Online Railway Group-D mock test in Bengali (free) || Part-2
অনলাইন রেলের গ্রুপ ডি মক টেস্ট পর্ব-২
স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাই সকলকে। আপনারা সকলেই জানেন, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি সারা ভারত ব্যাপী অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে। হয়ত অনেকেই আছেন যেনারা অনলাইনে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই বা থাকলেও খুব বেশি নেই। তাই ভারতীয় রেলওয়ের পরীক্ষা ( Railway Group-D ) প্রস্তুতির জন্য অনলাইন রেলের গ্রুপ ডি মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুত করে নিন। যাচাই করে নিন আপনারা প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছেন।
মক টেস্টের নিয়মাবলী-
শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়
প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ১৫টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)
প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ১৫টি প্রশ্নের জন্য ১৫ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ১৫ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।
মক টেস্টের সময়- ১৫টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ৫ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।
সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন।
এবং, এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন। ধন্যবাদ
বিঃ দ্রঃ- আমরা শুরু করছি মাত্র ১৫টি প্রশ্ন দিয়ে। আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে পরবর্তী কালে ৪ থেকে ৫টি ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মক টেস্ট আমরা নেবো। বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অথবা গুগুল প্লাস পেজে পেয়ে যাবেন।
আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখানে ক্লিক করে
Indian Railway Group D Online mock test (in Bengali) 2Time limit: 0
Quiz-summary0 of 15 questions completed Questions:
Information
অনলাইন মক টেস্ট
You have already completed the quiz before. Hence you can not start it again. Quiz is loading... You must sign in or sign up to start the quiz. You have to finish following quiz, to start this quiz: Results0 of 15 questions answered correctly Your time: Time has elapsed You have reached 0 of 0 points, (0)
Categories
|

