বাংলাদেশের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত জেনে নিন (৮টি বিভাগ)

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

বাংলাদেশের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত

বাংলাদেশের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত : দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে। এই নদীর তীরে গড়ে উঠেছে বিভিন্ন শহর। আজ আমরা বাংলাদেশের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তালিকাটি জেনে নেবো। BCS Exam (বিসিএস পরীক্ষা প্রস্তুতি) সহ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষাতে এই বিষয়টি খুবই কাজে আসবে। অবশ্যই জেনে রাখুন বাংলাদেশের কোন শহর/জেলা কোন নদীর তীরে অবস্থিত

→ রংপুর বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. দিনাজপুর: পুনর্ভবা নদীর তীরে,
২. বাংলাবান্দা : মহানন্দা নদীরতীরে,
৩. ঠাকুরগাঁও: টাঙ্গন নদীর তীরে,
৪. রংপুর: তিস্তা নদীর তীরে,
৫. পঞ্চগড়: করতোয়া নদীর তীরে,
৬. কুড়িগ্রাম: ধরলা নদীর তীরে


→ খুলনা বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. খুলনা: ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে,
২. কুষ্টিয়া: গড়াই নদীর তীরে,
৩. শিলাইদহ: পদ্মা নদীর তীরে,
৪. যশোর: কপোতাক্ষ নদীর তীরে,
৫. নড়াইল: চিত্রা নদীর তীরে,
৬. ঝিনাইদহ: নবগঙ্গা নদীর তীরে,
৭. ঘোড়াশাল: শীতলক্ষ্যা নদীর তীরে,
৮. সারদা: পদ্মা নদীর তীরে,
৯. মংলা: পশুর নদীর তীরে


→ বরিশাল বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে,
২. ভোলা: তেঁতুলিয়া ও বলেশ্বর নদীর তীরে,
৩. ঝালকাঠি: বিশখালী নদীর তীরে,
৪. নলছিটি: সুগন্ধা নদীর তীরে,
৫. পটুয়াখালী: পায়রা নদীর তীরে,
৬. বরগুনা: বিশখালী ও হরিণঘাটা নদীর তীরে।

Join us on Telegram

→ রাজশাহী বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. রাজশাহী: পদ্মা নদীর তীরে,
২. বগুড়া: করতোয়া নদীর তীরে,
৩. মহাস্থানগড়: করতোয়া নদীর তীরে,
৪. পাবনা: ইছামতি নদীর তীরে,
৫. সিরাজগঞ্জ: যমুনা নদীর তীরে


→ ঢাকা বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে,
২. টঙ্গী: তুরাগ নদীর তীরে,
৩. কিশোরগঞ্জ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
৪. শরীয়তপুর: পদ্মা নদীর তীরে,
৫. ফরিদপুর: আড়িয়াল খাঁ নদীর তীরে,
৬. মাদারীপুর: পদ্মা নদীর তীরে,
৭. গোলাপগঞ্জ: মধুমতি নদীর তীরে,
৮. টুঙ্গীপাড়া: মধুমতি নদীর তীরে,
৯. মুন্সিগঞ্জ: ধলেশ্বরী নদীর তীরে,
১০. গাজীপুর: তুরাগ নদীর তীরে,
১১. নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর তীরে,
১২. টাঙ্গাইল: যমুনা নদীর তীরে,
১৩. ভৈরব: মেঘনা নদীর তীরে


→ ময়মনসিংহ বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. ময়মনসিংহ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
২. জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
৩. শেরপুর: কংশ নদীর তীরে


→ সিলেট বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. সিলেট: সুরমা নদীর তীরে,
২. হবিগঞ্জ: খোয়াই নদীর তীরে,
৩. মৌলভীবাজার: মনু নদীর তীরে
৪. ছাতক: সুরমা নদীর তীরে,
৫. ফেঞ্চুগঞ্জ: কুশিয়ারা নদীর তীরে,
৬. সুনামগঞ্জ: সুরমা নদীর তীরে


→ চট্টগ্রাম বিভাগে নদীর তীরে গড়ে ওঠা শহরের তালিকা

১. চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে,
২. কুমিল্লা: গোমতী নদীর তীরে,
৩. চন্দ্রঘোনা: কর্ণফুলী নদীর তীরে,
৪. টেকনাফ: নাফ নদীর তীরে,
৫. আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে,
৬. রাঙামাটি: কর্ণফুলী ও শংখ নদীর তীরে,
৭. নোয়াখালী: মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে,
৮. চাঁদপুর: মেঘনা নদীর তীরে,
৯. কাপ্তাই: কর্ণফুলী নদীর তীরে,
১০. আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে,
১১. কক্সবাজার: নাফ নদীর তীরে,
১২. ফেনী: ফেনী নদীর তীরে


বাংলাদেশের কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত, বাংলাদেশের নদী তীরবর্তী শহর তালিকা, বাংলাদেশের নদী তীরবর্তী জেলা তালিকা, বাংলাদেশের নদী তীরবর্তী বিভাগ তালিকা, বাংলাদেশের নদী তীরবর্তী স্থানের তালিকা, Bangladesher kon shohor kon nodir tire abosthito, Bangladesher kon jela kon nodir tire abosthito, Bangladesher kon District kon nodir tire abosthito, Bangladesher kon Town kon nodir tire abosthito,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!