রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা | বাংলা মাধ্যমে | নবম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

অষ্টম পর্বের পর……

স্বাগতম পাঠকরা! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম।  সকলে এই সময়টিকে খুব কাজে লাগাচ্ছেন আমরা আশাবাদী, মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলের নবম পর্ব-

বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি ( RRB Group D ) পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন। RRB Group D ষষ্ঠ পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

Join us on Telegram

রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির বিগত পর্ব গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

১. রাম একটি ছাগল শ্যামকে ১০% ক্ষতিতে এবং শ্যাম ওই ছাগলটি হরিকে ২০% ক্ষতিতে বিক্রি করে। যদি হরি ছাগলটি ১৪৪০ টাকায় কিনে, তাহলে রাম প্রথমে কত টাকায় কিনেছিল?

অ) ১৮০০ টাকায়

আ) ২৫০০ টাকায়

ই) ১৮৪০ টাকায়

ঈ) ২০০০ টাকায়

২. ইলেক্ট্রিক্যাল কন্ডাক্টান্স এর একক-

অ) ওহম

আ) ওহম-cu

ই) এম এইচ ও

ঈ) এম এইচ ও cu-1

৩. 12×7=408 ও 9×8=207 হলে 13×7=

অ) 190

আ) 91

ই) 901

ঈ) 109

৪. বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছর পর সুদ আসল কত হবে?

অ) ১৫০ টাকা

আ) ৫০০ টাকা

ই) ৬৫০ টাকা

ঈ) ৫৫০ টাকা

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৫. শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়?

অ) ক্ষুদ্রান্ত্রে

আ) আগ্নাশয়ে

ই) মস্তিষ্কে

ঈ) হৃৎপিন্ডে

৬. যদি টেবিল=চেয়ার, চেয়ার= বাঘ, বাঘ= সিঙহ, সিংহ= কুকুর হয়াপনি কোথায় বসবেন

অ) টেবিল

আ) বাঘ

ই) কুকুর

ঈ) চেয়ার

বিগ ব্যাং ও ব্ল্যাক হোলের প্রবক্তা ‘স্টিফেন হকিং’ এর জীবনী পড়ার জন্য এখানে ক্লিক করুন

৭. পা : মোজা :: মাথা : ?

অ) হেলমেট

আ) টুপি

ই) ছাতা

ঈ) চুল

৮. যে যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রবাহে পরিণত হয়, সেটি হল-

অ) ক্যাপাসিটার

আ) ট্রানজিস্টার

ই) ডায়োড

ঈ) ট্রায়োড

৯. মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হল-

অ) ফরমিক অ্যাসিড

আ) টারটারিক অ্যাসিড

ই) অ্যাসিটিক অ্যাসিড

ঈ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

১০. দুটি সংখ্যার গ. সা. গু এবং তাদের অনুপাত ৩ : ৫ তাদের গুণফল কত?

অ) ১৬২০

আ) ১৮০০

ই) ১৯৮০

ঈ) ২১৬০

Railway Group D in bengali pdf Download Now

১১. সালফার দ্রুত দ্রবীভূত হয়-

অ) জলে

আ) অ্যালকোহল

ই) কার্বন ডাই অক্সাইড

ঈ) সোডিয়াম ক্লোরাইড দ্রবণ

১২. ভারতের মূখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন-

অ) রাষ্ট্রপতি

আ) প্রধানমন্ত্রী

ই) সংসদ

ঈ) ভারতের প্রধান বিচারপতী

১৩. ‘হিন্দুস্থানের তোতাপাখি’ কে?

অ) আমির খসরু

আ) খালিদ মহম্মদ জয়সী

ই) রায় ভনখল

ঈ) পুরন্দর খান

১৪. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে?

অ) বরুন

আ) মরুৎ

ই) বৌশ্য

ঈ) পুরু

১৫. যদি PETS=৬০, তাহলে BICK= ?

অ) ২৮

আ) ২৫

ই) ২৭

ঈ) ৩০

উত্তর

১/ঈ, ২/ই, ৩/ঈ,  ৪/ই, ৫/ই, ৬/আ ( এখানে বাঘ শব্দের অর্থ চেয়ার), ৭/আ, ৮/ই, ৯/অ, ১০/ঈ, ১১/ই, ১২/অ, ১৩/অ, ১৪/আ, ১৫/আ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!