আন্তর্জাতিক সংস্থা , সদর দপ্তর ও প্রতিষ্ঠা কাল || দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আন্তর্জাতিক সংস্থা বা International organization দুই বা ততোধিক দেশে কর্মরত এক ধরনের সংস্থাবিশেষ। বর্তমানে বিভিন্ন দেশের মিলিত জোটের মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠী গঠন করা হয়। এই গোষ্ঠী গুলির নাম, প্রতিষ্ঠা কাল, এবং সদর দপ্তর গুলি প্রায় প্রতিটি পরীক্ষাতে আসে। আপনারা বিভিন্ন বই পড়ে একটি তালিকার মাধ্যমে এক সাথে সমস্ত গোষ্ঠী সম্পর্কে তথ্য খুব বেশি পাবেন না। ইন্টারনেটে বাংলা মাধ্যমেও আপনি খুঁজে পাবেন না। তাই আপনাদের সুবিধার জন্য স্টুডেন্টস কেয়ার এর পক্ষ প্রায় ৮০টি আন্তর্জাতিক সংস্থা , তাদের প্রতিষ্ঠা কাল ও আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এর তালিকা প্রকাশ করা হল। ৮০টি সংস্থার নাম দুটি পর্বে বিভক্ত করে প্রকাশ করা হল। আজ প্রথম পর্বে আমরা ৪০টি উল্লেখ করেছি। আজ দ্বিতীয় পর্বে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক সংস্থার নামআন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর গুলি কোথায় অবস্থিত।

প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

সংস্থার নামসংক্ষিপ্ত নামস্থাপনাসদর দপ্তর
৪১Islamic Development BankIDB১৯৭৫ জেড্ডা (সৌদি আরব)
৪২Commonwealth of Nations / The Commonwealth -১৯৪৯ লন্ডন (ব্রিটিশ যুক্তরাজ্য)
৪৩Inter-American Development Bank IADB১৯৫৯ ওয়াশিংটন ডি.সি. (আমেরিকা যুক্তরাষ্ট্র)
৪৪Central American Integration System SICA১৯৯১ সান সালভাডর (এল সালভাডর)
৪৫Intergovernmental Organisation for International Carriage by Rail OTIF১৯৮৫ সদরদপ্তরঃ- বার্ন (সুইৎজারল্যান্ড)
৪৬Non-Aligned Movement NAM১৯৬১ জাকার্তা (ইন্দোনেশিয়া)
৪৭Community of Portuguese Language Countries CPLP১৯৯৬ লিসবন (পর্তুগাল)।
৪৮Organisation of Islamic Cooperation OIC১৯৬৯ জেড্ডা (সৌদি আরব)
৪৯Arab League -১৯৪৫ কায়রো (মিশর)
৫০Council of EuropeCoE১৯৪৯ স্ট্রাসবর্গ (ফ্রান্স)
৫১European Organization for Nuclear Research CERN১৯৫৪ মেইরিন (সুইৎজারল্যান্ড)
৫২European Space Agency ESA১৯৭৫ প্যারিস (ফ্রান্স)
৫৩Asian Development Bank ADB১৯৬৬ মান্দালুয়ং, ম্যানিলা (ফিলিপাইনস)
৫৪Asia-Pacific Economic Cooperation APEC১৯৮৯ সিঙ্গাপুর (সিঙ্গাপুর)
৫৫Association of Southeast Asian Nations ASEAN১৯৬৭ জাকার্তা (ইন্দোনেশিয়া)
৫৬Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation BIMSTEC১৯৯৭ ঢাকা (বাংলাদেশ)
৫৭International Network for Bamboo and Rattan INBAR১৯৯৭ বেজিং (চীন)।
৫৮Mekong-Ganga Cooperation MGC২০০০ ভিয়েনতিয়েন (লাওস)
৫৯Secretariat of the Pacific Regional Environment Programme SPREP১৯৯৩ এপিয়া (স্যামোয়া)
৬০Pacific Islands Forum PIF১৯৯৯ সুভা (ফিজি)
৬১African Union AU২০০১ আদ্দিস আবাবা (ইথিওপিয়া)
৬২East African Community EAC ১৯৬৭ & ২০০০ আরুশা (তানজানিয়া)
৬৩Intergovernmental Authority on Development IGAD১৯৮৬ জিবুটি সিটি (জিবুটি)
৬৪Southern African Development Community SADC১৯৯২ গাবোরোন (বৎসোয়ানা)
৬৫African Development Bank AfDB১৯৬৪ আবিজান (আইভরি কোস্ট)
৬৬Caribbean Development Bank CDB১৯৬৯ ওয়াইল্ডেই, সেন্ট মিখায়েল (বার্বাডোজ)
৬৭Arab Maghreb Union AMU১৯৮৯ রাবাত (মরক্কো)।
৬৮Union of South American Nations USAN২০০৮ কুইটো (ইকুয়েডর)
৬৯Organization of American States OAS১৯৪৮ ওয়াশিংটন ডি.সি. (আমেরিকা যুক্তরাষ্ট্র)
৭০Caribbean Community CARICOM১৯৭৩ জর্জটাউন (গায়ানা)
৭১United Nations Human Settlements Programme UN–Habitat১৯৭৮ নাইরোবি (কেনিয়া)
৭২United Nations Office for Disaster Risk Reduction UNISDR১৯৯৯ জেনেভা (সুইৎজারল্যান্ড)
৭৩International Organization for Migration IOM১৯৫১ জেনেভা (সুইৎজারল্যান্ড)
৭৪Global Environment Facility GEF১৯৯২ ওয়াশিংটন ডি.সি. (আমেরিকা যুক্তরাষ্ট্র)
৭৫Intergovernmental Panel on Climate Change IPCC১৯৮৮ জেনেভা (সুইৎজারল্যান্ড)
৭৬International Whaling Commission IWC১৯৪৬ ইমপিংটন (ব্রিটিশ যুক্তরাজ্য)
৭৭International Hydrographic Organization IHO১৯২১ মোনাকো (মোনাকো)
৭৮International Seabed Authority ISA১৯৯৪ কিংস্টন (জামাইকা)
৭৯International Council for the Exploration of the Sea ICES১৯০২ কোপেনহেগেন (ডেনমার্ক)
৮০International Institute for Applied Systems Analysis IIASA১৯৭২ লাক্সেনবার্গ (অস্ট্রিয়া)

আরও পড়তে পারেন-

ধন্যবাদ আপনাদের সকলকে। পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। তাতে করে আমরা পরবর্তী পোস্ট প্রকাশে আগ্রহী হব। সঙ্গে থাকুন।

Join us on Telegram

#জাতিপুঞ্জ, #রাষ্ট্রপুঞ্জ, #UN, #SAARC, #WTO, #WHO, #OPEC, #OAPEC, #EU

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

One thought on “আন্তর্জাতিক সংস্থা , সদর দপ্তর ও প্রতিষ্ঠা কাল || দ্বিতীয় পর্ব

Comments are closed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!