস দেবো। যেগুলি আগত বিভিন্ন ধরণের যেমন গ্রুপ-ডি/সি, WBCS, Railway Exam, PSC Exam ইত্যাদি পরীক্ষাগুলির ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এই বিষয়ে আমরা আশাবাদী। আজকের তৃতীয় পর্বে সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর (গুরুত্বপূর্ণ ৩০ টি) দেওয়া হল।  আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care.

১. অভয়ারণ্য যে সরকারের নিয়ন্ত্রণাধীন তা হল- রাজ্য সরকার

২. কার্লাইল সার্কুলার ঘোষিত হয়েছিল কবে- ১৯০৫ খ্রিঃ ১০ ই অন্টোবর।

৩. কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হল কত- পরমাণুর প্রোটন সংখ্যা।

Join us on Telegram

৪. ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি থাকে- কার্বন।

৫. সোডা ওয়াটার হল কি- জলে কার্বন্ডাই অক্সাইডের মিশ্রণ।

৬. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে- সতীশচন্দ্র বসু

৭. ইন্দো-বার্মা অঞ্চলটি যে উদ্ভিদের বিবর্তন কেন্দ্র তা হল- সপুষ্পক উদ্ভিদগোষ্ঠীর বিবর্তন কেন্দ্র।

৮. ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে- মুথুলক্ষী রেড্ডি।

৯. বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে- জেমস ওয়াট।

১০. ইশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি হলেন কে- তাকোহিকো নাকাও

১১. ভোটদান করা নাগরিক দের একটি- নৈতিক কর্তব্য

১২. শব্দের গতি যে মাধ্যমে সবচেয়ে বেশি- কঠিক মাধ্যমে

১৩. পন্ডিত সারদা সহায় যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত তা হল- তবলা

১৪. ভারতের সংবিধানে উল্লিখিত নির্বাচন কমিশন হল- বহু সদস্য বিশিষ্ট।

১৫. নারীদের ভোটাধীকারের প্রবিক্তা হলেন কে- জন স্টুয়ার্ট মিল্‌

১৬. শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয়- ক্রেটিনিজম।

১৭. জাতীয় কংগ্রেসের প্রতিষথার সময় ভাইসরয় ছিলেন- লর্ড ডাফরিন

১৮. বিখ্যাত উপন্যাস ‘দি মাদার’ এর লেখক কে- ম্যাক্সিম গোর্কি।

১৮. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কি- কাঁচ তাপের কুপরিবাহী

১৯. বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় কিসের অভাবে- থাইরক্সিনের অভাবে।

২০. সর্দার সরবর প্রকল্প অবস্থিত কোন্‌ নদীর ওপর- নর্মদা নদী

২১. ফা-হিয়েন এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী- ফো-কুও-কি।

২২. জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় কবে- ১৯৫২ সালে।

২৩. শকারি উপাধি গ্রহণ করেছিলেন কে- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

২৪. দক্ষিন ভারতের ধরণীকোটা হল- সাতবাহনদের রাজধানী।

২৫. ভারতের একটি প্রবাল দ্বীপ হল- লাক্ষাদ্বীপ

২৬. ‘বাংলার রাজনীতি ও নারী আন্দোলন’ গ্রন্থটির রচয়িতা হলেন কে- চিত্রা ঘোষ।

২৭. মহাবিদ্রহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন এমন একজন উল্লেখযোগ্য ফটোগ্রাফারের নাম হল কী- ফেলিক্স বিয়াতো।

২৮. দিল্ল শহরের ইতিহাস নিয়ে যিনি গবেষনা করেছেন তার নাম কী- নারায়নী গুপ্ত।

২৯. পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কোথায় অবস্থিত- ব্যারাকপুরে।

৩০. পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে- ৫টি।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!