শিশু বিকাশ কাকে বলে? বিকাশের বিভিন্ন স্তর WB TET 2022 Free PDF
প্রাথমিক বা উচ্চ প্রাথমিক টেটের (Primary Tet) জন্য বৃদ্ধি ও বিকাশ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধায় থেকে শিশু বিকাশ কি, বিকাশের বিভিন্ন স্তর, বিকাশের পর্যায়- শিশুর বৃদ্ধি এবং বিকাশ গুলি নিয়ে আলোচনা করা হল। কিকি থাকছে আজকের আলোচনায়?
আরও পড়ুনঃ
রসর বিকাশের স্তর, সেলের বিকাশের স্তর, কোলেসনিকের বিকাশের স্তর, রুচের বিকাশের স্তর, E.B হারলক এর বিকাশের স্তর, ডক্টর সি.এল. কুন্ডু এবং ডাঃ ডিএন টুটু এর বিকাশের স্তর, পিঁইয়াজের স্তরভাগ, পিকুনাসের বিকাশের স্তরভাগ প্রভৃতি।
শিশু বিকাশ কাকে বলে?
বিকাশ হল ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতার কর্ম সম্পাদনা করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজেই জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী, সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হল বিকাশ।
বিকাশের মৌলিক বৈশিষ্ট
- শিশুর বিকাশ প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন,ইহা সহজাত ও পারিপার্শ্বিক পরিবেশের মিথস্ক্রিয়ার ফল l
- বিকাশ জটিল, দৈহিক ও মানসিক বিকাশের হার পরিবর্তনশীল, বিকাশ প্রক্রিয়া ক্রম সংযোজনশীল l একদিকের বিকাশ অন্যদিককে প্রভাবিত করে l
- বিকাশ একটি গুণগত পরিবর্তন, এর পর্যায় সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয় l
- বিকাশ প্রথম লক্ষ্য করা যায় শিশুর মস্তিষ্কে তারপর দেহের অনান্য অংশে l ইহা বহুমুখী ও বক্রাকার l
- প্রথম দুবছর উচ্চতা বৃদ্ধির হার সর্বাধিক, 12-16 বছর বয়সে ছেলেদের এবং 10-14 বছর বয়সে মেয়েদের উচ্চতা বৃদ্ধি দ্রুত হয় l
- 18 বছর বয়সের মধ্যে মানব দেহের কাঠামোর বিকাশ পূর্ণতা লাভ করে l মাথার বিকাশ 12 বছরে 90% এবং 14 বছরে পূর্ণ হয় l
- জন্মাবস্থায় শিশুর গড় ওজন 2.5-3.5 kg, 4-5 মাস বয়সে 5-6 kg ; 11 বছর পর্যন্ত ওজন বৃদ্ধির হার ক্রম হ্রাসমান;12 বছর থেকে দ্রুত বর্ধিষ্ণু l
- জন্মাবস্থায় শিশু থাকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক l প্রথম দুমাসে শিশু তার পারিপার্শ্বিক বয়স্কদেড়র সম্পর্কে সচেতন হয় l 3-4 মাসে সামাজিক প্রতিক্রিয়া শুরু হয় l 5-6 মাসে আদর ও ধমকের পার্থক্য বুঝতে পারে l 8-9 মাসে মুখের শব্দ ও অঙ্গভঙ্গি অনুকরণ করে l 1 বছর বয়সে ‘না’ এর অর্থ বোঝে l তিন বছর বয়সে বিভিন্ন সামাজিক বিকাশ ঘটে l 5-6 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত দলগত আচরণ প্রবণতা থাকে l
শিশু বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায়
একটি শিশুর বিকাশ বিভিন্ন পর্যায় অতিক্রম করে। প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আচরণ রয়েছে। এক পর্যায়ের বৈশিষ্ট্য অন্য পর্যায়ের বৈশিষ্ট্যের থেকে আলাদা। তাই, একটি শিশুকে বোঝার জন্য, শিক্ষককে এই বৈশিষ্ট্যগুলি জানতে হবে। বিভিন্ন মনোবিজ্ঞানী মানুষের বিকাশকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। কিছু শ্রেণীবিভাগ নিম্নরূপ:
