শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ | প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
4.5/5 - (2 votes)

শিশু শিক্ষা ও বিকাশের গুরুত্বপূর্ণ তথ্য || শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ

স্বাগতম আমাদের প্রিয় পাঠকরা! আজ আমাদের আলোচ্য বিষয় শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ তালিকা। আজকের টপিকটি বিভিন্ন রাজ্য ও জাতীয়স্তরের পরীক্ষাতে খুবি গুরুত্বপূর্ণ, সেটা রাজ্য স্তরের প্রাথমিক টেট হোক বা জাতীয় স্তরে CTET, সবেতেই এই বিষয়টি খুবি প্রয়োজনীয়। এবং সকলের অবশ্যই জানা দরকার এই বিষয়ে। আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন তত্ত্ব গুলি তালিকার আকারে প্রকাশ করলাম, এক নজরে পড়ে নিয়ে খুব সহজেই মনে রাখার উপযোগী হবে। মোট ৮০টি তত্ত্বের মধ্যে দুটি পর্বে বিভক্ত করে প্রথম পর্বে ৪০টি প্রকাশ করা হল। এর পরের পর্বে বাকি ৪০টি প্রকাশ করা হয়েছে। সকল পর্বগুলি পড়ার জন্য নজর রাখুন আমাদের সাইটে। চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্বের ৪০টি-

[এখানে ক্লিক করে দ্বিতীয় পর্বটি পড়ে নিন]

১.শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব/সংযোজন বাদ→থর্নডাইক।

২.শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব (Classical Conditioning)→প্যাভলভ।

Join us on Telegram

৩.শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning)→স্কিনার।

৪. শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব(Gestalt Theory)→কোহলার,কফকা,ওয়ার্দিমার।

৫. শিখনের সাযুজ্য তত্ত্ব(Theory of Contiguity)→ গাথারি।

৬. শিখনের সামাজিক নির্মিতিবাদ(Social Constructivism)→বাইগটস্কি।

৭. শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব(Social Congative Theory)→বান্দুরা।

৮.পান্ডিত্য শিখন(Mastery Learning)মডেল→ ব্লুম।

৯)অগ্রণী সংগঠনক মডেল(Advance Organiser)→ডেভিড আসুবেল।

১০.পোগ্রাম শিখন  মডেল→বি,এফ,স্কিনার।

১১.ধারনা গঠন মডেল (Concept Attainment)→জেরোমি ব্রুনার।

১৩.মৌলিক শিক্ষণ মডেল→গ্লেসার।

১৪.শিখনের চিহ্নিতকরন(Sign) তত্ত্ব→টলম্যান।

১৫. শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব→হাল।

১৬. শিখনের ফিল্ড তত্ত্ব→লিউইন।

১৭.বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব→স্পিয়ারম্যান।

১৮. বুদ্ধির বহু উপাদান তত্ত্ব→থার্স্টোন।

১৯.বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব→গিলফোর্ড।

২০. বুদ্ধির বাছাই তত্ত্ব→থমসন।

২১)শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব→ পিঁয়াজে।

২২) শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব→কোহলবার্গ।

২৩)Maxims of teaching এর ধারণা দেন→হার্বাট স্পেনসার।

২৪)শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন→রবার্ট গ্লেসার।

২৫) শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল→গ্যাগলে।

২৬)শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল→হার্বাট থিলেন ও জন ডিউই।

২৭) শিক্ষণের সামাজিক  অনুসন্ধান মডেল→বাররন মাশিয়াল ও বেঞ্জামিন কক্স।

২৮) শিক্ষণের চরিত্রাভিনয় মডেল।→ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল।

২৯) শিক্ষণের সমাজনুরূপ(Social Simulation) মডেল→সারিন বুকক ও গুৎসকা।

৩০) শিক্ষণের অনির্দেশিত মডেল→কার্ল রোজার্স।

৩১) শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল→উইলিয়াম গর্ডন।

৩২) শিক্ষণের সাইনেকটিস মডেল→ উইলিয়াম গর্ডন।

৩৩) শিক্ষণের বৌদ্ধিকবিকাশ মডেল→ব্রুনার।

৩৪) শিক্ষণের স্মরণমূলক মডেল।→জোরি লুকাস।

৩৫) শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল।→জোসেফ জেয়াব।

৩৬) শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল।→রিচার্ড স্যূচম্যান।

প্রতিটি পোস্টের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-ক্লিক করুন

৩৭) শিক্ষণের আরোহী চিন্তন মডেল।→হিলদা টাবা।

৩৮)সমাজমিতি কৌশল→জে.এল.মোরেনো।

৩৯)মনবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন→জোয়ান হার্বাট।

৪০) শিক্ষণের প্রজ্ঞামূলক মডেল→ পিঁয়াজে।

ধন্যবাদ। পরবর্তী পোস্ট পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে রাখলাম। সঙ্গে থাকুন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!