কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর তৃতীয় সপ্তাহ ২০১৮ || Current Affairs 2018 PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর তৃতীয় সপ্তাহ ২০১৮

স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। সামনের আমাদের সকলের অনেকগুলি সরকারি চাকরীর পরীক্ষা রয়েছে। তাই নিখুত ভাবে প্রস্তুতির জন্য চাই প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনাসমূহের জ্ঞান। আর সেই জন্যই আমরা এই বিভাগ শুরু করেছি যাতে আপনাদের কিছুটা সাহায্য করতে পারি। আজ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর তৃতীয় সপ্তাহ ২০১৮ যাবতীয় সাম্প্রতিক ঘটনাবলী গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখে নিন Current Affairs 3rd week of November 2018 । ফেসবুক পেজ লাইক করার জন্য

১) গ্লোবাল ট্যালেন্ট র‍্যাংকিং ২০১৮ তে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে?

উত্তর- সুইজারল্যান্ড।( ভারতের স্থান ৫৩তম )।

২) কোন রাজ্য সরকার সম্প্রতি “নারী সশক্তিকরণ সংকল্প অভিযান” চালু করেছে?

Join us on Telegram

উত্তর- উত্তর প্রদেশ।

৩) লা লিগা (La Liga) ফুটবলার অফ দা ইয়ার পুরস্কার জিতলেন কে?

উত্তর- লিওনেল মেসি (ছ’বার)।

৪) মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হল?

উত্তর- দিল্লিতে।

৫) কোথায় ভারতের প্রথম হস্তী চিকিৎসালয় নির্মাণ করা হল?

উত্তর- উত্তরপ্রদেশের মথুরাতে।

৬) সম্প্রতি আফ্রিকা মহাদেশের কোন দেশে আফ্রিকার প্রথম হাইস্পিড রেললাইনের সূচনা হল?

উত্তর- মরক্কো।

৭) অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ২০১৮ সালের সেরা শব্দ (Word of the year) কোনটি?

উত্তর- Toxic

৮) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলন 2018 কোথায় অনুষ্ঠিত হল?

উত্তর- পাপুয়া নিউ গিনি.

৯) বেঙ্গলুরু ওপেন ২০১৮ কে জিতেছে?

উত্তর- প্রজ্ঞেশ গুনেশ্বরন।

১০) কোন ব্যাংক ভারতের প্রথম ইন্টারেক্টিভ ক্রেডিট কার্ডে প্রকাশ করল?

উত্তর- Indus IND Bank

১১) মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন কে?

উত্তর- ইব্রাহিম মোহামেদ সোলিহ

১২) ৫৯তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট জিতল কোন্ দেশ?

উত্তর- বাংলাদেশ।

১৩)কোন সাহিত্যিক ২০১৮ সালের মুনিন বার্কোটকি সাহিত্য পুরষ্কার পেলেন?

উত্তর- দেবভূষণ বোরা।

১৪) ইসরোর (ISRO) বর্তমান প্রধান কে রয়েছেন?

উত্তর- কে. শিবান।

১৫) মিজোরামের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর- আশিস কুন্দ্র।

১৬) অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে কোন ঘূর্ণিঝড় আছড়ে পড়ল?

উত্তর- গাজা।

১৭) কোন রাজ্য পুলিশ “নিপুণ” নামক ই-লার্নিং পোর্টালের সূচনা করল?

উত্তর- দিল্লি।

১৮) কোন রাজ্য গর্ভবতী মহিলাদের ভোটদাতার সারিতে না দাঁড়িয়েই ভোট দেবার অনুমতি দিল?

উত্তর- মধ্য প্রদেশ।

১৯) National Naturopathy Day কবে উদযাপিত হয়?

উত্তর- ১৮ই নভেম্বর (২০১৮ সালেই প্রথম শুরু হল)।

২০) কোন ভারতীয় সম্প্রতি “গ্লোবাল এডুকেশন লিডার অ্যাওয়ার্ড ২০১৮” জিতলেন?

উত্তর- সরোজ সুমন গুলাটি।

২১) অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ ২০১৮ কে জিতলেন?

উত্তর- ধ্রুব সচদেব।

২২) কর্মসংস্থান ও যোগ্যতার নিরিখে বিশ্বের সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে?

