অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন রিদ্মিক কিবোর্ড অ্যাপের মাধ্যমে

পোস্টটি শেয়ার করুন
Rate this post

অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন রিদ্মিক কিবোর্ড অ্যাপের মাধ্যমে

অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লেখার আগ্রহ অনেকেই। এই তো কয়েক বছর আগেও মানুষ বাংলা টাইপিং নিয়ে অনাগ্রহী থাকলেও প্রযুক্তি ও ইন্টারনেটে বাংলা ভাষার ব্যাপক বিস্তৃতির ফলে আজ একটা বড় সংখ্যক মানুষ বাংলায় লিখে থাকেন। ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে ব্লগ, ছবির ক্যাপশন কিংবা চ্যাট, সব কিছুতেই আপন ভাষা বাংলাকে বেছে নেন অনেকে। আর এই বাংলা ভাষার পথচলা থেমে থাকেনি অ্যান্ড্রয়েডেও।

[আরও পড়ুন- অভ্র কি বোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি]

⇒রিদ্মিক কিবোর্ড

রিদ্মিক ল্যাবের ব্যানারে রিদ্মিক কিবোর্ড গুগল প্লে স্টোরে পাওয়া যায়। যারা মায়াবী কিবোর্ড ব্যবহার করেছেন, তাদেরকে রিদ্মিক কিবোর্ডের পরিচয়টা এভাবে দেয়া যেতে পারে যে, মায়াবী কিবোর্ডে যেসব অভাব ও অসুবিধা ছিল, তার সবগুলোকেই কাটিয়ে উঠেছে এই রিদ্মিক কিবোর্ড।

[আরও পড়ুন- বিজয় কিবোর্ড ও সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখায় পদ্ধতি]

⇒কেন রিদ্মিক কিবোর্ড?

অনেক মায়াবী কিবোর্ড ব্যবহারকারী হয়তো প্রশ্ন করতে পারেন, তারা যেহেতু লিখতে পারছেন, সেহেতু মায়াবী কিবোর্ড ছেড়ে রিদ্মিকে কেন আসবো? এর অনেকগুলো কারণ রয়েছে। আমার চোখে রিদ্মিক সবার সেরা বাংলা লেখার কিবোর্ড কারণঃ

Join us on Telegram
  • এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট সাপোর্ট করে। ফলে বিজয় ব্যবহারকারীরাও বাংলা লিখতে পারবেন।
  • রিদ্মিক কিবোর্ডে রয়েছে বিভিন্ন ডিজাইন যা আপনার ডিভাইসের থিম বা ডিজাইনের সঙ্গে মানানসই করে নিতে পারবেন।
  • রিদ্মিকের ওয়ার্ড সাজেশন মায়াবী কিবোর্ড থেকে শক্তিশালী মনে হয়েছে।
  • রিদ্মিক কিবোর্ডে কোনো বিজ্ঞাপন নেই। সাধারণত বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন আমি সহ্য করে নেই কারণ এটিই ডেভেলপারের আয়ের একমাত্র উপায়। কিন্তু লেখার সময় কিবোর্ডের নিচে বিজ্ঞাপন দেখালে তা ডিভাইসের স্ক্রিনে জায়গা তো কমিয়ে দেয়ই, সেইসঙ্গে ভুলে বারবার বিজ্ঞাপনে ক্লিকও পড়ে যাবার সম্ভাবনা থাকে। যা সত্যিই বিরক্তিকর হতে পারে। সেদিক দিয়ে রিদ্মিক কোনো বিজ্ঞাপনই রাখেনি। এই একটি কারণ রিদ্মিককে অ্যান্ড্রয়েডে সেরা বাংলা লেখার কিবোর্ড হিসেবে আখ্যায়িত করার জন্য যথেষ্ট হতে পারে।

যাই হোক আজকে কিছু নিয়মাবলী দিচ্ছি ।এ গুলোর সাহায্যে আপনারাও পারবেন মনের মত বাংলা লিখতে ।

  • চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
  • চাঁদ = caqqd
  • ছোঁয়া = chOqqya
  • ৎ লিখুন TH দিয়েঃ
  • হটাৎ = hoTaTH
  • হসন্ত লিখুন hs দিয়েঃ

♦ং  লিখতে ng, ঙ লিখতে Ng এবং ঞ লিখতে NG ব্যবহার করুনঃ

  • বাংলা = bangla
  • অঙ্গ = oNggo
  • মিঞা = miNGa
  • ব-ফলা লেখা যাবে w দিয়েঃ
  • শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt
  • য-ফলা লিখতে y, z অথবা Z ব্যবহার করুন ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ
  • ব্যবহার = bybohar/bzbohar/bZbohar
  • অ্যানিমেশন = oZanimeSon
  • ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ
  • ঋণ = rriN
  • বৃত্ত = brritto
  • রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ
  • কর্ম = korrmo
  • উর্দি = urrdi
  • নির্মল = nirrmol

♦ কিছু বিশেষ যুক্তাক্ষরঃ

  • ক্ষ = kkh অথবা kSh
  • ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)
  • জ্ঞ = gg
  • ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)
  • ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)
  • হ্ম = hm
  • ঞ্জ = nj
  • ঞ্চ = nc

♦ আরো কিছু উদাহরণঃ

  • লক্ষ্ণৌ = lokkhNOU
  • কর্তৃত্ব = korrtrritw
  • শিক্ষা = shikSha/shikkha
  • ছাত্র = chatro
  • বৈষ্ণব = bOIShNb
  • সমুদ্র = somudro
  • রিদ্মিক = ridmik
  • ব্রহ্মপুত্র = brohmputro
  • শম্ভূগঞ্জ = shomvUgonj

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!