নিম্নের কোনটি শিক্ষণের নীতি নয় ?
A) জানা থেকে অজানা
B) অবরোহী থেকে আরোহী
C) বিশেষ থেকে সাধারণ
D) মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক
প্রশ্নঃ ১
উত্তর
B) অবরোহী থেকে আরোহী
www.studentscaring.com
আরোহী থেকে অবরোহ পদ্ধতি অনুসরণের নীতি অনুস্বরণ করে
www.studentscaring.com
'বিকাশ হল একটি অন্তহীন প্রক্রিয়া' - এই ধারণা যেটির সাথে যুক্ত
A) আন্তঃসম্পর্কের নীতি
B) মিথস্ক্রিয়ার নীতি
C) ব্যক্তি বৈষম্যের নীতি
D) ধারাবাহিকতার নীতি
প্রশ্নঃ ২
উত্তর
B) মিথস্ক্রিয়ার নীতি
www.studentscaring.com
প্রশ্নে যে উত্তর বিকল্প দেওয়া রয়েছে সেখানের B এবং বিকাশের মৌলিক বৈশিষ্টগুলির i. নম্বর বৈশিষ্ট্য একই; ii. এ বলা হয়েছে 'বিকাশ প্রক্রিয়া ক্রম সংযোজনশীল' অর্থাৎ ধারাবাহিক; iii. এ বলা হয়েছে "এর পর্যায় সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়" অর্থাৎ ধারাবাহিকতা রয়েছে এখানেও
www.studentscaring.com
প্রক্রিয়া মূল্যায়ন হলঃ
A) গঠনমূলক
B) সমষ্টিমূলক
C) প্রস্তুতি
D) ইপস্যাটিভ
প্রশ্নঃ ৩
উত্তর
A) গঠনমূলক
www.studentscaring.com
সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল উপযুক্ত ?
A) সংশোধনমূলক
B) সমৃদ্ধি মূলক
C) ব্রেনস্টোর্মিং
D) নির্বোধ মুখস্থ করণ
প্রশ্নঃ ৪
উত্তর
C) ব্রেনস্টোর্মিং
www.studentscaring.com
শিশুর বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমডিস্টাল ধারা
A) মাথা থেকে পা
B) জানা থেকে অজানা
C) সরল থেকে জটিল
D) কেন্দ্র থেকে পরিধি