By RKG

রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022: জানুন অজানা তথ্য

Image Credit: Google

নোবেল পুরস্কারের নানান তথ্য

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস 5 অক্টোবর 2022 সালে রসায়ন বিজ্ঞান বিভাগে তিনজন নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে।

রসায়নে ৩ জন নোবেল পেলো

Flight Path

Image Credit: Nature.com

এঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন আর বার্তোজ্জি ও ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মর্টেন মেলডালন।

2022 সালে রসায়ন বিজ্ঞানে মোট তিনজন নোবেল পেয়েছেন

Flight Path

Image Credit: Nature.com

এই তিনজনের মধ্যে শার্পলেস 2001 সালেও রসায়নে নোবেল পেয়েছিলেন, পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন তিনি

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল

Flight Path

Image Credit: Financial Times

অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি।

অষ্টম নারী হিসাবে রসায়নে নোবেল

Flight Path

Image Credit: Financial Times

ক্লিক কেমিস্ট্রি’ বা অণু সংযুক্তিকরণ এবং এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রি সংক্রান্ত গবেষণার জন্য এই তিনজনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

2022 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পাওয়ার কারণ কি?

Flight Path

Image Credit: Financial Times

তাঁদের এই গবেষণা আগামী দিনে ডিএনএ ম্যাপিং, ওষুধ শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Flight Path

Image Credit: Financial Times

"রসায়নে এই বছরের পুরষ্কারটি অত্যধিক জটিল বিষয়গুলির সাথে সম্পর্কিত নয়, পরিবর্তে সহজ এবং সরল বিষয়গুলির সাথে কাজ করে৷ কার্যকরী অণুগুলি এমনকি একটি সরল পথ নিয়েও তৈরি করা যেতে পারে,” 

-জোহান অ্যাকভিস্ট (রসায়নের নোবেল কমিটির চেয়ারম্যান)

Flight Path

Image Credit: The Hindu

2022 সালে পদার্থ বিজ্ঞানে মোট তিনজন নোবেল পুরষ্কার পেয়েছে। এঁরা হলেন ফ্রান্সের আলাঁ আসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। 

পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 

Flight Path

Image Credit: Reuters

2022 সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো (Svante Paboo) । 

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার 2022

Flight Path

Image Credit: Reuters

নোবেল পুরস্কার সম্পর্কে জানা অজানা তথ্য: আপনাকে জানতেই হবে!

Flight Path

Image Credit: Financial Times

পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। 

নোবেল পুরষ্কার কাদের প্রদান করা হয়?

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Fact-1

1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় এবং অনুষ্ঠানটি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়। 

প্রথম কবে নোবেল পুরষ্কার দেওয়া শুরু হয়?

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Fact-2

সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। 

কার স্মৃতির উদ্দেশ্যে নোবেল পুরষ্কার প্রদান করা হয়?

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Fact-3

অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার, যা সাধারণত “অর্থনীতিতে নোবেল পুরস্কার” নামে পরিচিত।

অর্থনীতিতে নোবেল পুরস্কার কি নামে পরিচিত?

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Fact-4

যদিও মৃত্যু পরবর্তী মনোনয়ন অনুমোদিত নয়, তথাপিও যদি প্রার্থীর মৃত্যু মনোনয়ন প্রদান ও নোবেল কমিটির পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণের মধ্যবর্তী সময়ে হলে তবে তা নির্বাচিত হবার যোগ্য হবে। ইতিহাসে এমনটি দুইবার ঘটেছে: ১৯৩১ সালে সাহিত্যে এরিক এক্সেল কার্লফেল্ড এবং ১৯৬১ সালে শান্তিতে জাতিসংঘের মহাসচিব ড্যাগ হেমার্শেল্ড।

মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় কি?

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Fact-5

Thank you for Watching!

Flight Path

Image Credit: www.smithsonianmag.com

Scribbled Arrow