শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ | দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
4.7/5 - (3 votes)

শিশু মনস্তত্ত্বের বিভিন্ন তথ্য, তত্ত্ব ও তাদের প্রবক্তা

স্বাগতম আমাদের প্রিয় পাঠকরা! আজ আমাদের আলোচ্য বিষয় শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ তালিকা। এর আগে আমরা প্রথম পর্বটি প্রকাশ করেছি। আজ আমরা ৮০টি তত্ত্বের বাকি ৪০টি প্রকাশ করলাম। যেনারা প্রথম পর্বটি পড়ার সুযোগ পাননি তেনারা আমাদের সাইট থেকে পড়ে নিতে পারবেন। চলুন আজ দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বের শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ । শিশু মনস্তত্ত্বের বিভিন্ন তথ্য, তত্ত্ব ও তাদের প্রবক্তা ।

৪১)টাইপ I শিখন →প্যাভলভ।

৪২) টাইপ II শিখন →স্কিনার।

৪৩)শিশুকেন্দ্রিক শিক্ষার জনক→রুশো।

Join us on Telegram

৪৪)Learning by doing→জন ডিউই।

৪৫)সমস্যা সমাধান পদ্ধতি→ জন ডিউই।

৪৬)চাহিদার ক্রমোচ্চপর্যায় তত্ত্ব→ম্যাসলো।

৪৭)প্রকল্প পদ্ধতি→বিল প্যাট্রিক।

৪৮)Kindergarten পদ্ধতি→ ফ্রয়েবেল।

৪৯)বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব।→থার্স্টোন।

৫০)বুদ্ধি 3D তত্ত্ব→ জে. পি. গিলফোর্ড

৫১)Theory of Multipleple intelligence → এইচ.গার্ডনার।

৫২)মনঃসামাজিক বিকাশের তত্ত্ব →এরিকসন।

৫৩)আত্মপ্রতিষ্ঠার চাহিদা(Self-acualisation need)→আব্রাহাম ম্যাসলো।

৫৪)পাঠ-পরিকল্পনার পাঁচটি সোপান→হার্বাট।

৫৫)উদ্ভাবনী শিখন(discovery learning)→ ব্রুনার।

৫৬)অঅর্থপূর্ণ শিখন (meaningful learning)→ আসুবেল।

৫৭)শিখনের দ্বী-উপাদন তত্ত্ব।→মোরওয়ার।

৫৮)কারণ-নির্দেশক তত্ত্ব(Attribution Theory)→ওয়াইনার।

৫৯)পারদ র্শিতার প্রেষ ণা(Achievement Motivation)→ ম্যাকলেল্যান্ড।

৬০)Play way Method→ফ্রয়েবেল।

৬১)আত্মসক্রিয়তা (Slef activity) নির্দেশনা পদ্ধতি। →মহাত্মা গান্ধি।

৬২)প্রাকপ্রাথমিক শিক্ষাব্যাবস্থার কথা প্রথম বলেন→প্লেটো।

৬৩)প্রথম বুদ্ধির অভিক্ষা তৈরি করেছিলেন।→ আলফ্রেড বিঁনে সাইমন।

৬৪)শিক্ষার মাধ্যমে শিশুর সামাজি করণের উপর গুরুত্ব আরোপ করেন→ জন ডিউই।

৬৫)শিশুনিকেতন স্থাপন করেন→ মন্টেসরির

৬৬)শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন করেন→ ফ্রয়েবেল।

৬৭)মানসিক বয়েস ধারণাটি উদ্বাভন করেন→ বিঁনে সাইমন।

৬৮)ডালটন গ্ল্যানের প্রবর্তক→ হেলেন পার্কহাস্ট।

৬৯)সমস্যা সমাধান মূলক গবেষণা→থর্ণডাইক।

৭০)মনিটরিয়াল সিস্টেম→ ল্যাঙ্কাস্টার।

৭১) প্রয়োজনীয়তা হ্রাস মতবাদের প্রবক্তা- হাল

৭২) আচরনবাদের প্রতিষ্ঠাতা- ওয়াটসন

প্রতিটি পোস্টের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-ক্লিক করুন

৭৩) শিশু বিকাশের ইকোলজিক্যাল থিওরি- ইউরি ব্রোনফেন ব্রুনার

৭৪) বুদ্ধির পারফরম্যান্স অভীক্ষাটি সর্বপ্রথম পরিচালনা করেন- ডঃ এম.এস. ভাটিয়া

৭৫) জেনেটিক এপিস্টেমোলজি- পিঁয়াজে

৭৬) বুদ্ধির তত্ত্ব-বার্ট ও ভার্নন

৭৭) বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব- থর্নডাইক

৭৮) ভিকারিয়াস রিএনফোর্স্মেন্ট- বান্দুরা

৭৯) বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব- স্টানবার্গ

৮০) সামাজিক চুক্তি নীতির প্রবক্তা- হেগেল

শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব (প্রথম পর্ব)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!