নভেম্বর-২০১৭ এর ১৩০ টি কারেন্ট অ্যাফেয়ার্স এক নজরে
নমস্কার সকলকে। আপনারা যেনারা চাকরীর পরীক্ষা দিয়ে থাকেন তাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানা খুবি প্রযোজন। তাই আমরা প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ খবর গুলি আপনাদের সামনে তুলে ধরি। আজ সম্পুর্ণ নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে একত্রিত করে পোস্ট করে দিলাম। এটার PDF নিতে চাইলে নিচে আপনার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন তাতে করে আমাদের সকল পোস্টের আপডেট ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
১. ২০১৭ সালে কিদাম্বি শ্রীকান্ত “স্পোর্টম্যান অফ দি ইয়ার” এবং পিভি সিন্ধু “স্পোর্টস ওমেন অফ দি ইয়ার” সম্মানে ভূষিত হলেন।
২. AICTE ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছে বুলেট ট্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভৃতি নতুন বিষয়।
৩. ভারতীয় লোকসভার প্রথম মহিলা ‘সেক্রেটারি জেনারেল’ হলেন স্নেহ লতা শ্রী বাস্তব।
৪. BCCI সচিন তেন্ডুলকারের ১০নং জার্সিকে অবসর দিল । অর্থৎ এবার থেকে ভারতীয় দলের কোনো খেলোয়াড় আর ১০ নম্বর জার্সি পরতে পারবেন না।
৫. প্রথম বিশ্বযুদ্ধে নিহত দু’জন ভারতীয় সৈন্যের দেহাবশেষ ফ্রান্স থেকে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৬. ২০১৭ সালে ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল অফ ইন্ডিয়া বা IFFI-র সেরা ছবির পুরস্কার পেলো ফরাসি ছবি “120 Beats Per Minute” ‘গোল্ডেন পিকক এওয়ার্ড’ দিয়ে সন্মানিত করা হল ছবিটিকে।
৭. গুগল সার্চে “ফিন্যান্স” ট্যাব যুক্ত করা হল। এর ফলে খুব অল্প সময়ে যে কোনো জায়গা থেকে ফিনান্সের খবরের আপডেন্ট পেতে পারবেন।স
৮. আইআইটি মাদ্রাজের ছাত্ররা সর্বোচ্চ সংখ্যক (৪৫টি) রোবোট দিয়ে সাফাই অভিযান করে এশিয়া-রেকর্ড গড়ল।
৯. ATP ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জিতলেন বুলগেরিয়ার “গ্রেগর ডিমিট্রভ”।
১০. . এখন থেকে বৃহস্পতিবার থেকে রবিবার- এই চারদিন করে রাষ্ট্রপতি ভবন দর্শকদের জন্য খোলা রাখা থাকবে।
আরও পড়ুন- ভারতের লে-পাক্ষি( Lepakshi ) মন্দিরের ঝুলন্ত স্তম্ভ রহস্য
১১. ভারতীয় বিমানবাহিনীর (IAF) C 130 J হারকিউলিস টানা ১৩ ঘন্টা ৩১ মিনিট চালিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করল।
১২. ইংরেজি, হিন্দি ছাড়া ও একমাত্র আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি ভাষা স্বীকৃতি পেল। JEE (মেইন) পরীক্ষার বিজ্ঞপ্তিতে।
১৩. সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন, পর্যটকদের জন্য তাজমহলের কাছে পার্কিং লট বানানোর দরকার নেই, হেঁটেই যেতে হবে।
১৪. হংকং ওপেন সুপার সিরিজে ফাইনালে হেরে রানার্স ট্রফি পেলো পি. ভি. সিন্ধু।
১৫. ডিসেম্বর ২০১৮ সালে বাঙালির বিখ্যাত মিষ্টি ‘রসগোল্লা’র দেড়শতম ‘আবিষ্কারজয়ন্তী’। তাই এই উপলক্ষ্যে রসগোল্লার আবিষ্কারক হিসাবে পরিচিত নবীনচন্দ্র দাস কে নিয়ে একটি জীবনীমূলক তথ্যচিত্র তৈরি করবেন সিদ্ধান্ত নিয়েছেন নন্দিতা রায়।.
