WBPSC Clerkship Syllabus 2021 PDF | পিএসসি ক্লার্কশিপ সিলেবাস, পদ্ধতি
পিএসসি ক্লার্কশিপ সিলেবাস
WBPSC Clerkship Syllabus 2021 : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি (West Bengal Public Service Commission) দ্বারা আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষা ২০২১ এর সম্পূর্ণ তথ্য ও বিষয়াবলী, পাঠক্রম, পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় জানকারী এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্যের সরকারি দপ্তরগুলির ক্ল্যারিক্যাল শূন্যপদগুলিতে নিয়োগ করা হয়ে থাকে।
আপনাদের অনেকেই পশ্চিমবঙ্গ পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলেছেন নিয়োমিত। শুধু মাত্র আপনাদের জন্য আমরা পশ্চিমবঙ্গ পিএসসির ক্লার্কশিপ পদের নিয়োগের বিস্তারিত সিলেবাস টি পিডিএফ আকারে প্রকাশ করলাম।
এক নজরে পশ্চিমবঙ্গ পিএসসির ক্লার্কশিপ নিয়োগের সম্পর্কে
WBPSC Clerkship Syllabus 2021 PDF | WBPSC Clerkship 2021 Exam Pattern | |
Organization Name | West Bengal Public Service Commission |
Post Name (পদের নাম) | Clerk |
Total Vacancies (মোট শূন্য পদ) | # (Update Soon) |
Category (বিভাগ) | Exam Syllabus |
Selection Process (নিয়োগ পদ্ধতি) |
|
Job Location (চাকরীর স্থান) | West Bengal |
Official Site | http://wbpsc.gov.in/ |
WBPSC Clerkship 2021 Exam Pattern
পিএসসির ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা ২টি ভাগে বিভক্ত। সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে বর্ণনা করা হল-
[A] Part-I Preliminary Examination (Objective Type)
Part-I পরীক্ষাটি Preliminary Examination টি মোট ১০০ নম্বর এর ১০০টি প্রশ্ন MCQ ধাঁচে থাকবে। এবং এর জন্য ১ ঘন্টা ৩০ মিনিট সময় ধার্য থাকে।
Marks Divisions :
- English (30 marks),
- General Studies (40 marks) and
- Arithmetic (30 marks).
Part-I
Name of the Subject | Number of Questions | Number of Marks | Time Duration |
English | 30 | 30 | 1 hr 30 mins |
General Studies | 40 | 40 | |
Arithmetic | 30 | 30 | |
Total | 100 | 100 | 1 hr 30 mins |
[B] Part-II Main Examination (Conventional Type – Written)
Part-II Main Examination টি মোট ১০০ নম্বর এর। এবং এর জন্য ১ ঘন্টা সময় ধার্য থাকে। এটি দুটি গ্রুপে বিভক্ত। যেমন-
Marks Divisions :
- Group-A: English – 50 marks
- Group-B : Bengali/Hindi/Urdu/Nepali/Santali – 50 marks
- Time- 1 hr
Part-II
Section | Name of the Subject | Number of Marks | Time Duration |
Group A | English | 50 | 1 Hour |
Group B | Bengali/Hindi/Urdu/Nepali/ Santali | 50 | |
Combined | Total | 100 |
WBPSC Clerkship Syllabus 2021
Part-I
English
- Spellings/ Detecting Mis-spelt words
- Antonyms and its correct usage
- Common Error
- Active/ Passive Voice of Verbs
- Comprehension Passage
- Spot the Error
- Cloze Passage
- Fill in the Blanks
- Shuffling of Sentence parts
- Conversions
- Sentence Rearrangement
- Grammar
- Shuffling of Sentences in a passage
- Improvement of Sentences
- Synonyms/ Homonyms
- Antonyms
- Vocabulary
- Idioms & Phrases
- One word substitution
General Studies
- Inventions and Discoveries
- Heritage
- Indian History
- Environmental Issues
- Famous Places in India
- Biology
- General Science
- Famous Days & Dates
- Civics
- Current Affairs
- Geography
- Indian Politics
- Sports
- Artists
- Indian Parliament
- Countries and Capitals
- Famous Books & Authors
- Literature
- Indian Economy
- Rivers, Lakes and, Seas
- Tourism
Arithmetic
- Boats and Streams
- Logarithm
- Area
- Simplification
- Clocks & Calendars
- Time and Distance
- Partnership
- Data Interpretation
- Blood Relations
- Height and Distance
- Decimal Fraction
- Ratio and Proportion
- Simple Interest
- Problems on H.C.F & L.C.M
- Allegation or Mixture
- Time and Work
- Pipes and Cistern
- Volume and Surface Area
- Probability
- Problems on Ages
- Average
- Permutation and Combination
- Chain Rule
- Square Root and Cube Root
- Compound Interest
- Surds and Indices
বাংলা তে অনুবাদ
প্রথমে অবজেক্টিভ টাইপের পার্ট-ওয়ান পরীক্ষা, সফল হলে ডেস্ক্রিপটিভ টাইপের পার্ট-টু পরীক্ষা। পার্ট ওয়ানে থাকবে ইংলিশ, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক। ইংলিশে থাকবে ইংরেজি ভাষার বুনিয়াদি জ্ঞান— ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং শব্দের শুদ্ধ ব্যবহার। জেনারেল স্টাডিজে রোজকার পর্যবেক্ষণ— দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা ও সমস্যাবলি (বিশেষত ভারতীয়), তাছাড়া ভারতীয় ইতিহাস ও ভূগোলের প্রাথমিক জ্ঞান। অ্যারিথমেটিকে থাকবে ভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পৌনঃপুনিক দশমিক, সরলীকরণ, লসাগু, গসাগু, অংশীদারি, সরল সুদ, লাভ-ক্ষতি, সময় ও দূরত্ব, গড়, অনুপাত, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মাপ।
Part-II
Group A: English
- Drafting of a report in English from points or materials supplied
- Condensing of a prose passage (Summary/ Precis)
- Translation from Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali, as the case may be, into English
Group B: Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali
- Drafting of a report from points or materials supplied
- Condensing of a prose passage (summary or précis)
- Translation from English into Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali, as the case may be
বাংলা তে অনুবাদ
পার্ট টু-তে দুটো গ্রুপ। গ্রুপ এ-তে ইংলিশ (রিপোর্ট রাইটিং, সামারি/ প্রেসি রাইটিং, বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ)। গ্রুপ বি-তে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় রিপোর্ট রাইটিং, সামারি/ প্রেসি রাইটিং এবং বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় ইংরেজি থেকে অনুবাদ করতে হবে। পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাসের মতো।
File Details:
PDF Name: WBPSC Clerkship Exam Syllabus
Language: English
Download Link: Click Here To Download
WBPSC Clerkship Syllabus 2021 , WBPSC, WBPSC Clerkship, WBPSC Clerkship Exam Pattern, পিএসসির ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা ২০২১, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা ২০২১, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা সিলেবাস ২০২১. WBPSC Clerkship Syllabus 2021 PDF