ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | সপ্তম পর্ব
হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এবং অনেকে পুড়ন করে দিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলের গ্রুপ ডি সপ্তম পর্ব-
এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন
১. A, D, G, J, M, P, S, V, ? এই সিরিজে কী বসবে?
অ) Y, B, E, H
আ) Y, B, H, E
ই) X,Z,A,D
ঈ) X,Z,B,E
বিগ ব্যাং ও ব্ল্যাক হোলের প্রবক্তা ‘স্টিফেন হকিং’ এর জীবনী পড়ার জন্য এখানে ক্লিক করুন
২. ২০ টাকা/কেজি দরে কত কেজি ডালের সঙ্গে ২৪ টাকা/কেজি দরের ৩০ কেজি ডাল মিশ্রিত করে ৩১.২০ টাকা/কেজি দরে বিক্রি করলে ২০% লাভ হবে?
অ) ১৫ কেজি
আ) ১০ কেজি
ই) ২০ কেজি
ঈ) ৩০ কেজি
৩. নীচের কোন যৌগের গলনাঙ্ক সর্বনিম্ন?
অ) NaCL
আ) KCL
ই) RbCL
ঈ) LiCL
৪. প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন কে?
অ) হেনরি বেকারেল
আ) মাদাম কুরি
ই) ডোবার নিয়ার
ঈ) রাদারফোর্ট
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
৫. জেনেটিক শব্দটির প্রবর্তন করেছিলেন কে?
অ) বেটসন
আ) মেন্ডেল
ই) মরগ্যান
ঈ) জোহানসেন
৬. সূর্যের প্রচন্ড শক্তির উৎস কী?
অ) নিউক্লীয় বিভাজন
আ) নিউক্লীয় সংযোজন
ই) গ্যাসের দহন
ঈ) কোণোটি নয়
৭. উদ্ভিদ দেহে উর্ধ্বমূখী জলসংবহন করে কিসের মাধ্যমে
অ) জাইলেম
আ) ফ্লোয়েম
ই) ক্যাম্বিয়াম
ঈ) কটেক্স
৮. শ্বসন এক প্রকার-
অ) উপচিতি প্রক্রিয়া
আ) অপচিতি প্রক্রিয়া
ই) ভৌত প্রক্রিয়া
ঈ) জীবজ ভৌত প্রক্রিয়া
৯. ‘দিকু’ কথার অর্থ কী?
অ) স্বদেশি
আ) ব্রিটিশ
ই) বহিরাগত
ঈ) নীলকর
১০. ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
অ) নিউ ম্যাক্সিকো
আ) লন্ডন
ই) নিউ ইয়র্ক
ঈ) প্যারিস
১১. ট্রাকিয়ানিহীন একটি উদ্ভিদ হল-
অ) নারকেল
আ) আম
ই) পাইন
ঈ) নিম
১২. যার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেপতার করা যায় না, তিনি কে?
অ) রাষ্ট্রপতি
আ) স্পিকার
ই) প্রধানমন্ত্রী
ঈ) স্বরাষ্ট্রমন্ত্রী
১৩. পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ২৬ এবং শেষ চারটির গড় ২৫ হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত?
অ) ৬
আ) ৪
ই) ১০
ঈ) ১২
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
১৪. ২০ জন ছাত্রের মধ্যে ১৫ জন নীল রঙ পছন্দ করে। ৬ জন নীল ও লাল রঙ পছন্দ করে। কতজন লাল রঙ পছন্দ করে?
অ) ১২ জন
আ) ৩ জন
ই) ২ জন
ঈ) ৫ জন
১৫. সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটি হল-
অ) শাখাকলম
আ) গুটিকলম
ই) দাবাকলম
ঈ) জোড়কলম
উত্তর
১/অ, ২/আ, ৩/ঈ, ৪/অ, ৫/অ, ৬/আ, ৭/অ, ৮/আ, ৯/ই, ১০/ঈ, ১১/ই, ১২/আ, ১৩/আ, ১৪/ঈ, ১৫/ঈ
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।