জানা অজানার সন্ধানে || Known to Unknown || দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

জানা অজানার সন্ধানে || Known to Unknown || দ্বিতীয় পর্ব

এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের মধ্যে অনেকের ই জানার বাইরে রয়েছে। হয়ত অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না কিন্তু জানার আগ্রহ রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন কিছু কিছু জানা অজানা বিষয় আপনাদের কাছে তুলে ধরব যেগুলি আপনাদের জানার আগ্রহ মেটাবে। তাই আমাদের নতুন বিভাগ “জানা অজানা (Known to Unknown)”। আজ প্রকাশিত হল দ্বিতীয় পর্ব। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো পরবর্তী লক্ষে। দেখে নেওয়া যাক তাহলে আজ জানা অজানার সন্ধানে কি কি রয়েছে-

১. আপনি জানেন কি এক পাউন্ড খাবার তৈরি করতে গেলে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।

২. জানেন কি নিল তিমি নামে যাকে আমরা চিনি তারা পরস্পর ভাববিনিময়ের সময় যে শিস দেয়, সেটা ৫৩০ মাইল দূর থেকেও শোনা যায়।

৩. বোলা স্পাইডার নামে এক ধরনের মাকড়সা রয়েছে যারা কোন জাল বোনে না।

Join us on Telegram

৪. আপেল খেতে খুবি সুস্বাদু  , কিন্তু জানেন কি আপেলের ৮৪ ভাগই জল।

৫. জেনে রাখুন অংকে এক মিলিয়ন লিখতে হলে ৭টি সংখ্যা লাগে। ঠিক একি ভাবে ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতেও ৭টি অক্ষর লাগে। দারুন তাই না!

৬. জানেন তো? মাত্র ৫ লিটার মধু খেয়ে এক একটি মৌমাছির ঝাঁক প্রায় ৪০ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে।

৭. অনেকেই জানেন মরু অঞ্চলে দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা অনুভুত হয়।

৮. জানেন তো মশারা নীল রঙের প্রতি য়াকর্ষন বেশি!! ঘরের লাইট যদি নীল রঙের হয় তাহলে দেখবেন মশার সংখ্যা বেড়ে যাবে।

৯. জানলে অবাক হবেন, প্রত্যেক টি মহাদেশেই রোম নামের একটি করে শহর আছে, কেবল মাত্র অ্যান্টার্কটিকা ছাড়া।

১০. জানেন কি আপনি? নেপোলিয়ন কাকে বেশি ভয় পেতেন?  বিড়ালকে বেশি ভয় পেত।

১১. “level” শব্দটির অক্ষর গুলো যদি উল্টে দেন তাহলে তা একই থাকবে! দেখেই নিন নিজে চেষ্টা করে।

১২. খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল।

১৩. জানেন কি? ইংরেজি বর্ণমালায় সব থেকে বেশি ব্যাবহার করা বর্ণ হলো “E” এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো “Q”।

১৪. কানাডায় যেই পরিমাণ হ্রদ রয়েছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ হ্রদ নেই।

১৫. জানেন কি? জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।

১৬. আপনি কি জানেন? পিঁপড়েরা তাদের দেহের মোট ওজনের থেকে দশগুণ বেশি ওজন বহন করতে পারে।

১৭. পৃথিবীর মোট উৎপাদিত খেলনাগুলির মধ্যে ৭৫% ই চীন তৈরি করে থাকে!

১৮. প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!

১৯. শ্বেত ভালুক একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে!

২০. জানেন কি? বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত হয়।

অবশেষে আপনাদের একটি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আপনারাও কিছু মূল্যবান লেখা পাঠিয়ে সকলের সাহায্যে অংশগ্রহন করতে পারেন। লেখা পাঠানোর জন্য এখানে নিয়মাবলী গুলি দেখুন আগে, এবং এখানে ক্লিক করে যোগাযোগ করে নিন আমাদের সাথে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!