ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | তৃতীয় পর্ব
হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় পর্ব-
বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন।
এর আগে আমরা গ্রুপ ডি/গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন
ক. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
১. ফিজি
২. ভ্যাটিক্যান
৩. কুয়েত
৪. মালদ্বীপ
খ. ড্রেন অফ ওয়েলথ (Drain of Wealth) কার লেখা ?
১. তথাগত রায়
২. ঋষি অরবিন্দ
৩. দাদাভাই নওরোজি
৪. ডোনাল্ড ট্রাম্প
গ) নিচের কোনটি নাইজেলের একটি উদাহরণ?
১. ফ্যাট
২. প্রোটিন
৩. কার্বোহাইড্রেটস
৪. ওয়েল
ঘ) ভারতের জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয়েছিল-
১. বোধিনী পত্রিকা
২. সন্ধ্যা
৩. আনন্দমঠ
৪. যুগবাণী
ঙ) হিমালয়ের উৎপত্তি হয়-
১. ভারত মহাসাগর থেকে
২. হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে
৩. টেথিস জিওসিনক্লাইন থেকে
৪. আপ্লিয় অঞ্চল থেকে
চ) রাম প্রতি ডজন ৩.৭৫ টাকা দরে ১৬০০ টি ডিম ক্রয় করে। তার থেকে সে ৯০০ ডিম ১ টাকায় ২টি এবং বাকিগুলি সে ২ টাকায় ৫টি করে বিক্রি করে। তার লাভ শতকরা কত হয়?
১. ৪০%
২. ৪২%
৩. ৪৫%
৪. ৪৬%
ছ) ক ও খ এর বার্ষিক আয়ের অনুপাত ৪:৩ ও ব্যায়ের অনুপাত ৩:২, উভয়ের বার্ষিক সঞ্চয়ের পরিমান ৯০০ টাকা। খ-র বার্ষিক আয় কত টাকা?
১. ১০০০
২. ১৫০০
৩. ২৭০০
৪. ৩৬০০
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
জ) পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে?
১. কোচিন
২. কান্দালা
৩. মার্মাগাঁও
৪. নিউ ম্যাঙ্গালোর
ঝ) অ একটি কাজ ১৫ দিনে ও া এই কাজ ২০ দিনে করতে পারে। তারা ৪ দিন কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে?
১. ৮/১৫
২. ৭/১৫
৩. ২/১৫
৪. ১/১০
ঞ) জিব্বারেলিন প্রথম নিষ্কাশন করা হয়েছিল কী থেকে?
১. Gibberella
২. Gelidium
৩. Gracilaria
৪. Aspergillus
মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন
ট) বিপরীত দিন থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টের যথাক্রমে ৪ সেকেন্ড ও ১২ সেকেন্ড অতিক্রম করল। তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে?
১. ৯.৬
২. ১০
৩. ৮
৪. ৫
ঠ) বর্তমানে ২০০০ টাকার নোটের আয়তন কত?
১. ১৫৭ x ৭৩ মিমি
২. ৬৬ x ১৫০ মিমি
৩. ৬৬ x ১৬৬ মিমি
৪. ১৪৭ x ৭৩ মিমি
ড) আয়তনের দিক পশ্চিমবঙ্গের আয়তণের প্রায় সমান হল-
১. হাঙ্গেরি
২. ভিয়েতনাম
৩. ডেনমার্ক
৪. সুইৎজারল্যান্ড
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
ঢ) প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতিটি বর্তমানে পরিত্যক্ত হয়েছে?
১. C.G.S
২. F.P.S
৩. M.K.S
৪. কোনোটি নয়
ণ) মরচে ধরার ফলে কি হয়?
১. লোহার দন্ডের ওজন বাড়ে
২. দন্ডের ওজন কমে
৩. ওজনের কোনো পরিবর্তন হয় না
৪. লোহা উদ্বায়ী হয়
উত্তর
ক/২, খ/৩, গ/২, ঘ/৩, ঙ/৩, চ/৪, ছ/৩, জ/৩, ঝ/১, ঞ/১, ট/১, ঠ/৩, ড/১, ঢ/২, ণ/১
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।