ভারতের বিভিন্ন ক্ষেত্রে জড়িত ৫০ জন জনক/জননীর নামের তালিকা
আমরা জানি ভারত একটি মহান সপ্তম বৃহত্তর দেশ। এই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান অজানা তথ্য, সুবিশাল এই দেশের বিভিন্ন ক্ষেত্রের জনকের ( ভারতের বিভিন্ন ক্ষেত্রে জড়িত ৫০ জন পিতৃপুরুষ ও তাদের নামের তালিকা ) নামগুলি প্রায় প্রতি পরীক্ষাতেই এসে থাকে। তাই আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম যাতে করে আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের সাইট থেকে দেখে নিতে পারেন। ভালো লাগলে পোস্টটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে নেবেন। এবং এর সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয় অথবা কোনোকিছু পরিবর্তন করতে হয় তাহলে আমাদের ইমেল করতে পারেন অথবা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।
ভারতের বিভিন্ন বিষয়ের জনকের নাম ও তাদের তালিকা
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
| ভারতের বিভিন্ন বিষয় | বিষয়ের জনক | |
|---|---|---|
| ১ | হলুদ বিপ্লবের(তৈলবীজ) | বিন্দেশ্বর প্রসাদ সিং |
| ২ | পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) | দুর্গেশ প্যাটেল |
| ৩ | লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) | বিশাল তেওয়ারী |
| ৪ | গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) | নির্পাক টুটেজ |
| ৫ | সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) | ইন্দিরা গান্ধী |
| ৬ | নীল(Blue) বিপ্লবের(মাছ) | অরুন কৃষ্ণান |
| ৭ | শ্বেত বিপ্লবের(দুধ ও ডেয়ারি) | ভার্গিস কুরিয়েন |
| ৮ | সবুজ বিপ্লবের(কৃষি) | স্বামীনাথন |
| ৯ | সংবিধানের জনক | আম্বেদকর |
| ১০ | ভারতীয় জাতির | গান্ধীজী |
| ১১ | ফৌজদারী আইনের(IPC) | মেকলে |
| ১২ | বিদেশ নীতির | নেহরু |
| ১৩ | জোটনিরপেক্ষতা নীতির | নেহরু |
| ১৪ | পঞ্চায়েত ব্যবস্থার | গান্ধীজী |
| ১৫ | স্থানীয় স্বায়ত্ত শাসনের | লর্ড রিপন |
| ১৬ | রাষ্ট্রকৃত্যকের জনক | সর্দ্দার প্যাটেল |
| ১৭ | ভারতীয় জাতীয় কংগ্রেসের | A.O.হিউম |
| ১৮ | জনস্বার্থ মামলার | P.N.ভগবতী |
| ১৯ | P.N.ভগবতী | P.N.ভগবতী |
| ২০ | বিজ্ঞানের/পরমানু শক্তির | এইচ. জে. ভাবা |
| ২১ | বিপ্লবের/জাতীয় আন্দোলনের | বাল গঙ্গাধর তিলক |
| ২২ | নবজাগরনের | রামমোহন রায় |
| ২৩ | ভারতীয় ইতিহাসের | মেঘাস্থিনিস |
| ২৪ | রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের | কৌটিল্য/চানক্য |
| ২৫ | ভারতীয় ভূগোলের | ডঃ শিবপ্রসাদ চট্যোপাধ্যায় |
| ২৬ | ভারতীয় সমাজতত্ত্বের | জে. এস. ঘুরে |
| ২৭ | ভারতীয় গনিতের | রামানুজন |
| ২৮ | দশমিক/শূন্যের | আর্যভট্ট |
| ২৯ | ভারতীয় জাতীয়তাবাদের | বিবেকানন্দ |
| ৩০ | জাতীয় পতাকার | পিঙ্গালী ভেঙ্কাইয়া |
| ৩১ | মহাকাশ গবেষনার | বিক্রম সারাভাই |
| ৩২ | ভারতীয় পন্টিং-এর | নন্দলাল বোস |
| ৩৩ | সিনেমার | দাদা সাহেব ফালকে |
| ৩৪ | সার্জারির/প্লাস্টিক সার্জারির | সুশ্রুত |
| ৩৫ | ভারতীয় সেনা বাহিনীর | স্ট্রিংগার লরেন্স |
| ৩৬ | পরিসংখ্যানের | প্রশান্ত চন্দ্র মহালনাবিশ |
| ৩৭ | ভারতীয় সমবায় আন্দোলনের | ফেডেরিক নিকলসন |
| ৩৮ | ইঞ্জিনিয়ারিং | এম. বিশ্বেশ্বরিয়া |
| ৩৯ | রেলওয়ের | লর্ড ডালহৌসি |
| ৪০ | উদার অর্থনীতির | পি. ভি. নরসিমা রাও |
| ৪১ | ভারতের “বাস কূটনীতির” নীতির | বাজপয়ী |
| ৪২ | শিক্ষার | লর্ড মেকলে |
| ৪৩ | ভারতীয় পরিকল্পনার | এম. বিশ্বেশ্বরিয়া |
| ৪৪ | হকির | ধ্যানচাঁদ |
| ৪৫ | মিসাইলের | আব্দুল কালাম |
| ৪৬ | টেলিভিসনের | ডঃ সুভাষচন্দ্র |
| ৪৭ | বাস্তুতন্ত্রের | আর. মিশ্র |
| ৪৮ | আয়ুরবেদের | চড়ক |
| ৪৯ | সাংবাদিকতার | J.A.Hickey |
| ৫০ | “পূর্বে তাকাও নীতির” | পি. ভি. নরসিমা রাও |

