মাধ্যমিক পাশে ভারতের রেলে 3154 শূন্যপদে নিয়োগ, আবেদন করুণ
মাধ্যমিক পাশে ভারতের রেলে 3154 শূন্যপদে নিয়োগ, আবেদন করুণ: ভারতীয় রেলওয়ের অন্তর্গত দক্ষিণ রেল বিভাগের টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে শূণ্যপদের সংখ্যা প্রায় 31,00 এর মত। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ । খুবই ভালো সুযোগ, তাড়াতারি আবেদন করুণ।
সমগ্র পশ্চিমবঙ্গের জুড়ে সমস্ত জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।
মাধ্যমিক পাশে ভারতের রেলে 3154 শূন্যপদে নিয়োগ, আবেদন করুণ
নোটিশ নম্বরঃ SR-HQ0MECH(WS)/868/2022-PB-REC
পদের নামঃ টেকনিক্যাল ডিপার্টমেন্টে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice)
শাখাঃ দক্ষিণ রেল বিভাগে
বিজ্ঞপ্তি প্রকাশঃ 01.10.2022
আবেদন শুরুঃ 01.10.2022
আবেদন শেষঃ 31.10.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন
মোট শূন্যপদঃ 3,154 টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 % নম্বর সহকারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে ITI কোর্স করে থাকতে হবে।
বয়সসীমাঃ বয়স কমপক্ষে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ফোট।
- সেল্ফ এটেসটেড করা মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
- ITI সার্টিফিকেট।
- আবেদনকারীর স্বাক্ষর।
- কাস্ট সার্টিফিকেট
আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে অনলাইনে। নিম্নলিখিত ওয়েবসাইটে গিয়ে
https://sr.indianrailways.gov.in/
গুরুত্বপূর্ণ লিঙ্ক