বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন ১০০টি সাধারণ জ্ঞান ভাণ্ডার

পোস্টটি শেয়ার করুন
3.2/5 - (10 votes)

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন ১০০টি সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন ১০০টি সাধারণ জ্ঞান , যা বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের জেনে রাখা উচিৎ। এই গুরুত্বপূর্ন  তথ্য গুলো নিজের সংগ্রহে রেখে দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি

২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা

৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর

Join us on Telegram

৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী

৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ

৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃ The people’s Republic of Bangladesh

৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব ডিকে।

৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।

৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।

১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.

১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)

১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।

১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)

১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি

১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।

১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।

১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।

২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।

২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং

২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)

২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং

২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট

২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)

২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত

২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)

২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।

২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর

৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)

৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট

৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী

৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর

৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার

৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।

৩৬। ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।

৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২

৩৮। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।

৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ

৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।

৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।

৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।

৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।

৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)

৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা

৪৮। ‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)

৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া

৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর

৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম

৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া

৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?
উত্তরঃ মেঘনা।

৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।

৫৬। পদ্মার অপর নাম?
উত্তরঃ কীর্তিনাশা

৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ

৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে

৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।

৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৮ম।

৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে

৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?
উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও

৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?
উত্তরঃ বরগুনা।

৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?
উত্তরঃ স্যার এ.এফ. রহমান

৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?
উত্তরঃ জগন্নাত হল।

৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?
উত্তরঃ বারডেম।

৬৮। ‘মূসক’ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১০ জুলাই।

৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?
উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই

৭০। বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৭৭১

৭১। দেশের বৃহত্তম সরকারী বাণিজ্যিক ব্যাংকের নাম কী?
উত্তরঃ সোনালী ব্যাংক।

৭২। বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে থেকে?
উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২

৭৩। বাংলাদেশের সরকারি নোট কয়টি?
উত্তরঃ ৩টি

৭৪। প্রস্তাবিত পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

৭৫। দেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি ও অবস্থান কোথায়?
উত্তরঃ বেনাপুল, যশোর ।

৭৬। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রের বন্দরটির নাম কী?
উত্তরঃ সোনালিয়া।

৭৭। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ‘হলি আর্টিজেন রেস্তোরায়’ জঙ্গি হামলা হয় কত তারিখে?
উত্তরঃ ২ জুলাই, ২০১৬

৭৮। উপমহাদেশের সর্বপ্রথম কবে এবং কে রেল ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ ১৮৫৩ সালে লর্ড ডালহৌসী

৭৯। ‘রামপুর টেলিভিশন’ কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে

৮০। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেটে কেসের ছবি ছিল?
উত্তর‍ঃ শহীদ মিনারের

৮১। প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মহাস্থানগড়

৮২। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উত্তরঃ পালবংশ

৮৩। পানি পথের তৃতীয় যুদ্ধ কত সালের সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৬১ সালে

৮৪। বাংলার বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে?
উত্তরঃ ঈশা খাঁ

৮৫। বংলা নববর্ষের প্রবক্তা কে?
উত্তরঃ সম্রাট আকবর

৮৬। সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে

৮৭। ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মধ্যে কাদের অবস্থান প্রথম?
উত্তরঃ পর্তূগীজদের

৮৮। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা ও ইংরেজি কত সাল?
উত্তরঃ ১১৭৬ বাংলা ও ১৭৭০ ইংরেজি

৮৯। বাংলার চিরস্থায়ি ভূমি ব্যাবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ

৯০। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।

৯১। অভিবক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রি কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৯২। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন?
উত্তরঃ নোয়াখালী(১৯৪৫ সালে)

৯৩। ১৯৪৭ সালে কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তান আলাদা হয়?
উত্তরঃ দ্বীজাতি তত্তের ভিত্তিতে

৯৪। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে দাবি নিয়ে এগিয়ে আসে কোন সংগঠন?
উত্তরঃ তমুদ্দিন মজলিস

৯৫। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রির নাম কী?
উত্তরঃ লিয়াকত আলী খান (১৯৪৯)

৯৬। কত সালে ‘আওয়ামী মুসলিম লিগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

৯৭। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কি ছিল?
উত্তরঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য

৯৮। গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কবে নিহত হ?
উত্তরঃ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি

৯৯। শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি কখন ও কে প্রদান করেন?
উত্তরঃ ১৯৭১ সালের ৩মার্চ, আ.স.ম আব্দুর রব

১০০। মুজিব নগর সরকার শপথ নেয় কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালের।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!