বিশ্বের ১৫টি ধনী শহরের তালিকা ২০১৭ -১৮
বিশ্বের ১৫টি ধনী শহরের তালিকা তে মুম্বাই কত নম্বর স্থানে রয়েছে দেখুন
বিভিন্ন র্যাংকিং পদ্ধতি অনুসারে বিশ্বের বিভিন্ন শহরগুলিকে তালিকাভুক্ত করা হয়ে থাকে। ‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ-২০১৭’-এর এক প্রতিবেদনে এমনি বিশ্বের ১৫টি ধনী শহরের তালিকা উল্লেখ করা হয়েছে। এই শহরগুলিতে বিশ্বের বেশিরভাগ কোটিপতিরা বসবাস করে থাকে। ১৫টি শরহের তালিকাতে এবারে নতুন সংযোজন ভারতের মূলধণের রাজধানী মুম্বাই। টরন্টো (৯৪৪ মার্কিন বিলিয়ন ডলার), ফ্রাঙ্কফুর্ট (৯১২ বিলিয়ন ডলার) ও প্যারিসের (৮৬০ বিলিয়ন ডলার) মতো শহরকে এবার হারিয়ে উল্লেখযোগ্য স্থানে উঠে এসেছে মুম্বাই।‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’ এর প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং, সানফ্রান্সিসকো, সাংহাই, মুম্বাই, সিডনি ১০ বছর ধরে সম্পদের নিরিখে দ্রুত বদলাচ্ছে। সাধারণত এই তালিকা প্রকাশ করার জন্য যে মানদন্ড গুলি দেখা হয় সেগুলি এরূপ, বাড়িঘর, অর্থ, বাণিজ্যসহ সব সম্পদের পরিমান, মানূষের বসবাসে উপযুক্ততা ইত্যাদির হিসাব করে প্রকাশ করা হয় এই প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবেরের বাস—এমন শহরের তালিকার প্রথম ১০টির মধ্যে রয়েছে মুম্বাইয়ের নাম। মুম্বাইয়ে ২৯ জন বিলিয়নিয়ার রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই তালিকা থেকে এবার বাদ পড়েছে হিউস্টন, জেনেভা, ওসাকা, সিউল, সেনজেন, মেলবোর্ন, জুরিখ ও ডালাসের মতো ধনী শহরগুলো। এবার দেখে নেওয়া যাক ১৫টি শহরের মধ্যে কেকে রয়েছে-
১. নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র

২. লন্ডন, ব্রিটেন

৩. টোকিও, জাপান

৪. সান ফ্রান্সিস্কো, আমেরিকা যুক্তরাষ্ট্র

সকল ধরণের আপডেট পাওয়ার জন্য, আমাদের ফেসবুক পেজ লাইক করুন
৫. বেজিং, চীন

৬. সাংহাই, চীন
৭. লস এঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র

৮. হং কং
৯. সিডনী, অস্ট্রেলিয়া

১০. সিঙ্গাপুর

আরও পড়ুন- পৃথিবীর দীর্ঘতম বেলেপাথরের গুহা আবিষ্কার হল ভারতে
১১. চিকাগো, আমেরিকা যুক্তরাষ্ট্র

১২. মুম্বাই, ভারত

১৩. টরন্টো, কানাডা

আরও পড়ুন- স্টিফেন হকিং-এর জীবনী
১৪. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

১৫. প্যারিস, ফ্রান্স

সকল ধরণের আপডেট পাওয়ার জন্য, আমাদের ফেসবুক পেজ লাইক করুন