১৬. ক্রমশ আইন মসৃন করছে ইরান, আন্তর্জাতিক স্তরে মহিলাদের ভারোত্তোলনের জন্য অনুমতি দিয়ে দিল ইরান।
১৭. রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে পুনর্নির্বাচিত হলেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী।
১৮. প্রয়াত হলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জানা নোভোটনা (৪৯) ।
১৯. ‘মোটরগাড়ির শহর’ হিসাবে পরিচিত আমেরিকা যুক্টরাষ্ট্রের ডেট্রয়েতে গাড়িনির্মাণ কারখানা খুলল ভারতীয় মোটরগাড়ি নির্মাতা সংস্থা ‘মাহিন্দ্রা’।
২০. ২০১৮ সালটিকে “আন্তর্জাতিক জোয়ার বর্ষ”(Millets Year) হিসেবে চিহ্নিত করার জন্য সম্মিলিত জাতিপূঞ্জের কাছে আবেদন করল ভারত।
২১. প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতের অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি।
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দশটি দেশ
২২. এক বছরে ১০টি সেঞ্চুরি করে রিকি পন্টিং এর এক বছরে করা ৯টি সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ভিরাট কোহলি।
২৩. শোনা যাচ্ছে লক্ষৌ-এর দূষণ মাত্রা কমানোর লক্ষ নিয়ে কৃত্রিম বৃষ্টিপাত করার উদ্যোগ নিতে চলেছে আই.আই.টি কানপুর।
২৪. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বললেন মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী ছিল্লারকে রাজ্য সরকারের যেকোনো দপ্তরে মনের মত পদ দেবেন।
২৫. সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতছেন ঋতু ফোগাট।
২৬. চতুর্থ বারের জন্য ইউরোপীয় ‘গোল্ডেন শু’ পেয়ে রোনাল্ডো কে ধরে ফেললেন লিওনেল মেসি।
২৭. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য বর্ধিত বেতনক্রম মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
২৮. ভারতীয় রেল ৪৮টি মেল এবং এক্সপ্রেস ট্রেনকে ‘সুপারফাস্ট’ ট্রেনে উন্নীত করল।
২৯. নিহত হলেন আরেক সৌদি-যুবরাজ আব্দুল আজিজ(৪৪)। তার মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়।
৩০. বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোটে রিজার্ভ ব্যাংকের ভল্টগুলি প্রায় পূর্ণ থাকায় নতুন নোট ছাপানোর লক্ষ্যমাত্রা কম করল ভারতীয় রিজার্ভ ব্যাংক।
৩১. তেলেঙ্গানার দ্বিতীয় সরকারী ভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেওয়া হল।
৩২. টুইটারের বর্ণসীমা (Character limit) ১৪০ থেকে বাড়িয়ে ২৮০ করা হল।
৩৩. প্রয়াত হলেন মার্কিন নভোশ্চর রিচার্ড গর্ডন।
৩৪. নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল চীন।
৩৫. ২০১৮ সালের ৩১শে জানুয়ারি থেকে রেল কর্মচারীদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হবে।
৩৬. রাত্রি আটটার পর আর কোনো কোচিং ক্লাস নয়, ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার।
৩৭. ভেনেজুয়েলার সঙ্গে সমরাস্ত্র কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন।
৩৮. ৭ই নভেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত দুমাস ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হল হায়দ্রাবাদে।
৩৯. ইন্ডিয়া গেটে ‘অমর জওয়ান জ্যোতি’তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ভারত সফররত ইংল্যান্ডের যুবরাজ চার্লস।
৪০. টুইটারে প্রোফাইল নামের বর্ণসীমা ২০ থেকে ৫০ করা হল।
৪১. ভারতের মিক্সড মার্শাল আর্টিস্ট ভারত খান্দারে প্রথম ভারতীয় যিনি আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে (UFC) স্বাক্ষর করলেন।
