By RKG
Image Credit: Google
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস 5 অক্টোবর 2022 সালে রসায়ন বিজ্ঞান বিভাগে তিনজন নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে।
Image Credit: Nature.com
এঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যারোলিন আর বার্তোজ্জি ও ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ রিসার্চের গবেষক কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের কোপেনগেহেন ইউনিভার্সিটির মর্টেন মেলডালন।
Image Credit: Nature.com
এই তিনজনের মধ্যে শার্পলেস 2001 সালেও রসায়নে নোবেল পেয়েছিলেন, পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন তিনি
Image Credit: Financial Times
অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি।
Image Credit: Financial Times
ক্লিক কেমিস্ট্রি’ বা অণু সংযুক্তিকরণ এবং এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রি সংক্রান্ত গবেষণার জন্য এই তিনজনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
Image Credit: Financial Times
তাঁদের এই গবেষণা আগামী দিনে ডিএনএ ম্যাপিং, ওষুধ শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।
Image Credit: Financial Times
"রসায়নে এই বছরের পুরষ্কারটি অত্যধিক জটিল বিষয়গুলির সাথে সম্পর্কিত নয়, পরিবর্তে সহজ এবং সরল বিষয়গুলির সাথে কাজ করে৷ কার্যকরী অণুগুলি এমনকি একটি সরল পথ নিয়েও তৈরি করা যেতে পারে,”
-জোহান অ্যাকভিস্ট (রসায়নের নোবেল কমিটির চেয়ারম্যান)
Image Credit: The Hindu
2022 সালে পদার্থ বিজ্ঞানে মোট তিনজন নোবেল পুরষ্কার পেয়েছে। এঁরা হলেন ফ্রান্সের আলাঁ আসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।
Image Credit: Reuters
2022 সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো (Svante Paboo) ।
Image Credit: Reuters
Image Credit: Financial Times
পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
Image Credit: www.smithsonianmag.com
Fact-1
1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় এবং অনুষ্ঠানটি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়।
Image Credit: www.smithsonianmag.com
Fact-2
সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়।
Image Credit: www.smithsonianmag.com
Fact-3
অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার, যা সাধারণত “অর্থনীতিতে নোবেল পুরস্কার” নামে পরিচিত।
Image Credit: www.smithsonianmag.com
Fact-4
যদিও মৃত্যু পরবর্তী মনোনয়ন অনুমোদিত নয়, তথাপিও যদি প্রার্থীর মৃত্যু মনোনয়ন প্রদান ও নোবেল কমিটির পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণের মধ্যবর্তী সময়ে হলে তবে তা নির্বাচিত হবার যোগ্য হবে। ইতিহাসে এমনটি দুইবার ঘটেছে: ১৯৩১ সালে সাহিত্যে এরিক এক্সেল কার্লফেল্ড এবং ১৯৬১ সালে শান্তিতে জাতিসংঘের মহাসচিব ড্যাগ হেমার্শেল্ড।
Image Credit: www.smithsonianmag.com
Fact-5