WBCS-প্রস্তুতির সেরা বাংলা ওয়েবসাইট

পোস্টটি শেয়ার করুন
Rate this post

বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ডব্লুবিসিএস-ই হল একমাত্র পরীক্ষা যেটি প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হয়। তাছাড়া ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা ডব্লুবিসিএস-এ আর নেই, এক বছরের মধ্যেই সম্পন্ন হচ্ছে সম্পুর্ণ নিয়োগ পদ্ধতি। সুতরাং গ্র্যাজুয়েশন এর পর চার বছর ধরে মাস্টার্স-বিএড করে স্কুল সার্ভিসের অপেক্ষায় না থেকে ডব্লুবিসিএস-এর প্রস্তুতিতে নেমে পড়া শুধু ভালোই নয়, সবচেয়ে বুদ্ধিমান কাজ। ডব্লুবিসিএস-এর সিলেবাসে সম্প্রতি সরলীকরণ ঘটেছে, MCQ প্রশ্নের প্রবেশ ঘটেছে মেন্সেও। সিলেবাসের এরূপ পুনর্বিন্যাসের ফলে ডব্লুবিসিএস-এর পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষার সাফল্য পাওয়া যাবে একই পদ্ধতিতে। এই সকল বিষয়ের কথা মাথায় রেখে স্টুডেন্ট কেয়ার আপনাদের জন্য সমস্তধরণের প্রস্তুতির উপকরণ নিয়ে হাজির হয়েছে। ডব্লুবিসিএস প্রস্তুতির জন্য আমাদের ব্লগের “WBCS-প্রস্তুতি” বিভাগটি প্রতিনিয়ত নজরে রাখবেন। আমরা সিলেবাস ও টপিক ধরে যথপযুক্ত আলোচনা করে থাকি এই বিভাগে। সঙ্গে থাকুন। ধন্যবাদ

WBCS 2018

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!