৪২. পুনে বিশ্ববিদ্যালয় ঘোষণা করল যে শুধুমাত্র নিরামিষভোজী শিক্ষার্থীদের গোল্ড মেডেল দেওয়া হবে।
৪৩. পিভি সিন্ধুকে হারিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হলেন সাইন নেহওয়াল। বর্তমানে বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিং-এ ২ নম্বরে রয়েছেন সিন্ধু, সাইনা ১১তম।
৪৪. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড- ২০১৮ সাল অনুসারে, বিশ্বের সর্বাধিক দর্শনার্থী আসার অনুসারে ভারতের প্রথম স্থানে রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দিরে।
৪৫. বিশ্ব বিখ্যাত সার্চ ইঞ্জিন হিসাবে খ্যাত গুগুল ঘোষোনা করেছে ভারতীয় ছাত্র এবং ডেভেলপারদের ১.৩ লক্ষ স্কলারশিপ দেবে।
৪৬. এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রাজকুমার রাও তাঁর ‘নিউটন’ ছবির জন্য।
৪৭. ‘স্বচ্ছতার প্রতীক’ হিসেবে চারমিনারকে নির্বাচন করল কেন্দ্র সরকার।
৪৮. FSSAI (ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া) জানালো প্রক্রিয়াজাত খাবারের বিজ্ঞাপনে ‘টাটকা’, ‘প্রাকৃতিক’ এইসব শব্দ বাদ দেওয়া হবে ।
৪৯. কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। জানালেন ‘স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ‘(SAI)-এর নাম এবং ভূমিকা পরিবর্তন করা হবে।
৫০. ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা বিমানচালক হলেন শুভাঙ্গি স্বরূপ।
৫১. ‘আমাজনে’ ই-কমার্স সংস্থার প্রতিষ্ঠাতা জেফ বেজোস হলেন বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমান ১০০ বিলিয়ন পৌঁছেছে।
৫২. কেন্দ্র সরকার জানালেন পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ওবিসি বিল পুনরুত্থান করবে।
৫৩. বিশ্বের সেরা ৫টি ধনী দেশের তালিকা থেকে বাদ গেল ব্রিটেন। বিশ্ব অর্থনীতিতে নতুন ক্রম তালিকা এইরূপ- ১. আমেরিকা(১৯.৪ টিলিয়ন ডলার), ২. চীন(১১.৯ টিলিয়ন ডলার), ৩. জাপান (৪.৯ টিলিয়ন ডলার), ৪. জার্মানি(৩.৭ টিলিয়ন ডলার) এবং ৫. ফ্রান্স(২.৫৭ টিলিয়ন্ ডলার), ৬. ব্রিটেন (২.৫৬ টিলিয়ন ডলার)। ভারত রয়েছে সপ্তম স্থানে (২.৪ টিলিয়ন ডলার)।
৫৪. রঞ্জি ট্রফিতে ৫০০টি ম্যাচ খেলা প্রথম দল হল মুম্বাই।
৫৫. ৪৫ বছর পর মুম্বাইয়ে আবার ইলেকট্রিক বাস ব্যবস্থা শুরু হল।
৫৬. রাজস্থান সরকার ঘোষিত ওবিসিদের জন্য বর্ধিত সংরক্ষণে (২১% থেকে ২৬% শতাংশ করা হয়েছিল) স্থগিতাদেশ দিল রাজস্থান হাইকোর্ট।
৫৭. বেশ কিছু জিনিসের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করল জিএসটি কাউন্সিল। বর্তমানে মাত্র ৫০ টি দ্রব্য ২৮শতাংশ করের আওতায় রইল।
৫৮. ২০১৮ ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে রাশিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ কমিয়ে দেওয়া হল।
৫৯. দুবাইয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি শুরু করলেন এম এস ধোনি।
৬০. টিপু জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কর্ণাটকের কোডাগুতে ১৪৪ ধারা জারি করা হল।
৬১. বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেসরকারী চাকরিতেও সংরক্ষণের দাবি জানালেন। তার মতে, বর্তমানে বেসরকারী ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় ‘সামাজিক ন্যায়’-এর ধারণাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৬২. ক্যাপজেমিনির (Capgemini) রিপোর্ট অনুসারে, ভারতেই ২ লক্ষ ১৯ হাজার জন মিলিয়নার রয়েছেন। (এক মিলিয়ন সমাম দশ লক্ষ).
