ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এবং অনেকে পুড়ন করে দিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক পঞ্চম পর্ব-

বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন। চতুর্থ পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

এর আগে আমরা গ্রুপ ডি /গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. ২, ৯, ৭, ৬, ৪ এর Median কত?

Join us on Telegram

অ) ৭

আ) ৯

ই) ৬

ঈ) ৪

২. সুলেমার বর্তমান বয়স তার ভাইয়ের চেয়ে ৮ বছর বেশি। ৪ বছর পর সুলেমার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। সুলেমার বর্তমান বয়স কত?

অ) ১২

আ) ১৬

ই) ২০

ঈ) ওপরের কোণটিই নয়

৩. 2785P সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হলে P-র মান কত?

অ) 2

আ) ৩

ই) 4

ঈ) 5

৪. কোনো পরীক্ষায় ৩৫% নম্বর পেয়ে পাশ করতে হয়। একজন পরীক্ষার্থী ৪০ নম্বর পেয়ে ৩০ নম্বরের জন্য ফেল করে। মোট কত নম্বরের পরীক্ষা ছিল?

অ) ৩৫০

আ) ২০০

ই) ৩০০

ঈ) ২৫০

৫. কোন বস্তুকে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহূত হয়?

অ) পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড

আ) পটাশিয়াম আরোসায়ানাইড

ই) কপার সালফেট

ঈ) নিকেল সালফেট

৬. DNA ও RNA তে কটি করে বেস থাকে?

অ) ২টি

আ) ৩টি

ই) ৪টি

ঈ) ৬টি

৭. ৩, ৮, ৫, ২৭, ৮, ৬৪, ১২, ১২৫, ১৭, ?

অ) ২১৬

আ) ৩৬১

ই) ৬২৫

ঈ) ৪৪১

৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহূত হয়-

অ) হীরক

আ) C60 ফুলারিন

ই) ভুসো কালি

ঈ) গ্রাফাইট

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৯. হাই জোনাল ইন্ডেক্স দেখা যায়-

অ) এল নিনোতে

আ) প্রতীপ ঘূর্ণবাতে

ই) ক্রান্তীয় ঘূর্ণবাতে

ঈ) জেট বায়ুপ্রবাহে

১০. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জাতীয় আয়?

অ) GNP

আ) GDP

ই) NNP

ঈ) NDP

১১. ‘স্কুল্বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

অ) উইলিয়াম জোনস

আ) হাইড ইস্ট

ই) ডি. বেথুন

ঈ) ডেভিড হেয়ার

১২. ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল-

অ) কুপ ও নলকুপ

আ) খাল

ই) জলাশয়

ঈ) সাগর ও মাহাসাগর

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

১৩. ভারতীয় রেলের জনক কাকে বলা হয়?

অ) লর্ড ডালহৌসিকে

আ) হেস্টিংসকে

ই) বেন্টিঙ্ককে

ঈ) লর্ড ওয়েলেসলিকে

১৪. ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে?

অ) লর্ড ওয়েলেসলিকে

আ) হেস্টিংসকে

ই) লর্ড কর্নওয়ালিশকে

ঈ) লর্ড ডালহৌসিকে

১৫. জারোয়া উপজাতিরা বাস করে কোথায়?

অ) লাক্ষাদ্বীপে

আ) আন্দামান দ্বীপপুঞ্জে

ই) মাজুলী দ্বীপে

ঈ) মালদ্বীপে

উত্তর-

১/ই, ২/অ, ৩/১, ৪/আ, ৫/আ, ৬/ই, ৭/অ, ৮/ঈ, ৯/ঈ, ১০/ই, ১১/ঈ, ১২/আ, ১৩/অ, ১৪/ই, ১৫/আ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!