PSC Clerkship Preliminary Exam Online Mock Test in Bengali Free Set-1
PSC Clerkship Preliminary Exam Online Mock
স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাই সকলকে। আপনারা সকলেই জানেন, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। পিএসসি ক্লার্কশিপে প্রথম ধাপে ১০০ নম্বলের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে MCQ আকারে। তাই ক্লার্কশিপের প্রস্তুতির জন্য আপনি অনলাইনে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন। আপনাদের জন্য আমরা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার অনলাইন মক টেস্টের আয়োজন করেছি। PSC Clerkship Preliminary Exam Online Mock Test-র আজ প্রথম পর্ব।
আরও পড়ুন-
- পিএসসি পরীক্ষা প্রস্তুতির স্টাডি মেটেরিয়ালস
- পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস
- পিএসসি ক্লার্কশিপ অনলাইন মক টেস্ট বিনামূল্যে
- পিএসসি ক্লার্কশিপ স্টাডি মেটেরিয়াল PDF Free Download
মক টেস্টের নিয়মাবলী-
শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়
প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ১৫টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)
প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ১৫টি প্রশ্নের জন্য ১৫ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ১৫ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।
মক টেস্টের সময়- ১৫টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ৫ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।
সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন।
এবং, এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন।
বিশেষ ঘোষণা- নীচে সেরা দশ জনের তালিকা দেওয়া রয়েছে। যদি আপনি ওই তালিকাতে নিজের সেরা রেজাল্টকে নতিভূক্ত করতে চান তাহলে আপনার নাম এবং ইমেল(গোপনীয়তা বজায় থাকবে) দিয়ে লগ ইন করে নেবেন।
বিঃ দ্রঃ- আমাদের উদ্যগ ভালো লাগলে আপনার বন্ধু/বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন। বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অথবা গুগুল প্লাস পেজে পেয়ে যাবেন।
আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখানে ক্লিক করে
PSC Clerkship Preliminary Exam
*Online Mock Test*
Best Of Luck
Tag- PSC OnlineMock Test, PSC Clerkship exam, PSC Clerkship Preliminary examin bengali,PSC Clerkship Online mock test in bengali, PCS Clerkship Study Material in bengali, পিএসসি অনলাইন মক টেস্ট, পিএসসি ক্লার্কশিপ অনলাইন মক টেস্ট, পিএসসি ক্লার্কশিপ প্রলিমিনারি পরীক্ষা প্রস্তুতি, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি অনলাইন মক টেস্ট