৬৩. ইউরোমনিটর ইন্টারন্যাশনাল-এর সমীক্ষা অনুযায়ী, এই নিয়ে একটানা ৯ বছর বিশ্বের ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ হংকং।
৬৪. দক্ষিণ আন্দামান জেলা প্রশাসন ঘোষণা করল যে, বাড়িতে শৌচালয় না থাকলে বাড়ির মালিককে জেল খাটতে হতে পারে।
৬৫. দিল্লীতে চার লক্ষ পুরোনো গাড়ি নিষিদ্ধ ঘোষণা করা হল।
৬৬. এই প্রথম কাতারের শুরা কাউন্সিলে চারজন মহিলা নিয়োগ করা হল। উল্লেখ্য, শুরা কাউন্সিল সেদেশের অন্যতম পরামর্শদানকারী সংস্থা।
৬৭. ভারতে সালফার ডাই অক্সাইডের নির্গমনের মাত্রা এক দশকেই ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শীঘ্রই তা চীনকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে: নাসার রিপোর্ট।
৬৮. কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সরকারি অর্থে বিমানে চড়তে হলে এয়ার ইন্ডিয়ায় ভ্রমণ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
৬৯. গত ১০ বছরে এই প্রথম সেরা দশের তালিকা থেকে বাদ গেলেন টেনিস তারকা নোভাক জোকোভিক। বর্তমানে তার স্থান ১২।
৭০. জার্মানীর Süddeutsche Zeitung পত্রিকায় প্রকাশিত হল কর-কারচুপি সংক্রান্ত গোপন নথি “প্যারাডাইস পেপার্স”। ১.৪ টেরাবাইট আয়তনের ১কোটি ৩৪ লক্ষ ডিজিট্যাল নথিতে ১৮০টি দেশের ১ লক্ষ ২০ হাজার মানুষ এবং কোম্পানির নাম জড়িয়ে রয়েছে- ইংল্যান্ডের রানী থেকে শুরু করে ভারতের বহু রাজনীতিবিদ, অভিনেতা, শিল্পপতি, এমনকি ফেসবুক, মাইক্রোসফট প্রভৃতি কোম্পানিও।
৭১. পাটনা হাইকোর্টের বিচারপতি রবি রঞ্জন মাত্র আড়াই ঘন্টায় ২৮৯টি মামলার শুনানি করলেন।
৭২. ভারতের ল’ কমিশনের নতুন প্রস্তাব- পুলিশ কাস্টডিতে থাকা কোনো অভিযুক্তকে মারধর করা হলে কর্তব্যরত পুলিশকর্মীর যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে।
৭৩. বর্তমানে বিশ্বের ২ নম্বর স্থানাধিকারী ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্তকে ২ কোটি টাকা পুরষ্কার দিল অন্ধ্র প্রদেশ সরকার।
৭৪. ভারতীয় সেনা এই প্রথম কোনো ভারতীয় প্রজাতির কুকুরকে প্রশিক্ষণ দিতে চলেছে। মুধল হাউন্ড (Mudhol Hound) প্রজাতির ৬ টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেগুলি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।
৭৫. অত্যাধিক দূষণের কারণে ‘দিল্লী হাফ ম্যারাথন’ বন্ধ করার দাবি জানাল ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন।
৭৬. দিল্লীর একটি আদালত গুগল ইন্ডিয়াকে নির্দেশ দিল যেন শিখদের প্রতি ঘৃণাসূচক সমস্ত পোস্ট, ছবি বা ভিডিও প্রত্যাহার করে নেওয়া হয়।
৭৭. পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার কন্যা ডিনা ওয়াদিয়া (Dina Wadia) ৯৮ বছর বয়সে নিউইয়র্কে প্রয়াত হলেন।
৭৮. বিশ্বের উচ্চতম মোটর-চলাচলযোগ্য রাস্তা নির্মিত হল লাদাখে। রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,৩০০ ফুট উঁচু।
৭৯. নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী ভারতের মধ্যে নারী নিরাপত্তায় প্রথম স্থানে গোয়া, সর্বশেষ স্থানে বিহার। উল্লেখ্য যে, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীর স্থান ২৮ নম্বরে।
৮০. সিকিমের প্রথম বিমানবন্দর চলতি বছরেই উদ্বোধন করা হবে।
৮১. ইংল্যান্ডের প্রতিরক্ষা সচিব হলেন গেভিন উইলিয়ামসন।
৮২. ১৯৫৭ সালের ৩রা নভেম্বর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-2 মহাকাশযানে ‘লাইকা’ নামক একটি কুকুরকে মহাকাশে প্রেরণ করেছিল।
