রিয়া উপকুল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য PDF
রিয়া উপকুল কাকে বলে?
‘Ria’ একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হলো ‘নদী উপত্যকার নিমজ্জমান অংশ’। ভূ আলোড়নের প্রভাবে সমুদ্র উপকূলে অবস্থিত উচ্চ পার্বত্য ভূমি বা নদী উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যে ফানেল আকৃতির উপকূল সৃষ্টি হয়, তাকে রিয়া উপকূল বলে।
ফিয়র্ড উপকুল কাকে বলে?
Fiord’ একটি নরওয়েজীয় শব্দ, যার অর্থ হলো ‘সমুদ্রের দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে বরফ মুক্ত হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যে ইংরাজি ‘U’ আকৃতির উপকূলের সৃষ্টি হয়, তাকে ফিয়র্ড উপকূল বলে।
রিয়া উপকুল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য
বিষয় | রিয়া উপকুল | ফিয়র্ড উপকুল |
সৃষ্টির কারণ | উচ্চ পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকার নিমজ্জনের ফলে রিয়া উপকূলের সৃষ্টি হয়। | বরফমুক্ত হিমবাহ উপত্যকার নিমজ্জনের ফলে ফিয়র্ড উপকূলের সৃষ্টি হয়। |
গভীরতা | স্থলভাগের দিকে কম, কিন্তু সমুদ্রের দিকে বেশী। | উপকূলের দিকে গভীরতা বেশী এবং সমুদ্রের দিকে গভীরতা হ্রাস পায়। |
ঢাল | এটি সমুদ্র উপকুলের সঙ্গে মৃদু ঢাল বিশিষ্ট। | এটি খাঁড়া ঢাল বিশিষ্ট। |
আকৃতি | রিয়া উপকূল ফানেল বা ‘V’ আকৃতির হয়। | এটি অনেকটা ইংরেজি অক্ষর “U” আকৃতির মতো। |
উদাহরণ | আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূল,স্পেনের পশ্চিম উপকূল,উত্তর-পশ্চিম ফ্রান্সের ও জাপানের উপকূল। | গ্রিনল্যান্ডের নোরবেস্ত ফ্যর(বিশ্বের দীর্ঘতম),নরওয়ের সজনে(বিশ্বের গভীরতম)উপকূল,সুইডেনের,আলাস্কার,দক্ষিণ চিলির,নিউজিল্যান্ডের এবং স্কটল্যান্ডের উপকূল। |