ভারতের সংবিধান ও অর্থনীতি তৃতীয় পর্ব (Indian constitution and Economy-Part-3)

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

নমস্কার সকলকে! আশাকরছি সকল পরীক্ষার্থীরা ভালো আছেন? এই ভাবেই সকলে ভালো থাকুন এবং মন দিয়ে প্রস্তুতি নিতে থাকুন। মনে রাখবেন কঠোর পরিশ্রম ই একমাত্র উপায় সাফল্য পাওয়ার। এবং আপনাদের সাফল্যের জন্য আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় ভারতের সংবিধান (Indian constitution) ও অর্থনীতি তৃতীয় পর্ব। চলুন দেখে নেওয়া যাক আজ কি কি প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য অপেক্ষা করছে! আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

ভারতের সংবিধান ও অর্থনীতি তৃতীয় পর্ব (Indian constitution and Economy-Part-3)

১. ভারতের নতুন সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়?

অ) ১৯৪৮

আ) ১৯৪৯

Join us on Telegram

ই) ১৯৪৭

ঈ) ১৯৫০

ঊঃ আ

২. বার্ধক্যভাতা কীসের উদাহরণ?

অ) রাজস্বনীতির

আ) আর্থিকনীতির

ই) সরকারি ক্রয়ের

ঈ) হস্তান্তর পাওয়ার

উঃ ঈ

৩. রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন্‌ অনুচ্ছেদে আছে?

অ) ৩২৫

আ) ৩৫২-৩৬০

ই) ৩৫৬

ঈ) ৩৬০

উঃ আ

৪. ঘাটতি ব্যয়ের ফলে মুদ্রাস্ফীতি কেমন হয়?

অ) কম

আ) শূন্য

ই) নিম্নগামী

ঈ) তীব্রতর

উঃ ঈ

৫. কত বছর অন্তর অর্থ কমিশন নির্বাচিত হয়?

অ) ৪ বছর

আ) ৬ বছর

ই) ৫ বছর

ঈ) ১০ বছর

উঃ ই

৬. সম্প্রসারনমূলক রাজস্বনীতির ফলে কর্মসংস্থান কী হয়?

অ) একই থাকে

আ) সামান্য কমে

ই) কমে

ঈ) বাড়ে

উঃ ঈ

৭. কোন্‌ পরিকল্পনাটিকে জনগনের পরিকল্পনা বলা হয়?

অ) প্রথম পরিকল্পনা

আ) তৃতীয় পরিকল্পনা

ই) পঞ্চম পরিকল্পনা

ঈ) সপ্তম পরিকল্পনা

উঃ ই

৮. পঞ্চায়েত রাজ ধারনার স্রষ্টা হলেন কে?

অ) গান্ধীজি

আ) সুভাষচন্দ্র বসু

ই) জওহরলাল নেহরু

ঈ) জয়প্রকাশ নারায়ন

উঃ অ

৯. ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয়?

অ) ১৯১৬

আ) ১৯২০

ই) ১৯২১

ঈ) ১৯২৩

উঃ ই

১০. পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকলাপ মেয়াদ কত?

অ) ৬ বছর

আ) ১ বছর

ই) ৪ বছর

ঈ) ২ বছর

উঃ আ

১১. কোন্‌ দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়?

অ) ভারত

আ) আমেরিকা

ই) সৌদি আরব

ঈ) নিউজিল্যান্ড

উঃ ঈ

১২. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কত সালে চালু হয়?

অ) ১৯৭৪

আ) ১৯৭০

ই) ১৯৭১

ঈ) ১৯৭৩

উঃ ঈ

১৩. সংবিধানের ৭৩ তম সংশোধনী কত সালে হয়েছিল?

অ) ১৯৯৩-৯৪

আ) ১৯৯২-৯৩

ই) ১৯৯৪-৯৫

ঈ) ১৯৯১-৯২

উঃ আ

১৪. সংবিধানের কোন্‌ ধারায় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা আছে?

অ) ১৭

আ) ১৯

ই) ২৪

ঈ) ২৯

উঃ আ

১৫. পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন কে?

অ) অর্থমন্ত্রী

আ) রাষ্ট্রপতি

ই) লোকসভার বিরোধী দলনেতা

ঈ) স্পিকার

উঃ ঈ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!