৮৩. কমনওয়েলথ শ্যূটিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতল গগন নারঙ।
৮৪. হিন্দিভাষার লেখিকা কৃষ্ণা সোবতী এবছরের জ্ঞানপীঠ পুরষ্কারের জন্য মনোনীত হলেন।
৮৫. সিম কার্ডের সঙ্গে আধার সংযোগ করার শেষ তারিখ ৬ই ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।
৮৬. বিশ্বের সবথেকে দ্রুতগামী গাড়ি (Road car) হেনেসি ভেনম এফ-ফাইভ, সর্বোচ্চ গতি ৪৮৪.৪কিমি/ ঘন্টা।
৮৭. ১৯৮৪ সালে ১লা নভেম্বর ভারতব্যাপী শিখ-বিরোধী দাঙ্গা শুরু হয়েছিল। উল্লেখ্য যে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর শিখ দেহরক্ষীর হাতেই নিহত হবার পর দাঙ্গা শুরু হয়েছিল।
৮৮. এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৪২.১ বিলিয়ন মার্কিন ডলার।
৮৯. নাসা ২০টি পৃথিবী-সদৃশ্য গ্রহের সন্ধান দিল যেগুলিতে ভবিষ্যতে মানুষের বসবাসের সম্ভাবনা রয়েছে।
৯০. মুম্বাইয়ে ভারতের প্রথম গুগল ক্লাউড প্ল্যাটফর্মের (GCP) সূচনা হল।
৯১. ১লা অক্টোবার থেকে ২১শে অক্টোবরের মধ্যে ভারতীয় রেল ১১.৩৫ কোটি টাকার ফাইন আদায় করল।
৯২. ২০১৮ সালের শুরুতেই সৌদি আরবের মহিলারা খেলার স্টেডিয়ামে প্রকাশ্যে বসতে পারবেন, জানাল কর্তৃপক্ষ।
৯৩. জিম্বাবোয়ের উপরাষ্ট্রপতি এমার্সন নাঙ্গাগওয়াকে বরখাস্ত করলেন সেদেশের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে।
৯৪. প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করার কথা ঘোষণা করল সিরিয়া। তেমন হলে একমাত্র আমেরিকাই এমন একমাত্র দেশ থাকবে যা প্যারিস জলবায়ু চুক্তির বাইরে।
৯৫. পর্যটন এবং মৎস শিল্পের উন্নতিকল্পে মিনিকয় দ্বীপে (লাক্ষাদ্বীপের অন্তর্গত) নতুন বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিল আইল্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি।
৯৬. সেলফি তুলতে ব্যস্ত ধর্মযাজকদের উদ্দেশ্যে পোপ বললেন- “ফোন নয়, নিজেদের হৃদয় তুলে ধরুন”।
৯৭. পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে ভারত বিশ্ব ব্যাংকের কাছে ৬৩০ কোটি টাকার ঋণ নিল।
৯৮. আগামী ৭ই ডিসেম্বর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে “আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে” পালন করার নির্দেশ দিল ইউ জি সি(UGC)।
৯৯. সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার প্রতিবাদে ত্রিপুরার বেশিরভাগ সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রেখে প্রতিবাদ করা হল।
১০০. সুপ্রিম কোর্টে কারো ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়না তাই সিসিটিভি লাগানো যেতেই পারে, বলল সুপ্রীম কোর্ট।
১০১. ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রয়াত ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পাকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করলেন।
১০২. ১০০ টিরও বেশি সরকারী পরিষেবা অন্তর্ভুক্ত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “উমং” নামক একটি এপ্লিক্যাশনের শুভ সূচনা করলেন।
১০৩. অধিনায়ক হিসাবে ১২ সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একি সাথে ৫ টি ডবল সেঞ্চুরি ও করেন তিনি।
১০৪. যুব বিশ্বকাপে সর্বকালের সেরা ফল করে মেয়েদের জুনিয়র বক্সিং এ পাঁচটি সোনা জিতলো ভারত।
১০৫. চীনের ক্রিমিনাল ল’ সংশোধন করে বলা হল যে, জনসমক্ষে জাতীয় সংগীতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করলে ৩ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে।