উত্তর- দুটি। ১) IISc ব্যাঙ্গালোর (২৮তম), ২) IIT দিল্লি (৫৩তম)।

২৩) ৬২ তম জাতীয় শ‍্যুটিং চ্যাম্পিয়নশিপ (রাইফেল, পিস্তল) কোথায় শুরু হল?

উত্তর- কেরালা।

২৪) এনফোর্সমেন্ট ডিরেক্টরের-এর নতুন অধিকর্তা হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তর- সঞ্জয় কুমার মিশ্র।

২৫) ভারতের শল্যচিকিৎসক সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন কে?

উত্তর- রঘু রাম।

২৬) ভারতের সবথেকে ভারী কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ করল ISRO। সেটির নাম কী?

উত্তর- GSAT 29

২৭) এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ কবে পালিত হয়?

উত্তর- প্রতি বছর ১২ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর।

২৮) কোন রাজ্য সরকার “জশন-ই-বিরাসত-ই-উর্দু” উৎসব উদযাপন করছে?

উত্তর- দিল্লি।

২৯) কোন রাজ্য সরকার অনলাইন শিক্ষণ কর্মসূচি ‘কুল’ (KOOL) প্রবর্তন করল?

উত্তর- কেরালা।

৩০) কোন রাজ্য দুগ্ধজাত শিল্পে উৎকর্ষতার জন্য “গো সমৃদ্ধি প্লাস স্কিম” চালু করল?

উত্তর- কেরালা।

৩১) এলাহাবাদ হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতির নাম কী?

উত্তর- গোবিন্দ মাথুর।

৩২) ২০১৮ সালের ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ পুরষ্কার কে পেলেন?

উত্তর- আজিম প্রেমজি (উইপ্রোর চেয়ারম্যান)।

৩৩) ভারত-রাশিয়ান যৌথ সামরিক অনুশীলন “ইন্দ্রা-২০১৮” কোথায় অনুষ্ঠিত হোল?

উত্তর – ঝাঁসি, উত্তরপ্রদেশ।ল

৩৪) কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ভূগর্ভস্থ হোটেল উন্মোচন করেছে?

উত্তর- চীন।

৩৫) রঞ্জি ট্রফিতে ১১০০০ রানের স্কোর করা প্রথম ব্যাটসম্যানের নাম কী?

উত্তর- ওয়াসিম জাফর।

৩৬) ভারতের প্রথম “ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টার-ফেইথ স্টাডিজ” কোথায় স্থাপিত হতে চলেছে?

উত্তর- পাঞ্জাব।

৩৭) UNICEF-র সবথেকে কম বয়সী শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তর- মিলি ববি।

৩৮) শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য সালের ইন্দিরা গান্ধী পুরস্কার ২০১৮ কে জিতেছেন?

উত্তর- সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট।

৩৯) কোন রাজ্য ‘ভুদার’ পোর্টাল চালু করেছে?

উত্তর- অন্ধ্র প্রদেশ। (ভূমি রেকর্ড মানুষের কাছে সহজলভ্য করার জন্য এই পোর্টাল চালু হোল)

৪০) ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট কে?

উত্তর- দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং।

৪১) ফিজির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে?

উত্তর- ভোরেক বাইনিমারামা।

৪২) ন্যাশনাল প্রেস ডে (National Press Day) কোন দিন পালিত হয়?

উত্তর- । ১৬ নভেম্বর (প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) প্রতিষ্টিত হয়েছিল ৪ঠা জুলাই, ১৯৬৬ কিন্তু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছিল ১৬ই নভেম্বর ১৯৬৬ সালে তাই এই দিনটি ন্যাশনাল প্রেস ডে হিসাবে পালিত হয়)

৪৩) ভারতের কোন অ্যাথলিট ইউনিসেফের ইউথ অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর- হিমা দাস (এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী )।

৪৪) ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কে আমন্ত্রিত হয়েছেন?

উত্তর- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা (Cyril Ramaphosa)।

৪৫) মেক্সিকোয়ের সর্বোচ্চ অসামরিক সম্মান “মেক্সিকো অর্ডার অফ দি আজটেক ঈগল” পেলেন কোন্‌ ভারতীয়?

উত্তর- শ্যামা প্রসাদ গাঙ্গুলি।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!