রেলের গ্রুপ ডি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর ২০১৮ প্রশ্ন ও উত্তর PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

রেলের গ্রুপ ডি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর ২০১৮ প্রশ্ন ও উত্তর PDF

নমস্কার পাঠকরা। আজ ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রথম দিনের দ্বিতীয় সিফটের পরীক্ষাটি হল। RRB Group D shift-2 এর যেই যেই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্ন থেকে আমরা জেনারেল অ্যাওয়ার্ডনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভাগ থেকে প্রশ্নের উত্তর গুলি সকলের সাথে শেয়ার করে নেবো। রেলের গ্রুপ ডি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর ২০১৮ প্রশ্ন ও উত্তর PDF সহকারে জেনে নিন। যাতে করে পরবর্তী পরীক্ষা গুলিতে একটা সাধারণ ধারনা পাওয়া যায় কি কি ধরণের প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার্থীদের দ্বারা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বানাতে পেরেছি। অংক বা রিজনিং এর প্রশ্নগুলি পরিপূর্ণ না হওয়ার ফলে আমরা তা সংগ্রহ করতে পারিনি। যদি পরে কোনোভাবে সংগ্রহ করতে পারি আহলে আপনাদের সাথে ভাগ করে নেবো। pdf টি এই পোস্টের নীচে পেয়ে যাবেন

RRB 17 September 2018 Question answer PDF Shift-1

RRB 18 September 2018 Question answer PDF Shift-1

RRB 18 September 2018 3rd Shift Question Answer

Join us on Telegram

১. LPG এর সম্পূর্ণ নাম কী?

উঃ  Liquefied petroleum gas বা liquid petroleum gas

২. মরিশাসের রাজধানীর নাম কী?

উঃ Port Louis

৩. হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ গঙ্গা নদী৪. Bigg boss 11 host কে

উঃ সালমান খান

[আরও পড়ুন- অনলাইনে রেলের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

৫. British Parliament Global Diversity Award পেয়েছে কে?

উঃ সলমন খান

৬. পাগলাদিয়ে বাঁধ বা Pagladiya Dam Project কোথায় অবস্থিত?

উঃ আসামের পাগলাদিয়া নদীর ওপর পাগলাদিয়া বাঁধ গড়ে তোলা হয়েছে।

৭. Paytm এর প্রতিষ্ঠাতা কে?

উঃ বিজয় শেখর শর্মা

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

৮. NABARD 2010 Award কে পেয়েছে?

উঃ Repco Micro Finance

৯. শক্তির একক কি?

উঃ জুল

১০. রঘু রাম রাজন লিখিত বইটির নাম কি?

উঃ I do what I do

১১. ২০১৮ ফুটবল বিশ্বকাপের সোনার বল পেয়েছে খোন্‌ খেলোয়ার?

উঃ ইংল্যান্ডের খেলোয়ার হ্যারি কেন

১২. আকাশ কে নীল ও সাদা দেখায় কেন?

উঃ আলোর বিচ্ছুরণের ফলে

১৩. কোন ভারতীয় খেলোয়ার ২০১৭ সালের ভারতীয় জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন?

উঃ অনিল কুম্বলে

[২০ এর অধিক রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এখানে পেয়ে যাবেন]

১৪. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কী?

উঃ Devendra Fadnavis

১৫. ভারতের পরিবহন মন্ত্রীর নাম কী?

উঃ Nitin Gadkari

১৬. ASEAN এর সদস্য দেশ কয়টি?

উঃ দশটি (Indonesia, Thailand, Vietnam, Singapore, Malaysia, Philippines, Myanmar (Burma), Cambodia, Laos, Brunei)

১৭. Human Development Index ভারতের র‍্যাঙ্ক কত?

উঃ ১৩০ তম

১৮. সবচেয়ে নোংরা রেল স্টেশনের নাম কি?

উঃ Mathura, Shahganj

১৯. সড়ক নিরাপত্তা প্রচারের মুখপাত্র (brand ambassador) কে?

উঃ অক্ষয় কুমার

২০. PNB Bank-র মুখপাত্র (brand ambassador) কে?

উঃ বিরাট কোহলী

[কিভাবে CBT ধাঁচে রেলের পরীক্ষা দেবেন ডেমো দেখে নিন, এখানে ক্লিক করুণ]

২১. এশিয়ান গেমস ২০১৮ তে ভারএর প্রথম সোনা জয়ী খেলোয়ার কে?

উঃ Bajrang Puniya

২২. গোয়া কত সালে পোর্তুগিজ দের দ্বারা অধিগ্রহীত হয়েছিল?

উঃ ১৫১০

২৩. PC Chandra Award পেয়েছেন কে?

উঃ আশা ভোঁশলে

২৪. Jaggi Vasudev পদ্মবিভূষণ পেয়েছেন কিসের জন্য?

উঃ Spirituality

২৫. Sadbhawna Award-পেয়েছেন কে?

উঃ গোপাল কৃষ্ণ গান্ধী

General Science

১. What is the chemical formula of Baking Soda – NaHCO3

২. Which is the smallest bone in human body? – Stapes

৩. Which acid is present in Orange? – Citric Acid

৪. What is the full form of LPG? – Liquefied Petroleum Gas

৫. Fleming’s right hand rule is related to what? – Generators

৬. Chromosome in humans- 46 (23 pairs)

৭. Where does insulin form in human body? – Pancreas

৮. What is the ph value of Wine – 3.0 – 3.4

৯. Who discovered the hydrogen molecule?  – Robert Boyle

১০. What is the molecular mass of Oxygen? – 16 grams

♥ RRB Group-D exam 18 September 2018 PDF Question Paper Download Click Here

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত লেখাটির কোনো অংশ ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের DMCA Copy Right Policy পড়ে নেবেন।

Tag-  রেলের গ্রুপ ডি ১৮ সেপ্টেম্বর ২০১৮ এর দ্বিতীয় সিফটের পরীক্ষার প্রশ্ন PDF, 18 september 2018 shift 2 rrb exam, RRB Group D shift-2 question answer, RRB Group-D Exam 18 September 2018 2nd Shift Question Answer pdf ,

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!