সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (Weekly Current Affairs November, 2017)
সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আপনারা সকলেই এতদিনে অবগত হয়েগিয়েছেন যে, আমরা আমাদের সাইটের এই বিভাগে সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা গুলিকে নিয়ে আলচনা করি (Weekly Current Affairs)। যেগুলি আগত বিভিন্ন ধরণের পরীক্ষার ক্ষেত্রেই খুবি প্রয়োজনীয়তা লাভ করবে।
এই সপ্তাতে অর্থাৎ 3rd Week of November (Weekly Current Affairs november) নভেম্বরের তৃতীয় সপ্তাহে (১৩ থেকে ১৯ শে নভেম্বর) কি কি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি রয়েছে দেখে নিন একনজরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।
১. ভারতের প্রায় ৭৩ কোটি ২০ লক্ষ মানুষের শৌচাগার সুবিধা নেই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন (প্রায় ৩৪ কোটি ৩৯ লক্ষ) তৃতীয়, নাইজেরিয়া। ‘ওয়াটার এইডস স্টেট অফ দ্য ওয়াল্ড’স টয়লেটস ২০১৭’-র রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।
২. “স্পোর্টসওম্যান অফ দি ইয়ার” সম্মানে সন্মানিত হলেন মিতালি রাজ।
৩. বিশিষ্ট সাইকেল-আরোহী “কিং অফ ঘাটস” নামে প্রসিদ্ধ ‘অশোক খালে’ ৬২ বছর বয়সে মারা গেলেন।
৪. পাঁচ বছরে চারটি ‘মোটো-জিপি’ খেতাব জিতে রেকর্ড গড়লেন স্পেনের ‘মার্ক মার্কেজ’।
৫. ১৭ বছর পর আবার কোনো ভারতীয় বিশ্ব সুন্দরীর পুরস্কার পেলেন, ভারতের হরিয়ানার মেয়ে ‘Manushi Chhillar’.
৬. ‘ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালের’ নির্দেশ দিলেন এখন থেকে প্রতিদিন ৫০ হাজার দর্শনার্থী বৈষ্ণোবাদেবী দর্শন করতে পারবেন।
৭. গত রবিবার ইরাক-ইরানে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেল।
৮. চতুর্থ সন্তানের পিতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নবজাত কন্যাসন্তানের নাম দিলেন ‘আলানা মার্টিনা’।
৯. ‘ন্যাসকমের’ প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে পদে এলেন দেবযানী ঘোষ।
১০. চীনের সিয়াস ইন্টারন্যাশনাল কলেজের ২৫০০ ছাত্রছাত্রী মিলে বৃহত্তম ‘Human QR Code’ তৈরি করে রেকর্ড গড়ল।
১১. বিশ্বজুড়ে কার্বন নির্গমনের পরিমাণ সর্বোচ্চ মাত্রা ‘৩৭ বিলিয়ন টন’ স্পর্শ করল। ভয়ঙ্কর পরিস্থিতি!
১২. বিশ্বের প্রথম বিদ্যুৎ-চালিত পণ্যবাহী জাহাজ তৈরি করে রেকর্ড করলো চীন। (২৬টন লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত এই জাহাজ ২ ঘন্টার চার্জে ৮০ কিমি যেতে পারবে) ।
১৩. ‘যোগ(Yoga)’ সৌদি আরবে খেলা হিসেবে স্বীকৃতি পেল ।
১৪. সম্প্রতি নাসার গবেষনাইয় একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেয়েছে যে, হিমবাহ গলনের ফলে মুম্বাই ও ম্যাঙ্গালোর জলে তলিয়ে যাবে।
- প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরের হেডিং গুলি পেতে আমাদের Weekly Current Affairs november নামক বিভাগে চোখ রাখুন।
১৫. কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সাথে গুলির লড়াইয়ে খতম লস্কর জঙ্গি লকভির ভাগনে।
১৬. “ন্যাশনাল চাইল্ড এওয়ার্ড ফর এক্সেপসনাল এচিভমেন্ট ২০১৭” পেল ‘জাইরা ওয়াসিম’।
১৭. ফোর্বসের সমীক্ষায় এশিয়ার সবথেকে ধনী পরিবার আম্বানি পরিবার(রিলায়েন্স), দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার লী পরিবার (স্যামসাং)।
১৮. গুগুল প্লে স্টোরে আর পাবেন না ইউসি ব্রাউসার কে। ’ গুগল প্লে স্টোর থেকে সরানো হল ইউসি ব্রাউজার।
১৯. রাষ্ট্রীয় বাল কল্যাণ পুরস্কার পেলেন “সুপার থার্টি” এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমার।
২০. লিওনার্দো দা ভিঞ্চির “জিসাস ক্রাইস্ট ইন রেনেসাঁ” ছবিটি নিলামে ২৯০০ কোটি টাকায় বিক্রি হল। লিওনার্দোর আঁকা আসল ১৬টি ছবির একটি এই ছবিটি ৫০০ বছরেরও বেশি পুরাতন।
২১. এশিয়ার বৃহত্তম “সলিড স্টেট ইন্টারলকিং” ব্যবস্থা চালু হতে চলেছে খড়গপুরে।
২২. এটিপি ফাইনালে জিতে ৭২০ কোটি টাকার পুরষ্কারমূল্য পেলেন রজার ফেডেরার যা, এখনো পর্যন্ত, কোনো ক্রীড়াব্যক্তিত্বের প্রাপ্ত সবথেকে বেশি পুরষ্কারমূল্য।
২৩. ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স-২০১৮ তে ভারতের স্থান হল ১৪। যেটা গতবছর ছিল ২০তম।
২৪. দিল্লীর দয়াল সিং ইভিনিং কলেজ এখন থেকে নতুন নাম হল ‘বন্দেমাতরম কলেজ’।
২৫. ভারত-চীন সীমান্তের কাছে তিব্বতে ভুকম্প, রিখটার স্কেলে এর তীব্রতা – ৬.৩।