মহাকাশ সমগ্র পর্ব-১ (GK- General Knowledge)
স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম। সকলে ভালো আছেন নিশ্চই। আজ আমরা সাধারণ জ্ঞান বিভাগের ‘মহাকাশ’ বিষয়ক কিছু জানা অজানা তথ্য জানবো। তার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার জন্য এখানে ক্লিক করুন
১. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৫ কোটি কিমি।
২. চাঁদ কি?
উঃ চাঁদ পৃথিবীর একটি মাত্র উপগ্রহ।
৩. আলো প্রচন্ড গতিবেগ নিয়ে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
উঃ তাকে বলে আলোকবর্ষ।
৪. আলোর গতিবেগ কত?
উঃ প্রতি সেকেন্ডে ২.৯৭ লক্ষ কিমি।
৫. ধ্রুব তারার আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?
উঃ প্রায় ৪৭ বছর।
৬. সৌরমুকুট কী?
উঃ সূর্যগ্রহন কালে সূর্যের চার দিকে যে সাদা বলয় দেখা যায় তাকেই সৌরমুকুট বলে।
৭. একটি কাল্পনিক রেখা দ্বারা বিভিন্ন নক্ষত্রকে যোগ করলে বিভিন্ন ধরনের মূর্তির আকৃতি ধারণ করে, একে কী বলে?
উঃ নিউট্রন নক্ষত্র।
৮. সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?
উঃ ৮ মিনিট ১৯ সেকেন্ড।
৯. নীহারিকা পুঞ্জ কাকে বলে?
উঃ অসংখ্য নক্ষত্রের সমাবেশ কে নিহারিকা পুঞ্জ বলে।
১০. সূর্যের চেয়ে ছোটো মিট্ মিটে আলোক যুক্ত নক্ষত্রদের কী বলে?
উঃ বামন নক্ষত্র।
১১. হ্যালির ধুমকেতু কত বছর অন্তর আকাশে দেখা যায়?
উঃ ৭৬ বছর অন্তর দেখা যায়।
১২. কত সালে হ্যালি এই ধূমকেতু কে আবিষ্কার করেন?
উঃ ১৭০৭ খ্রিষ্টাব্দে হ্যালি এই ধুমকেতু কে আবিষ্কার করেছিলেন।
১৩. গ্রহদের মধ্যে সবচেয়ে বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি হল সবচেয়ে বৃহত্তম গ্রহ।
১৪. সূর্যে কত পরিমান হিলিয়াম রয়েছে?
উঃ সূর্যে প্রায় ১৮.১৭ % হিলিয়াম রয়েছে।
আরও পড়ুন- সাহিত্য সমগ্র-পর্ব-১ (General Knowledge)
১৫. বৃহত্তম গ্রহানুপুঞ্জের নাম কী?
উঃ সেরেস্ হল বৃহত্তম গ্রহানু পুঞ্জ।
১৬. সূর্য পৃথিবীর থেকে কত গুন বড়?
উঃ প্রায় ১৩ লক্ষ গুণ বড়।
১৭. সূর্য গ্রহণ কোন্ তিথিতে হয়?
উঃ অমাবস্যার তিথিতে।
১৮. ধুমকেতু শব্দের অর্থ কী?
উঃ ধুমকেতু শব্দের অর্থ হল ‘ধঁইয়ার নিশান’।
১৯. নীহারিকা কোন্ দিকে মুখ করে অবস্থান করে?
উঃ পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে অবস্থান করে।
২০. সন্ধ্যা তার বা শুক তারা আসলে কী?
উঃ আসলে এরা কোনো তারা নয়, এরা হল একটি গ্রহ। যার নাম শুক্রগ্রহ।.
২১. সূর্যে কত শতাংশ হাইড্রোজেন আছে?
উঃ সূর্যে প্রায় ৮১.৭৬ % হাইড্রোজেন আছে।
২২. ধাঁটার মত দেখতে বাষ্পময় পুচ্ছ যুক্ত উজ্বল জ্যোতিষ্কের নাম কী?
উঃ ধুমকেতু।
পড়ুন- বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দশটি দেশ
২৩. সূর্যের যে অংশটি উতি উজ্জ্বল তাকে কী বলা হয়?
উঃ তাকে আলোকমন্ডল বলা হয়ে থাকে।
২৪. শনির বলয়টি কে আবিষ্কার করেন?
উঃ সবিজ্ঞানী হাইগেন্স শনির বলয়টি আবিষ্কার করেন।
২৫. সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কী?
উঃ সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম হল বুধ।
ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পোস্টে আবার ফিরে আসব। সঙ্গে থাকুন প্রতিনিয়ত। ভালো থাকবেন