উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || অধ্যায়- ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ
16. পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো-কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই ধরনের জলকে বলা হয় – (a) আবহিক জল, (b) উৎস্যন্দ জল, (c) সহজাত জল বা কোনেট জল, (d) মহাসাগরীয় জল।
উত্তর– (c) সহজাত জল বা কোনেট
17. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল — (a) ক্ষয়ীভবন, (b) পর্যায়ন, (c) আবহবিকার, (d) পুঞ্জিত ক্ষয়।
উত্তর– (b) পর্যায়ন
18. কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ এর অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল- (a) সিজ্ক হোল ও ডোলাইন, (b) গ্রাইক ও ক্লিন্টস, (c) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট, (d) অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার।
উত্তর– (d) অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার
19. অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল- (a) ক্ষয়জাত পর্বত, (b) আগ্নেয় পর্বত, (c) প্লাবনভূমি, (d) বাজাদা।
উত্তর– (a) ক্ষয়জাত পর্বত
20. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়, তা হল (a) আরোহণ, (b) অবরোহণ, (c) পর্যায়ন, (d) জৈবিক আবহবিকার।
উত্তর– (a) আরোহণ
21. ও্ল্ড ফেথফুল হল একটি – (a) চ্যুতি প্রস্রবণ, (b) আর্টেজীয় প্রস্রবণ, (c) গিজার, (d) খনিজ প্রস্রবণ।
উত্তর– (c) গিজার
22. যে-পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে—(a) বেরিয়ার রিফ (b) টম্বোলো, (c) স্পিড, (d) হুক
উত্তর– (b) টম্বোলো
23. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন- (a) ভেভিস, (b) পেংক, (c) গিলবার্ট, (d) মরগ্যান
উত্তর– (c) গিলবার্ট
24. কাস্ট ভূমিরূপ গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত গুলোকে বলা হয়- (a) সিংক হোল (b) সোয়ালো হোল (c) ডোলাইন , (d) উভালা
উত্তর– (a) সিংক হোল
আপনার জন্য আরও রয়েছে পড়ুন
বিগত বছরের প্রশ্ন
১. WBCS পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
২. রেলের পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
৪. UGC NET Paper-1 বিগত বছরের প্রশ্ন PDF
৫. WB Fire Operator Exam Question 2018
৬. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF
৭. মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন PDF Download Now
স্টুডেন্টস কেয়ারে লেখক হতে চান?
স্টুডেন্টস কেয়ারে লেখা পাঠাতে হলে এখানে ক্লিক করুণ
স্টুডেন্টস কেয়ার মূলত ইউজার জেনারেটেড বা স্টুডেন্টস কেয়ারের পাঠক-লেখকদের তৈরি করা কন্টেন্ট প্রকাশ করছে। আপনি চাইলে ৩০০ বা তার অধীক শব্দের মাঝে যে কোনো পছন্দমত লেখা, ছোট গল্প, সাধারণ জ্ঞান, জানা অজানা তথ্য, কারেন্ট আপডেট, ছাত্র-ছাত্রীদের উপযোগী লেখা, ফিচার স্টুডেন্টস কেয়ারে কন্ট্রিবিউট করতে পারেন। ১-৩ দিনের মাঝে লেখা মানসম্মত হলে তা প্রকাশিত হবে। কন্ট্রিবিউশন কন্টেন্টের জন্য কোনো সম্মানীর ব্যবস্থা নেই। তবে স্টুডেন্টস কেয়ার টিমের কন্টেন্ট রাইটার টিমে যুক্ত হতে এটা আপনাকে সহযোগিতা করবে। লেখা প্রকাশের আগে আমাদের নীতিমালা ভালো করে পড়ে নিন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন।