মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গের হুগলি জেলার জেলাশাসকের অফিসে ক্লার্ক গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি সকল তথ্য নিচে দেওয়া হয়েছে।
পদের নাম- বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট, অডারলি, নাইট গার্ড (শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য)।
শূন্যপদ- বেঞ্চ ক্লার্ক- 1, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- 1, অডারলি- 1, নাইট গার্ড- 1।
বেতন-
- বেঞ্চ ক্লার্ক- প্রতিমাসে 14,700/-
- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- প্রতিমাসে 11,880/-
- অডারলি- প্রতিমাসে 7,000/-
- নাইট গার্ড- প্রতিমাসে 7,000/-
শিক্ষাগত যোগ্যতা-
- বেঞ্চ ক্লার্ক- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতূল।
- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- মাধ্যমিক পাশ বা সমতূল।
- অর্ডারলি- অষ্টম শ্রেণী পাশ।
- নাইট গার্ড- অষ্টম শ্রেণী পাশ।
আবেদন পদ্ধতি- বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে। হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।
বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য অনলাইনে আবেদন করুন- ক্লিক করুণ এখানে
এবং অর্ডারলি ও নাইন গার্ড পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। অর্ডারলি ও নাইন গার্ড পদের ক্ষেত্রে আবেদন পত্র ডাউনলোড করে, সঠিকভাবে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপির সেল্ফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
অর্ডারলি ও নাইট গার্ড পদের জন্য আবেদন পত্র ডাউনলোড করুন- ক্লিক করুণ এখানে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- District Social Welfare Officer, Social Welfare Section, Old Collectorate Building, Office of the District Magistrate, Hooghly, PIN- 712101
খামের উপরে লিখতে হবে “Application for the post of……….. (Orderly/ Night Guard)”
চাকরির পরীক্ষার খবর, বিনামূল্যে স্টাডি মেটেরিয়ালস ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care” অথবা এখানে ক্লিক করুণ
পরিচ্ছেদসমূহ ১. WBCS পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF ২. রেলের পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF ৪. UGC NET Paper-1 বিগত বছরের প্রশ্ন PDF ৫. WB Fire Operator Exam Question 2018 ৬. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের প্রশ্ন PDF ৭. মাধ্যমিক ২০১৯ ভূগোলের প্রশ্ন PDF Download Now স্টুডেন্টস কেয়ারে লেখা পাঠাতে হলে এখানে ক্লিক করুণ স্টুডেন্টস কেয়ার মূলত ইউজার জেনারেটেড বা স্টুডেন্টস কেয়ারের পাঠক-লেখকদের তৈরি করা কন্টেন্ট প্রকাশ করছে। আপনি চাইলে ৩০০ বা তার অধীক শব্দের মাঝে যে কোনো পছন্দমত লেখা, ছোট গল্প, সাধারণ জ্ঞান, জানা অজানা তথ্য, কারেন্ট আপডেট, ছাত্র-ছাত্রীদের উপযোগী লেখা, ফিচার স্টুডেন্টস কেয়ারে কন্ট্রিবিউট করতে পারেন। ১-৩ দিনের মাঝে লেখা মানসম্মত হলে তা প্রকাশিত হবে। কন্ট্রিবিউশন কন্টেন্টের জন্য কোনো সম্মানীর ব্যবস্থা নেই। তবে স্টুডেন্টস কেয়ার টিমের কন্টেন্ট রাইটার টিমে যুক্ত হতে এটা আপনাকে সহযোগিতা করবে। লেখা প্রকাশের আগে আমাদের নীতিমালা ভালো করে পড়ে নিন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন। আপনার জন্য আরও রয়েছে পড়ুন
বিগত বছরের প্রশ্ন
স্টুডেন্টস কেয়ারে লেখক হতে চান?