উচ্চমাধ্যমিক বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর MCQ || বিভাগ- “বাংলা গল্প”

পোস্টটি শেয়ার করুন
3.5/5 - (2 votes)

অধ্যায়- ভারতবর্ষ

১. রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকে বলে

ক) শীতবৃ্ষ্টি

খ) ঠান্ডাবৃষ্টি

Join us on Telegram

গ) পঊষে বৃষ্টি

ঘ) ডাওর

উত্তর- গ) পঊষে বৃষ্টি

২. বাঢ় বাংলায় বৃষ্টির সাথে জোরে বাতাস বইলে তারা বলে-

ক) ডাওর

খ) ফাঁপি

গ) ঝাঁপি

ঘ) পউষে বাদলা

উত্তর- খ) ফাঁপি

৩. রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ছোটোলোকেরা বলে-

ক) ডাগর

খ) ফাঁপি

গ) ডাওর

ঘ) পউষে বাদলা

উত্তর- গ) ডাওর

৪.  পউষে জেলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন অনুযায়ী শনিবারে বাদলা শুরু হলে তার স্থায়িত থাকবে-

ক) তিন দিন

খ) পাঁচদিন

গ) চার দিন

ঘ) সাত দিন

উত্তর- ঘ) সাত দিন

৫. পউষে জেলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন অনুযায়ী মঙ্গলবারে বাদলা শুরু হলে তার স্থায়িত থাকবে-

ক) চারদিন

(খ) তিন দিন

(গ) সাতদিন

ঘ) পাঁচ দিন

উত্তর- ঘ) পাঁচ দিন

৬. একদা দাগি ডাকাত ছিল কে?

ক) করিম ফরাজি

খ) নিবরণ বাগদি

(গ) ফজলু সেখ

(খ) মোল্লা সাহেব

উত্তর- খ) নিবরণ বাগদি

৭. বুড়িকে ‘লা ইলাহা ইল্লাল্ল’ বলতে স্বকর্ণে শুনেছে কে?

ক) নিবরণ বাগদি

(খ) মোল্লা সাহেব

গ) করিম ফরাজি

ঘ) ফজলু সেখ

উত্তর- ঘ) ফজলু সেখ

আগের অধ্যায়ে যাওয়ার জন্য পেজ নম্বর বেছে নাও

উচ্চমাধ্যমিক বাংলার প্রস্তুতির জন্য এখানে ক্লিক করো

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!