জে পিকুনাস এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
জে পিকুনাস (J. Pickunas) মানুষের জীবন বিকাশের ধারাকে 10 টি স্তরে ভাগ করেছেন, এগুল হল –
- প্রাক জন্ম স্তর (Prenatal Stage) :- গর্ভ সঞ্চার থেকে ভুমিষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত l
- সদ্যজাত স্তর(Natal Stage) :- 0-4 সপ্তাহ l
- প্রথম শৈশবের স্তর(Early Infancy) :- 1-18 মাস l
- শৈশবের শেষ স্তর(Let Infancy) :- 18 মাস থেকে আড়াই বছর l
- প্রাথমিক বাল্য স্তর(Early Childhood) :- আড়াই বছর থেকে পাঁচ বছর l
- মাধ্যমিক বাল্য স্তর(Middle Childhood) :- 5-9 বছর l
- প্রান্তিক বাল্য স্তর(Late Childhood) :- 9-12 বছর l
- যৌবনাগমের স্তর (Adolescence) :- 12-21বছর l
- প্রাপ্ত বয়স্ক স্তর (Adult hood) :- 21-70 বছর l
- বার্ধক্য (Senescence) :- 70 বছর থেকে আমৃত্যু l
সেলের এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
মনোবিদ সেল বিকাশের চারটি স্তরের উল্লেখ করেছেন। যথা-
(i) শৈশব | 1 থেকে 2 বছর |
(ii) শৈশবের শুরুতে | 3 থেকে 6 বছর |
(iii) শৈশবের শেষের দিকে | 6 থেকে 12 বছর |
(iv) কৈশোর | 12 থেকে 18 বছর |
জোন্স এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
জোন্স (Earnest Jones) জীবন বিকাশের ধারাকে 4 টি স্তরে ভাগ করেছেন, এগুলো হল-
- শৈশব (Infancy) :- 0-05 বছর l
- বাল্য (Childhood) :- 5-12 বছর l
- যৌবনাগম (Adolescence) :- 12-18 বছর l
- প্রাপ্ত বয়স্ক (Maturity) :- 18 বছর থেকে আমৃত্যু l
কোলেসনিক এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
কোলেসনিকের মতে বিকাশকে আটটি ভাগে ভাগ করা যায়। যথা-
i) প্রসবপূর্ব | গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত সময়কে বলা হয় ‘প্রাক-জন্মকালীন’ পর্যায় |
(ii) নবজাতক | জন্ম থেকে 3 বা 4 সপ্তাহ পর্যন্ত |
(iii) প্রারম্ভিক শৈশব | 15 থেকে 30 মাস |
(iii)শৈশবের শেষের দিকে | 5 থেকে 9 বছর |
(v) প্রারম্ভিক শৈশব | 30 মাস থেকে 5 বছর 30 |
(vi) মধ্য শৈশব | 5 থেকে 9 বছর |
(vii) শৈশবের শেষের দিকে | 9 থেকে 12 বছর |
(viii) বয়ঃসন্ধিকাল | 12 থেকে 21 বছর |
পিঁয়াজের এঁর প্রজ্ঞামূলক বিকাশ স্তর গুলি কি কি?
পিঁয়াজের দার্শনিক মতবাদের মূল কথা হল “জ্ঞান মানুষের আবিষ্কৃত,জ্ঞান মানুষের জন্মগত সংগঠন বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকেনা l”
পিঁয়াজের মতে জন্মগত ভাবে শিশুর দুটি বৈশিষ্ট থাকে যথা –
a. তাত্ক্ষণিক প্রতিক্রিয়া করার ক্ষমতা ও
b. স্বতঃস্ফূর্ত ভাবে পরিবেশের মোকাবিলা করার ক্ষমতা -(দু ভাবে – আত্তীকরণ ও সংযোজন)l
পিঁয়াজের বয়স ভিত্তিক শিশু বিকাশের স্তর গুলি কি কি?
