Railway Group-C & D Demo Online Mock Test in Bengali || 100 MCQ

পোস্টটি শেয়ার করুন
Rate this post

রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি ডেমো অনলাইন মক টেস্ট

Railway Group-C & D Demo Online Mock Test in Bengali

স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাই সকলকে। আপনারা সকলেই জানেন, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি সারা ভারত ব্যাপী অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে। হয়ত অনেকেই আছেন যেনারা অনলাইনে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই বা থাকলেও খুব বেশি নেই। তাই ভারতীয় রেলওয়ের পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইনে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুত করে নিন। যাচাই করে নিন আপনারা প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছেন। আপনাদের সুবিধার জন্য আমরা একটি মক টেস্টের আয়োজন করেছি Railway Group-C & D Demo Online Mock Test in Bengali  ।

 

 

মক টেস্টের নিয়মাবলী পড়ে নিন আগে-

শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়

প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ১০০টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)

Join us on Telegram

প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ১০০টি প্রশ্নের জন্য ১০০ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ১০০ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।

মক টেস্টের সময়- ১০০টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ৬০ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।

সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন। খেয়াল রাখবেন, Finish Exam করার আগে সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। (কোনো নেগেটিভ মার্কিং নেই এই ডেমো মক টেস্টে)

এবং,  এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন। ধন্যবাদ

[ অন্যান্য মক টেস্টে অংশ নেওয়ার জন্য এখানে ক্লিক করুণ]

RRB Group-D Demo Mock Test

Indian Railway Group-C/Group-D Online Demo Mock Test

Organized By- https://www.studentscaring.com

Best of Luck to all of You

আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন।

বিঃ দ্রঃ এই মক টেস্টের PDF দেওয়া হবে, তবে শর্ত হল সকলকে মক টেস্টের লিঙ্ক শেয়ার করতে হবে। তাহলে আমাদের সাইটের PDF সেকশনে এই মক টেস্টের সম্পূর্ণ PDF আমরা কিছুদিনের মধ্যেই আপলোড করে দেবো।

প্রশ্ন উত্তরে কোনোরকম প্রযুক্তিগত ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমঃ

১. আমাদের ফেসবুক পেজ- স্টুডেন্ট কেয়ার

২. আমাদের গুগুল প্লাস- স্টুডেন্ট কেয়ার

৩. আমাদের ইনস্টাগ্রাম- স্টুডেন্ট কেয়ার (students_care)

৪. আমাদের টুইটার- studentcare17

৫. আমাদের পিন্টারেস্ট – students_care

৬. আমাদের ই-মেল- [email protected]

৭. উইকিপিডিয়াতে আমরা- Students Care :: স্টুডেন্টস কেয়ার

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!