ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই এর Gist পর্ব-1 | প্রাথমিক টেটের জন্য Free PDF
আজকে থাকছে ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-6 এর পরিবেশ বিদ্যা বই এর Gist নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আপনি যদি প্রাথমিক টেট প্রার্থী হন তাহলে আপনাকে আজকের পর্বটি খুবই সাহায্য করবে প্রস্তুতি নিতে।
Primary TET -এ প্রতিবারের পরিবেশ বিদ্যা বিভাগে ষষ্ঠ শ্রেণির আমার পরিবেশ বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসে থাকে। তাই প্রাথমিক টেটে সঠিক ভাবে প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই এর Gist (Class 6 Environment Book Gist for Primary TET) আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি আলোচনা করা হয়েছে। আজ প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে আরও বিভিন্ন প্রশ্ন সংকলণ নিয়ে আলোচনা চলবে। অবশ্যই নজরে রাখবেন প্রতিনিয়ত।
আরও পড়ুন
| চতুর্থ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| পঞ্চম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| সপ্তম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই এর Gist
1. বাবলা গাছের আঁঠা থেকে কি তৈরি হয়?
উঃ গঁদ তৈরি হয়।
2. সাবাই ঘাস থেকে কি তৈরি হয়?
উঃ কাগজ তৈরি হয়।
3. রজন তৈরি হয় কি থেকে?
উঃ পাইন ও শাল গাছের ছাল ও রস থেকে।
4. ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে?
উঃ সিঙ্কোনা গাছ থেকে।
5. তুলসী ও বাসক পাতার রস থেকে কি কি রোগ প্রতিরোধ করা যায়?
উঃ সর্দি, কাশি।
6. খাদক কাদের বলে?
উঃ যারা অন্য জীবদের খায় তাদের খাদক বলে।
7. খাদ্য কাকে বলে?
উঃ যারা অন্য জীবদের খাদ্য হিসাবে যা গ্রহণ করে বা খায় সেটাকে খাদ্য বলে।
8. পরজীবী কাদের বলে?
উঃ যারা অন্য জীবদের আশ্রয় করে বাঁচে তাদের পরজীবি বলে।
9. রেশমের মথ থেকে কি পাওয়া যায়?
উঃ সিল্ক পাওয়া যায়।
10. ল্যাক্টোব্যাসিলাস কি?
উঃ এক ধরনের ব্যকটেরিয়া।
11. ল্যাক্টোব্যাসিলাস দুধের সাথে মেশালে কোন অ্যাসিড তৈরি হয়?
উঃ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়।
12. দুধ কে দই বা ছানায় পরিনত করতে কোন অ্যাসিডের প্রয়োজন হয়?
উঃ ল্যাকিটিক অ্যাসিড
13. একটি এককোশী ছত্রাকের নাম কি?
উঃ ইস্ট
14. পাঁউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার হয়?
উঃ ইস্ট
15. একটি মৌচাকে কয় ধরনের মৌমাছি থাকে?
উঃ একটি মৌচাকে একটি রানি মৌমাছি, ২০০টি পুরুষ মৌমাছি এবং ৪০ থেকে ৫০ হাজার শ্রমিক মৌমাছ থাকে।
16. গাছ খাবার তৈরি করে কোন গ্যাসের সাহায্যে?
উঃ কার্বন ডাই অক্সাইড
17. মাটির উর্বরা শক্তি ও নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি ঘটাতে কি চাষ করা হয়?
উঃ অ্যাজোলা চাষ করা হয়।
18. পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম চাষের জন্য বিখ্যাত?
উঃ মালদা জেলা।
19. সামুদ্রিক মাছের যকৃত থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উঃ ভিটামিন A ও D
20. চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কোন ভিটামিনের প্রয়োজন?
উঃ ভিটামিন A
প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
21. দুধে কোন অ্যাসিড থাকে?
উঃ ল্যাকটিক অ্যাসিড
22. হ্যানিডিউ কি?