পিঁয়াজের বয়স ভিত্তিক শিশু বিকাশের স্তর চার প্রকারের যথা-
- সংবেদন সঞ্চালন স্তর (Sensory Motor Stage) :- 0-2 বছর l
- প্রাক সক্রিয়তার স্তর (Pre-Operational Stage) :- 2-6 বছর l
- মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stage) :- 6-11বছর l
- নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর (Formal Operational Stage) :- 11বছর থেকে আমৃত্যু l
ডক্টর সি.এল. কুন্ডু এবং ডাঃ ডিএন টুটু এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
ডক্টর সি.এল. কুন্ডু এবং ডাঃ ডিএন টুটু এর মতে বিকাশ দশ প্রকার। যথা-
1.প্রসবপূর্ব: a. ডিম্বাণু b. ভ্রূণ c. ভ্রূণ | 0 থেকে 250 বা 300 দিন। 0 থেকে 2 সপ্তাহ 2 থেকে 10 সপ্তাহ 10 সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত |
2. নবজাতক পর্যায় | জন্মের ঠিক পরে প্রথম দুই সপ্তাহের জীবনকাল |
3. শৈশব | জন্মের পর প্রথম দুই বছর |
4. শৈশবের শুরুতে | 2 থেকে 6 বছর |
5. মধ্য শৈশব | 6 থেকে 10 বছর |
6. শৈশব শেষে | 10 থেকে 13 বছর |
7. বয়: সন্ধি | মেয়েদের ক্ষেত্রে এটি 12 বছরে, ছেলেদের 14 বছরে |
8. প্রারম্ভিক কৈশোর | 13 থেকে 15 বছর |
9. বয়ঃসন্ধিকাল পরে | 15 থেকে 20 বছর |
10. যৌবন এবং বার্ধক্য | 20 বছর থেকে শেষ পর্যন্ত |
কোহেল বার্গ এঁর নৈতিক বিকাশ স্তর গুলি কি কি
লরেন্স কোহলবার্গের মতে নৈতিক বিকাশের মূল উপাদান তিনটি, যথা –
a. জ্ঞানমূলক বিকাশ
b. জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব
c. নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা
কোহলবার্গ নৈতিক বিকাশের প্রথম শর্ত হিসাবে পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্বকে মান্যতা দিয়েছেন l
কোহলবার্গ শিশুর নৈতিক বিকাশ প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন, যথা –
- প্রাক সংস্কার নীতিবোধের পর্যায় (Pre-Conventional Morality) :- 4-10 বছর
- সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় (Conventional Morality) :- 10-13 বছর
- সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায় (Part Conventional Morality) :- 13 বছর থেকে
- কোহলবার্গের নৈতিক বিকাশের প্রতিটি স্তর দুটি পৃথক উপোস্তরে বিভক্ত- এগুলি হল –
- সামঞ্জস্য হীন ও
- ব্যাক্তি কেন্দ্রিক l
E.B হারলক এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
E.B হারলক এর মতে বিকাশের পাঁচটি স্তর রয়েছে।
1. প্রি-নেটাল পিরিয়ড | গর্ভধারণের সময় থেকে জন্ম পর্যন্ত অর্থাৎ 280 দিন। |
2. শৈশব পর্যায় | জন্ম থেকে 2 সপ্তাহ পর্যন্ত |
3. শৈশব | 2 বছর পর্যন্ত |
4. শৈশব: (a) শৈশবকাল (b) পরবর্তী শৈশব | 2 থেকে 11 বা 12 বছর পর্যন্ত। 6 বছর পর্যন্ত 7 থেকে 12 বছর পর্যন্ত |
5. কৈশোর (a) প্রাক বয়ঃসন্ধিকাল (b) প্রাথমিক কৈশোর (c) পরবর্তী বয়ঃসন্ধিকাল | 11 থেকে 13 বছর থেকে 20-21 বছর। মেয়েদের ক্ষেত্রে এটি 11-13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে এটি এক বছর পরে। 16-17 বছর পর্যন্ত 20-21 বছর পর্যন্ত |
ভাইগটস্কির এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
Vygotsky এঁর প্রজ্ঞামূলক বিকাশ স্তর :-
ভাইগটস্কির মতে বিকাশ হল প্রক্রিয়াজাত এক শ্রেণীবিন্যস্ত রূপান্তর l তিঁনি শিশুর ভাষা বিকাশের স্তর লক্ষ্য করে প্রজ্ঞামূলক স্তরের তাত্বিক ব্যাখ্যা দেন l তাঁর প্রজ্ঞামূলক বিকাশের দ্বৈত পথ হল –
a. প্রাথমিক প্রক্রিয়াগুলো হবে মূলতঃ জৈবিক এবং
b. হবে উন্নত মনোবৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো অবশ্যই সামাজিক-সাংস্কৃতকি l
ভাইগটস্কির তত্বের মৌলিক ধারণা তিনটি হল –
- অনন্য রীতি
- মনের সামাজিক উত্পত্তি এবং
- প্রজ্ঞামূলক বিকাশে বচনের অবদান l
- ভাইগটস্কির মতে ভাষা বিকাশের স্তর চারটি যথা –
a. প্রাক বৌদ্ধিক বাচন (Pre-Intellectual Speach)
b. সরল মনোবৈজ্ঞানিক বাচন(Naive Psychology)
c. অহং কেন্দ্রিক বাচন (Ego Centric Speach)
d. অন্তরের বাচন (Inner Speach)
Note: – স্তর তিন বছর বয়সের সময় শিশুর অহং কেন্দ্রিক বাচন গড়ে ওঠে l নৈকট্য বিকাশ এলাকার প্রবক্তা – ভাইগটস্কি
রুচের মতে বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
রুচের মতে বিকাশের স্তর বা পর্যায় গুলি হল তিনটি
(i) জার্মিনাল পিরিয়ড | এর সময়কাল 0 থেকে 2 সপ্তাহ। এই সময়কালে, কোষ-বিভাজনের কারণে নিষিক্ত ডিম্বাণু বিকশিত হয়। |
(ii) ভ্রূণের পর্যায় | এই পর্যায়টি 2 থেকে 10 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এই পর্যায়ে, শরীরের বিভিন্ন অঙ্গ তাদের আকার বিকশিত হতে শুরু করে |
(iii) ভ্রূণের পর্যায় | 10 সপ্তাহ থেকে জন্মের সময়কাল এই পর্যায়ে আসে। |
শিশুর বিকাশের সাধারণ পর্যায়ক্রম
স্তর | সময় কাল | বিকাশের দিক |
প্রাক জন্ম (Prenatal) | নিষেক থেকে 280 দিন | শারিরীক ও সঞ্চালন মূলক l |
জন্ম কালীন (Perinatal) | প্রসব কাল | কোন বিকাশ হয় না l |
শৈশব (Infancy) | প্রথম দুই বছর | শারিরীক ও সঞ্চালন মূলক l |
প্রথম বাল্য (Early Childhood) | 2-6বছর | জ্ঞান মূলক ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ l |
উত্তর বাল্য (Late Childhood) | 6-11 বছর | জ্ঞান মূলক ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ l |
কৈশোর (Adolescence) | 11/12-20 বছর | জ্ঞান মূলক ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ l |
বিভিন্ন বয়স ও শব্দভাণ্ডারের পরিমাণ (আনুমানিক)
বয়স | শব্দভাণ্ডার | বয়স | শব্দভাণ্ডার |
18 মাস | 10-12 টি শব্দ | 6 বছর | 14,700টি শব্দ |
30 মাস | 300 টি শব্দ | 7 বছর | 21,200 টি শব্দ |
4 বছর | 5,600 টি শব্দ | 8 বছর | 26,300 টি শব্দ |
5 বছর | 9,600 টি শব্দ | 10 বছর | 38,300 টি শব্দ |
বিভিন্ন বয়স ও ভাষার বিকাশ
বয়স | ভাষার বিকাশ | বয়স | ভাষার বিকাশ |
জন্মের পর | কাঁদা | 3 বছর | ভাষা ব্যবহারের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় l |
2-4 মাস | কুঁইং | 6 বছর | সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা ঘটে l |
4-6 মাস | বাবলিং | 7 বছর | একাধিক বাক্য পাঠ করতে পারে, সময় বলতে পারে l |
12 মাস | এক শব্দের বাচন | 8 বছর | সাবলীল ভাবে লেখাপড়ায় সক্ষম হয় l একাধিক অর্থযুক্ত শব্দ বুঝতে পারে l |
18 মাস | দু শব্দের বাচন | 9 বছর | ঘটনা বা বস্তুকে বিশদভাবে বর্ণনা করতে পারে l |
2 বছর | বড়ো শব্দের বচন | 10 বছর | কোন পরিস্থিতির কর্যকারণ ব্যখ্যা করতে পারে l ব্যাকরণে দক্ষতা বৃদ্ধি পায় l |
2-3 বছর | ছোট বাক্য ও প্রশ্ন করা l |
বয়স ভিত্তিক সঞ্চালন কার্যাবলী
বয়স | বিভিন্ন সঞ্চালন কার্যাবলী | বয়স | বিভিন্ন সঞ্চালন কার্যাবলী |
জন্মের পর | হাত পা নাড়ে | 13 মাস | ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠতে পারে |
দু মাস | বিছানায় মাথা তোলে | 14 মাস | নিজে হাঁটার চেষ্টা করে |
চার মাস | সাহায্য পেলে বসে | 18 মাস | দৌড়ায় |
ছয় মাস | নিজে বসতে পারে | 24 মাস /2 বছর | অনিয়ন্ত্রিত গতিতে দৌড়ায় |
আট মাস | ধরে দাঁড়াতে পারে | 3 বছর | ভারসাম্য রাখতে পারে |
নয় মাস | হামাগুড়ি দেয় | 4 বছর | স্কিপিং করতে পারে |
10-11 মাস | অন্যকে ধরে দাঁড়ায় | 5 বছর | পেশী নিয়ন্ত্রণ করতে পারে |
12 মাস | নিজে দাঁড়ায় | ————————- | ——————————– |
আরও পড়ুনঃ