রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা | বাংলা মাধ্যমে | একাদশ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Railway Group D ( RRB Group D ) Practice Set in Bengali

Students Care -এ সকলকে স্বাগতম। আবারও একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আগত গ্রুপ ডি পরীক্ষা ( RRB Group D ) প্রস্তুতির জন্য ধারাবাহিক ভাবে আলোচনা করে চলেছি। আপনাদের নিশ্চই কাজে লাগছে । যেনারা আমাদের সাইট প্রথম থেকে প্রতিনিয়ত নজরে রেখেছেন তাঁরা নিশ্চই আমাদের সকল পর্বগুলি পড়েছেন, যেনারা নবাগত তারা যদি আমাদের বিগত পর্বগুলি পড়তে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নিন একবার। যদি কাজে লেগে থাকে তাহলে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে মনে করবো। আজকে আরও ১৫টি MCQ প্রশ্ন দেওয়া হল। দেখে নিন-

১. একটি ঘড়ির ধার্য মূল্য ১৬০ টাকা। এক ব্যক্তি ঘড়িটি ১২২.৪০ টাকায় ক্রয় করার সময় দুটি পৃথক ছাড় পায়। প্রথম ছাড়ের হার ১০% হলে, দ্বিতীয় ছাড় কত?

অ) ৫ %

আ) ৭.৫ %

Join us on Telegram

ই) ১০ %

ঈ) ১৫ %

২. ২১ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত?

অ) ৩৬৪.৫ বর্গসেমি

আ) ৩৬৬.৫ বর্গসেমি

ই) ৩৪৪.৫ বর্গসেমি

ঈ) ৩৪৬.৫ বর্গসেমি

এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

৩. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?

অ) ৪ঠা ফেব্রুয়ারি

আ) ১০ই ফেব্রুয়ারি

ই) ১০ই মার্চ

ঈ) ২রা ফেব্রুয়ারি

৪. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর ১৫ মিটার ও পরিসীমা ১৫০ মিটার। তবে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

অ) ২৫ মিটার

আ) ৪৫ মিটার

ই) ৪০ মিটার

ঈ) ৩০ মিটার

৫. কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন?

অ) ম্যাকডোলান্ড

আ) মাদাম কুরি

ই) কেভেনডিস

ঈ) রাদারফোর্ড

Railway Group D in bengali pdf Download Now

৬. সমগোত্রীয় অনুগুলোর পারস্পরিক আকর্ষণকে কি বলে?

অ) ঘর্ষণ

আ) আসঞ্জন

ই) জড়তা

ঈ) সংশক্তি

৭. ‘ভারতের অর্ধনগ্ন ফকির’ ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলো?

অ) তেজ বাহাদুর সপ্রু

আ) গান্ধীজি

ই) মহম্মদ আলি

ঈ) বি. আর. আম্বেদকর

৮. নাগার্জুন সাগর বহুমূখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন্‌ নদীর উপর অবস্থিত?

অ) কৃষ্ণা

আ) কাবেরী

ই) তুঙ্গভদ্রা

ঈ) শোন

General Knowledge-সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করুন

৯. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার হয়?

অ) অক্সিন

আ) থাইরক্সিন

ই) ইথিলিন

ঈ) জিব্বারেলিন

১০. জেট বিমান কোন্‌ নীতির ওপর ভিত্তি করে কাজ করে?

অ) ভরের নিত্যতা সূত্র

আ) শক্তির নিত্যতা সূত্র

ই) রৈখিক ভরবেগের সংরক্ষন সূত্র

ঈ) কৌণিক ভরবেগের সংরক্ষন সূত্র

১১. ভারতের প্রথম অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে?

অ) কোচি

আ) মানেসর

ই) কলকাতা

ঈ) দিল্লি

১২. যদি M হয় N এর পুত্র, N হয় O এর মা, O হয় P এর কন্যা, তাহলে P এর সঙ্গে M এর সম্পর্ক কি হবে?

অ) মা

আ) বাবা

ই) ভাই

ঈ) বোন

১৩. কোনটির বীজ একবীজপত্রী?

অ) তেঁতুল

আ) আম

ই) ভুট্টা

ঈ) কুমড়া

১৪. ‘লীলাবতী’ নাটকটি কার লেখা?

অ) দীনবন্ধু মিত্র

আ) মনোমোহন বসু

ই) রাজকৃষ্ণ রায়

ঈ) হললাল রায়

১৫. ‘বাত’ মূলত কিসের অভাবে হয়?

অ) আয়োডিন

আ) ক্যালসিয়াম ফসফেট

ই) প্রোটিন

ঈ) ভিটামিন-ই

উত্তর

১/ঈ, ২/ঈ, ৩/অ, ৪/আ, ৫/ই, ৬/ঈ, ৭/আ, ৮/অ, ৯/ই, ১০/ই, ১১/ঈ, ১২/ক, ১৩/ই, ১৪/অ, ১৫/অ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের ( Students Care ) জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!