বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীব বৈচিত্রের গুরুত্ব কী? ‘দুর্যোগ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরুপণ করো?

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

আজকে ২০১৫ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল বিশ্ব উয়ায়ণের প্রভাবগুলি উল্লেখ করো। জীব বৈচিত্রের গুরুত্ব কী? ‘দুর্যোগ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরুপণ করো? উত্তরটি নিচে দেওয়া হল-

বিশ্ব উষ্ণায়নের প্রভাব

বিশ্ব উয়ায়ণের প্রভাব — বিশ্ব উষ্ণায়নের প্রধান প্রধান প্রভাবগুলি হল—

মেরু ও পার্বত্য অঞ্চলের বরফের গলন, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন, শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি, পৃথিবীতে আগত তাপের বৈষম্য প্রভৃতি।

i) মেরু অঞ্চলের বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন-

বায়ুমণ্ডলের উয়তা বৃদ্ধি পাওয়ায় পার্বত্য ও মহাদেশীয় হিমবাহগুলি গলতে শুরু করেছে। এদের আয়তনও হ্রাস পাচ্ছে। বর্তমানে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমাবহ বছরে গড়ে প্রায় 25 মিটার করে পিছিয়ে যাচ্ছে। কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমাবহ একইভাবে পশ্চাদ অপসারণ করছে।

Join us on Telegram

ii) সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি—

মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহের গলনের ফলে সমুদ্রতলের উচ্চতা ক্রমশ বাড়ছে এবং নিচু সমভূমি অঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়েছে। যেমন সুন্দরবন অঞ্চলের ঘোড়ামারা, নিউমুর, লোহাচড়া প্রভৃতি দ্বীপগুলি জলমগ্ন হয়ে নিমজ্জিত হওয়ায় এদের অস্তিত্ব হারিয়ে গেছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে 2050 খ্রিস্টাব্দের মধ্যে সমুদ্রতলের উচ্চতা প্রায় 1 থেকে 1.5 মিটার বৃদ্ধি পাবে।

iii) অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন—

উষ্ণতা বৃদ্ধির কারণে সারা বিশ্বব্যাপী অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন ঘটেছে। প্রেইরি অঞ্চলে বৃষ্টিপাত 10% থেকে 20% এবং গ্রীষ্মকালে মাটির জলীয় পদার্থের পরিমাণ 50% -এর মতো হ্রাস পাবে।

গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর সঞ্চালন বেড়ে যাওয়ার জন্য ওই ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পাবে। উত্তর ইউরোপে গ্রীষ্মকালে এবং শরৎকালে বৃষ্টিপাত অনেক কমে যাবে এবং দক্ষিণ ইউরোপে প্রায় সারা বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।

জীববৈচিত্র্যের গুরুত্ব—

পৃথিবীতে জীববৈচিত্র্যের গুরুত্ব সকল মনুষ্য প্রজাতির অস্তিত্বের ওপর অপরিসীম। জীব বৈচিত্র্যের প্রধান দুটি গুরুত্ব আলোচনা করা হল—

(i) বাস্তুতন্ত্রের সংরক্ষণ—

জীব বৈচিত্র্যের ওপর নির্ভর করে খাদ্য শৃঙ্খল ও পুষ্টিচক্র গড়ে ওঠে। বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য নষ্ট হলে খাদ্য ও বিভিন্ন খাদক স্তর অস্থিতিশীল হয়ে পড়বে এবং বাস্তুতন্ত্র বিপন্ন হবে ।

(ii) খাদ্যের উৎস—

মানুষ খাদ্য সংগ্রহ এবং গ্রহণ করার সঙ্গে সঙ্গে আরো চারিপাশে অসংখ্য জীব আবাদি জীববৈচিত্র্যের উপর নির্ভর করে নিজেদের খাদ্যের জোগান মেটায়

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য গুলি হল-

পার্থক্যের ভিত্তিদুর্যোগবিপর্যয়
i) ধারণাঅস্বাভাবিক পরিস্থিতি যখন হঠাৎ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটায়, তখন তাকে দুর্যোগ বলে ৷দুর্যোগের প্রভাবে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ ধ্বংস হওয়াকে বিপর্যয় বলে।
ii) নিয়ন্ত্রণআধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার সাহায্যে দুর্যোগ নিয়ন্ত্রণ করা যায় ।বিপর্যয়কে রোধ করা যায় না। উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় ।
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য

উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো

উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।

Source: wbchse.nic.in

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!