১০৬. দিল্লীর ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’ মেলায় ৯১৮ কেজি খিচুড়ি তৈরি করে বিশ্বরেকর্ড করল ভারত। প্রধান শেফ (Chef) ছিলেন সঞ্জীব কাপুর।
১০৭. সঞ্জয় লীলা বনশালীর “পদ্মাবতী” সিনেমার জন্য ১৬০ কোটি টাকার বীমা করা হল।
১০৮. প্যারিসে আতংকবাদী হামলার দু’বছর পর ফ্রান্সে জরুরী অবস্থার অবসান ঘটল।
১০৯. উত্তর প্রদেশের রায়বরেলিতে এনটিপিসি-র উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের ফলে ১২জন নিহত এবং আহত শতাধিক।
১১০পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন এন কে সিং।
১১১. এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন প্রদীপ সিং খরোলা।
১১২. পে টিএম পেমেন্ট ব্যাংক আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতের মাননীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি।
১১৩. এই নিয়ে ৫ বার বর্ষসেরা বিমানসংস্থার (Airline of the Year) পুরষ্কার পেল এয়ার নিউজিল্যান্ড।
১১৪. কেরালা সরকার পথ দুর্ঘটনায় আহতদের প্রথম ৪৮ ঘন্টার চিকিৎসা বিনামূল্যে দেবে বলে ঘোষণা করল।
১১৫. ১লা ডিসেম্বর বা তার পরে কেনা সমস্ত চারচাকা গাড়িতেই FAStag থাকা বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।
১১৬. আজ ৩১শে অক্টোবার, ভারতের প্রথম টেস্ট-ক্যাপ্টেন সি কে নাইডুর জন্মদিন (১৮৯৫, ৩১শে অক্টোবার)। উল্লেখ্য, স্কুলজীবনে নাইডু প্রথম ক্রিকেট খেলেছিলেন ৭ বছর বয়সে এবং শেষতম খেলা (রঞ্জি) ৬২ বছর বয়সে।
১১৭. সাম্প্রতিক একটি প্রতিবেদনে ফেসবুক জানাল যে বর্তমানে ফেক একাউন্টের সংখ্যা ২৭ কোটি।
১১৮. ১৩ বছর পর এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা হকি দল।
১১৯. তিব্বতে বিশ্বের উচ্চতম তারামণ্ডল (Planetarium) তৈরি করতে চলেছে চীন।
১২০. বাংলা সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত সবথেকে বড় পোস্টার- “আমাজন অভিযান”-এর পোস্টার প্রকাশ করা হল।
১২১. বার্সেলোনার হয়ে ৬০০ তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। এখনো পর্যন্ত বার্সেলোনার হয়ে তার গোলের সংখ্যা ৫২৩টি, জিতেছেন ৪২৬টি ম্যাচে।
১২২. নোটবন্দির এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৮ই নভেম্বর “প্রতারক দিবস” (Fraud Day) পালন করবে আম আদমি পার্টি।
১২৩. পতঞ্জলির নামে জাল ওয়েবসাইটের পাল্লায় পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন জনৈক ব্যবসায়ী।
১২৪. টাইফুন ডামরি বিধ্বস্ত ভিয়েতনামে নিহত ২৭, গৃহহীন তিরিশ হাজার মানুষ (৫ই নভেম্বর)।
১২৫. প্রাণহানির আশঙ্কায় পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।
১২৬. ৪ঠা নভেম্বর, ১৯৩৪ সালে এই দিনেই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলা হয়েছিল।
১২৭. ১লা ডিসেম্বর থেকে রিলায়েন্স কমিউনিকেশনের ‘ভয়েস কল’ পরিষেবা বন্ধ হয়ে যাবে, ঘোষণা করল ট্রাই (TRAI)।
১২৮. টি-২০ তে আবার একনম্বর বোলারের স্থান দখল করল ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ্।
১২৯. প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ১ লক্ষ ৭৬ হাজার বজ্রপাতের সাক্ষী হয়ে রইল অস্ট্রেলিয়া।
১৩০. ফোবোর্স পত্রিকার ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকায় প্রথম স্থানা জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। দ্বিতীয় স্থানে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।