মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা বা জনক শিলার প্রভাব কি?
আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব বা জনক শিলা প্রভাব কি? উত্তরটি নিচে দেওয়া হল-
মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা বা জনক শিলার প্রভাব
আদি শিলা বা জনক শিলা কাকে বলে?
আদি শিলা থেকে মাটি সৃষ্টি হয় বলে এর অপর নাম জনক শিলা। এটি দুই প্রকার যথা- (A) আদি শিলার ওপর গঠিত মাটি বা স্থিতিশীল মাটি। যথা- কালো মাটি। (B) আদিশিলা থেকে দূরে স্থানান্তরিত মাটি বা পরিবাহিত মাটি। যথা- পলি মাটি।
মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব
মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু, জৈব উপাদান ও ভূ-প্রকৃতি একই ধরনের হলে আদি শিলা থেকে সর্বত্র একই ধরণের মাটি গঠিত হবে। আদি শিলার তারতম্যে মাটি গঠনের তারতম্য দেখা যায়। যেমন—
(i) সিলিকা সমৃদ্ধ আম্লিক শিলা (গ্রানাইট, নিস) থেকে অম্লধর্মী মাটি এবং ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ক্ষারধর্মী আদি শিলা (ব্যাসল্ট, সার্পেন্টাইন) থেকে ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয়।
(ii) বেলেপাথার, গ্রানাইট, কোয়ার্টজাইট আদি শিলা থেকে সৃষ্টমাটির গ্রথন স্থূল, প্রবেশ্য ও জলধারণ ক্ষমতা কম হয়। অপরদিকে, শেল, কাদাপাথর, চুনাপাথর যুক্ত আদিশিলা থেকে সৃষ্ট মাটির গ্রথন ক্ষূক্ষ্ণ হয় ও জলধারণ ক্ষমতা বেশি হয়।
(iii) লোহা ও অ্যালুমিনিয়াম যুক্ত যৌগ মাটিকে লাল রঙের করে তোলে।
(iv) আদি শিলায় কোয়ার্টজ কণা বেশি থাকলে মৃত্তিকা ধূসর বা সাদা বর্ণের হয়।
(v) চুনাপাথর ও মার্বেল থেকে রেন্টজিনা মৃত্তিকা সৃষ্টি হয়।
vi) যে সব অঞ্চলে মাটি গ্রানাইট জাতীয় আদি শিলা থেকে সৃষ্টি হয়েছে, সেখানে ফেল্ডস্পারের উপস্থিতির জন্য মাটি অম্ল প্রকৃতির হয়। এছাড়া, মাটির বুনন বড়ো দানাযুক্ত বলে, মাটির জলধারণ ক্ষমতা কম হয়। ফলে কৃষিকাজ ও স্বাভাবিক উদ্ভিদের বিকাশের পক্ষে উপযুক্ত নয়।
vii) পলি থেকে উদ্ভূত মাটি হালকা রকমের এবং বুনন দুর্বল প্রকৃতি হয়। পলিমাটিতে খনিজ পদার্থের পরিমাণ অধিক এবং জৈব পদার্থের পরিমাণ কম হয় ।
উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো
উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।
Source: wbchse.nic.in