উঃ বিভিন্ন পোকা শর্করা জাতীয় রস শোষন করে, শর্করা জাতীয় বর্জ্য ত্যাগ করে। শর্করা জাতীয় এই বর্জ্যকেই হ্যানিউড বলে।
23. খট্টাস কি?
উঃ বনবিড়ালের অপর নাম খট্টাস।
24. আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে?
উঃ অন্ত্রে।
25. মৌলি কাদের বলে?
উঃ যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌলি বলে।
26. গাছের সবুজ অংশে খাবার তৈরির জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কোন শক্তি?
উঃ আলোকশক্তি।
27. আচারকে অনেকদিন ধরে ভালো রাখার জন্য কি ব্যবহার করা হয়?
উঃ ভিনিগার
28. জলের জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়?
উঃ ক্লোরিন, হ্যালোজেন প্রভৃতি।
29. মোমবাতি জ্বালালে মোম গলে যায়, এটি কি পরিবর্তন?
উঃ ভৌত পরিবর্তন।
30. মোমবাতি জ্বালালে মোম পুড়ে যায়, এটি কি পরিবর্তন?
উঃ রাসায়নিক পরিবর্তন
31. দেহের মধ্যে কিসের প্রবেশ ঘটলে জটিল চর্ম রোগ হয়?
উঃ আর্সেনিক
32. কোন্ পদ্ধতিতে চকের গুরো ও জলের মিশ্রণকে আলাদা করা যায়?
উঃ পরিস্রাবণ পদ্ধতিতে।
33. কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে কোন্ পদ্ধতির দ্বারা আলাদা করা যায়?
উঃ কেলাসন পদ্ধতির দ্বারা
34. ঝামা পাথর আসলে কি?
উঃ পিউমিস
35. 4R কি?
উঃ Reduce, Refuse, Reuse, Recycle
36. তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি?
উঃ ফ্লিপার
37. পৃথিবীর সবথেকে বড়ো প্রাণীর নাম কি?
উঃ নীল তিমি
38. তিমির চামরার নিচে এক ধরণের পুরু ও মোটা স্তর থাকে তার নাম কি?
উঃ ব্লাবার
39. তিনি কি ধরণের প্রাণী?
উঃ স্তন্যপায়ী প্রাণী
40. মেয়ে মশারা রক্ত না খেলে কো্ কাজ করতে পারেনা?
উঃ ডিম পারতে পারেনা
41. কোন্ মশার দ্বারা ম্যালেরিয়ার জীবাণু সংঘটিত হয়?
উঃ অ্যানোফিলিস মশা
42. ডেঙ্গি রোগের বাহক কোন্ মশা?
উঃ এডিস মশা
43. সুন্দরবনের আধা নোনতা ও আধা মিঠে জলকে কি বলে?
উঃ খারিজল
44. কোন্ মাছের লেজে এক ধরণের থলি থাকে?
উঃ সী হস নামক এক ধরণের সামুদ্রিক মাছের লেজে থলি থাকে।
45. কোন্ সাপ সরাসরি বাচ্ছা দেয়?
উঃ চন্দ্রবড়া, মেটুলী সাপ
46. বাঘের চোয়ালে ধারালো বড় দাঁতেরনাম কি?
উঃ ক্যানাইন
47. বাঘ অল্প আলোতে মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখতে পায় কেন?
উঃ বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম থাকে তাই।
48. সুন্দরবনে কোন্ ধরণের বাঘ দেখা যায়?
উঃ রয়েল বেঙ্গল টাইগার
49. পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা ও লিখেছেন কে?
উঃ সেলিম আলি
50. পিঁপড়ে দের মধ্যে লাল কে?
উঃ মনিব
| প্রাথমিক টেট চতুর্থ শ্রেণির পরিবেশ বই GIST | Clik Here |
| প্রাথমিক টেট পঞ্চম শ্রেণির পরিবেশ বই GIST | Clik Here |
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF

