প্রাথমিক টেট ( Primary Tet Environment ) প্রস্তুতি; বিষয়- পরিবেশ বিদ্যা

পোস্টটি শেয়ার করুন
4/5 - (1 vote)

নমস্কার জানাই সকলকে। আমরা সকলেই এখন আগত প্রাথমিক টেট এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছি। আপনারা সকলেই হয়তো পড়াশোনা করে চলেছেন নিজেদের মত করে। আর আমরা আপনাদের কিছুটা সাহায্য করার জন্য অনলাইনে ব্লগের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্রতিনিয়ত হাজির হই। আমাদের আজকের আলোচ্য বিষয় “পরিবেশ বিদ্যা”( Primary Tet Environment Studies)। আলোচনায় যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি, প্রাথমিক টেট সম্পর্কিত আমাদের পোস্টে আপনারা বিশেষ কিছুই মতামত প্রদান করেন নি। আমরা আপনাদের কাছ থেকে মতামত না পেয়ে ও আমরা ঠিক করেছি শুধুমাত্র আপনাদের জন্য অনলাইনে সময় নষ্ট না করে পড়াশোনার পেছোনে সময় টা কাজে লাগানোর জন্য কিছুটা সাহায্য করব। আমরা আশাবাদী আপনারা এর পর থেকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চলুন আজকের পরিবেশ সম্পর্কিত ২০টি প্রশ্ন কি কি রয়েছে দেখে নেওয়া যাক।

১. ‘ইকোলজিক্যাল থিওরি’ অনুযায়ী একটি শিশুর বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশের স্তর সংখ্যা হল-

অ) ৫

আ) ৩

Join us on Telegram

ই) ৪

ঈ) ২ টি

উঃ ই

২. নীচের কোনটি MABP এর সম্পুর্ণ রূপ?

অ) Man and Biosphere Project

আ) Man and Biosphere Pollution

ই) Man and Biosphere Programme

ঈ) Man and Biosphere profile

উঃ ই

৩. শিক্ষনের ক্ষেত্রে ‘বৌদ্ধিক বিকাশের মডেল’ এর প্রস্তাবক-

অ) জেরেমি ব্রুনার

আ) জ্যাঁ পিঁইয়াজে

ই) ডেভিড আসুবেল

ঈ) জেরি লুকাস

উঃ আ

৪. নীচের কোনটি ভারতবর্ষে সিঙ্ঘের প্রাকৃতিক বাসস্থান?

অ) সিমলিপাল অরন্য

আ) গির অরন্য

ই) করবেট জাতীয় অরন্য

ঈ) সুন্দরবন

উঃ আ

[অনলাইনে প্রাথমিক টেট মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করুণ]

৫. শিক্ষনের ক্ষেত্রে ‘চরিত্রভিনয় মডেল’ এর প্রস্তাবক কে?

অ) ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল

আ) মারিন বুকক্‌ ও থ্যারল্ড গুৎস্‌কো

ই) বায়রন মাশিয়ালাস ও বেঞ্জিমা কক্স্‌

ঈ) হার্বাট থিলেন ও জন ডিউই

ঊঃ অ

৬. পশ্চিমবঙ্গের কোথায় পক্ষী অভয়ারন্য অবস্থিত?

অ) রায়গঞ্জ

অ) মালদা

ই) বহরমপুর

ঈ) দার্জিলিং

উঃ অ

৭. শিক্ষনের ক্ষেত্রে ‘প্রত্যক্ষ প্রশিক্ষন মডেল এর প্রস্তাবক হলেন-

অ) স্কিনার

আ) থর্নডাইক

ই) গাগনি

ঈ) টলম্যান

উঃ ই

৮. নীচের কোনটিকে ভারতীয় জীববৈচিত্রের ‘হট-স্পট’ বলা হয়?

অ) পশ্চিমঘাট বনাঞ্চলকে

আ) উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে

ই) কেরালার উপকূল অঞ্চলকে

ঈ) কর্ণাটকের বনাঞ্চলকে

উঃ অ

৯. ‘পরিবেশ শিক্ষা’ বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহূত একটি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ হল-

অ) ম্যাজিক লন্ঠন

আ) সংবাদপত্র

ই) গ্রামোফোন

ঈ) কম্পিউটার

উঃ ই

১০. কোনটি স্থানিক সংরক্ষনের একটি উদাহরণ?

অ) মুক্ত চিরিয়াখানা

আ) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প

ই) দার্জিলিং এর তুষার চিতা প্রজনন কেন্দ্র

ঈ) গন্ডার সংরক্ষন প্রকল্প

উঃ আ

১১. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ হল-

অ) বোর্ড

আ) দূরদর্শন

ই) রেডিও

ঈ) সহায়ক পুস্তক

উঃ অ

১২. তরল নাইট্রোজেন -১৯৬ ডিগ্রি উষ্ণতায় সংরক্ষণকে কি বলা হয়?

অ) ইন-সিটু সংরক্ষন

আ) এক্স-সিটু সংরক্ষন

ই) ক্রায়ো সংরক্ষন

ঈ) বাফার সংরক্ষন

উঃ ই

১৩. জীবাশ্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়-

অ) নাইট্রিক অক্সাইড গ্যাস

আ) মিথেন

ই) কার্বন মনোক্সাইড

ঈ) হাইড্রোজেন সালফাইড গ্যাস

উঃ ই

১৪. ‘ব্র্যাঘ্র প্রকল্প’ ভারতবর্ষে প্রথম কবে শুরু হয়?

অ) ১৯৭২

আ) ১৯৭৩

ই) ১৯৮১

ঈ) ১৯৭৫ সালে

উঃ আ

১৫. গ্রিনল্যান্ডের বরফের স্তরে যে ধাতুর দুষণ দেখা গেছে সেটি হল-

অ) পারদ

আ) লৌহ

ই) সিসা

ঈ) ক্রোমিয়াম

উঃ ই

১৬. নীচের কোনটি বিপন্ন প্রানীদের তালিকা প্রকাশ করে?

অ) MABP

আ) IUCN

ই) BBC

ঈ) WWF

উঃ আ

১৭. প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত, কারণ-

অ) আমরা পরিবেশ থেকে অব্যাহতি পেতে পারব না।

আ) এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ

ই) এটি চাকরি পেতে সাহায্য করে।

ঈ) এটি পরিবেশ দূষণের ওপর প্রভাব বিস্তার করে।

উঃ আ

১৮. পানীয় জলে আর্সেনিকের আদর্শ মাত্রা কত?

অ) 0.05 mg/L

আ) 0.1 mg/L

ই) 0.02 mg/L

ঈ)0.3 mg/L

উঃ অ

১৯. সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে-

অ) শক্ষন শিখন উপাদানের উচ্চ গুণমানের ওপর

আ) শিক্ষকশিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের ওপর

ই) পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের ওপর

ঈ) সমাজের সমর্থনের ওপর।

উঃ ই

২০. পৃথিবীর ধনী দেশগুলি তাদের কলকারখানার বর্জ্য পদার্থগুলি অপসারণ করার জন্য বেছে নেয়-

অ) সমুদ্রের তলদেশ

আ) বনভূমি

ই) গরিব দেশগুলির ভূখন্ড

ঈ) মোহোনা অঞ্চল

উঃ আ

Primary Tet Environment আজ এই পর্যন্তই থাক। পরের দিন এরকম আবারো নিয়ে আসবো। কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যক পাওয়ার পর। তাই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। 

বিশেষ অনুরোধ– প্রশ্ন উত্তর গুলি অনেক কষ্ট করে সময় দিয়ে টাইপ করতে হয়, তাই বিনা অনুমতিতে লেখাগুলি কপি (গুগুলের কপি রাইট শর্ত মেনে) করে কোনোরকম ফেসবুক পেজ, গ্রুপে পোষ্ট না করে ‘শেয়ার’ করলে আমরা খুশি হব। 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

3 thoughts on “প্রাথমিক টেট ( Primary Tet Environment ) প্রস্তুতি; বিষয়- পরিবেশ বিদ্যা

  • December 7, 2017 at 1:09 am
    Permalink

    খুব ভালো লাগ্ল

    Reply
  • January 3, 2018 at 9:29 pm
    Permalink

    খুব ই ভালো। chapter wise question answer পেলে আরো উপকৃত হব।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!