দৈনন্দিন ব্যবহৃত পণ্যের গুণমান নির্ধারণকারী চিহ্ন গুলিকে চিনে নিন

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

Certification Marks issued for different products in India

একই জিনিসের হাজারও বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়। কিন্তু, কোনটা খাঁটি? কোনটাই বা কিনবেন? কেনার সময় কোন জিনিসে কী ধরনের মার্ক দেখবেন? ঠকে গেলে কোথায় অভিযোগ জানাবেন? ঠকার ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সকল নাগরিকের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ভারত সরকার প্রায় প্রতিটি পণ্যের জন্য কিছু গুণমান তৈরি করেছে। এই মানগুলি কৃষি পণ্যের জন্য “AGMARK”, ইলেকট্রিক পণ্যগুলির জন্য আইএসআই চিহ্ন, স্বর্ণের অলংকারের জন্য বিআইএস মার্ক এবং “প্রক্রিয়াকৃত ফলের পণ্যগুলির” জন্য “FPO চিহ্ন”। এই নিবন্ধটি্তে গ্রাহকের অধিকার রক্ষা করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্বীকৃতিপ্রদানকারী চিহ্নগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। দেখে নিন ভালো করে দৈনন্দিন জীবনে যেকোনো সময় প্রয়োজন হতে পারে-

১. BIS হলমার্ক-

BIS হলমার্ক

  • চিহ্নিত করার দায়িত্বে রয়েছে- Bureau of Indian Standards
  • কোন্‌ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য- সোনা এবং রুপার গহনা।
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- সোনার জন্য ২০০০ সালের এপ্রিল মাস থেকে এবং রুপার জন্য ২০০৫ থেকে প্রযোজ্য হয়েছে। স্বর্ণ অলঙ্কার বিশুদ্ধতা বিচার করার জন্য, নিম্ন লিখিত সংখ্যা গুলি গয়নায় লেখা হয়; এই নম্বগুলিকে দেখে আপনি সহজেই বুঝে নিতে পারবেন কোনটি কোন ধরণের পণ্য। দেখে নিন-

ক) ২৩ ক্যারেট সোনাতে ৯৫৮ নম্বর লেখা স্ট্যাম্প লাগানো থাকে।

খ) ২২ ক্যারেটের জন্য ৯১৬

Join us on Telegram

গ) ২১ ক্যারেটের জন্য ৮৭৫

ঘ) ১৮ ক্যারেটের জন্য ৭৫০

ঙ) ১৭ ক্যারেটের জন্য ৭০৮

চ) ১৪ ক্যারেটের জন্য ৫৮৫

ছ) ৯ ক্যারেটের জন্য ৩৭৫ নম্বর ব্যবহার করা হয়।

বিঃ দ্রঃ ২৪ ক্যারেটের জন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না কারন ২৪ ক্যারেটের সোনাকে তরল সোনা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে।

২. AGMARK:

AGMARK

  • চিহ্নিত করার দায়িত্বে রয়েছে- ভারত সরকারের বিপণন ও পরিদর্শন অধিদপ্তর
  • কোন্‌ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য- কৃষিজ পণ্য
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- ১৯৩৭ সাল থেকে প্রযোজ্য (১৯৮৬ সালে সংশোধন করা হয়)
  • বিশেষ দ্রব্যষ্ট- ভারতের বিভিন্ন কৃষি পণ্যের গুণমান নির্দিষ্ট করার জন্য আর্গমার্ক ব্যবহার করা হয়। এটি ১৯৩৭ সালের আইন দ্বারা স্বীকৃতি পায় কিন্তু ১৯৮৬ সালে এর নীতিকে সংশোধন করা হয়। বর্তমানে বিভিন্ন ধরণের ডাল, শস্য, প্রয়োজনীয় ওষুধ, উদ্ভিজ্জ তেল, ফলমূল ও শাকসবজি, এবং ভার্মিকেলি মত আধা প্রক্রিয়াভুক্ত পণ্য সহ প্রায় ২১৩টি পণ্যদ্রব্যের গুণমান নির্ধারণ করে থাকে এই AGMARK। ভারতের প্রাধান কেন্দ্রিয় আর্গমার্ক গবেষণা কেন্দ্রটি নাগপুরে অবস্থিত। এছাড়াও ভারতের প্রধান ১১টি শহরে আর্গমার্গের জাতীয় গবেষণা কেন্দ্র রয়েছে।

৩. ISI Mark:

ISI Mark

  • চিহ্নিত করার দায়িত্বে রয়েছে -Bureau of Indian Standards (BIS)
  • কোন্‌ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য- শিল্প পণ্য
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- ১৯৫৫ থেকে
  • বিশেষ দ্রব্যষ্ট- আইএসআই মার্ক ভারতের বিভিন্ন ধরণের শিল্পজাত পণ্যের জন্য একটি স্বীকৃতিপ্রদানকারী চিহ্ন। কোনো একটি পণ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসকে অনুসরণ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ISI মার্কের ওপরে IS: XXXX (চারটি ডিজিট) থাকে, এবং নীচে CM/L-xxxxxxx (সাতটি ডিজিট) থাকে । তাই আপনি যদি বাজার থেকে একটি ইলেকট্রনিক দ্রব্য / শিল্প দ্রব্য ক্রয় করতে চান তবে তা নিশ্চিত করুন যে এটিতে আইএসআই চিহ্ন রয়েছে কিনা।

৪. FPO Mark

FPO Mark

  • চিহ্নিত করার দায়িত্বে রয়েছে – খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়
  • কোন্ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য- প্রক্রিয়াজাত ফল
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- ১৯৫৫ থেকে
  • বিশেষ দ্রব্যষ্ট- ভারতে “প্রক্রিয়াকৃত ফলের পণ্যগুলির” জন্য একটি সার্টিফিকেশন মার্ক বাধ্যতামূলক। ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা এবং গুণমান আইন অনুসরণ করে এই চিহ্নটি বাক্সজাত ফল, ফলের-জ্যাম এবং স্কোয়াশ, আঁচার, নিরূদ ফল প্রভৃতি খাদ্যের উপর প্রযোজ্য।

FPO চিহ্ন প্রমাণ করে যে এই পণ্যটি পরিষ্কার ‘খাদ্য নিরাপদ’ পরিবেশে তৈরি করা হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে এটি ক্ষতিকর নয়।

৫. Non Polluting Vehicle Mark:

Non Polluting Vehicle Mark

ভারতে বিক্রিত সমস্ত নতুন মোটর গাড়ির জন্য প্রয়োজনীয় একটি বাধ্যতামূলক স্বীকৃতিপ্রদানকারী চিহ্ন হল Non Polluting Vehicle Mark। চিহ্নটি প্রত্যয়িত করে যে, Bharat Stage emission standards (BSES) এর প্রাসঙ্গিক সংস্করণটির সাথে সামঞ্জস্যপূর্ণ। । এই শংসাপত্রের বৈধতা এক বছরের জন্য সীমাবদ্ধ।

৬. India Organic:

 India Organic

  • কোন্ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য-  জৈবপ্রযুক্ত খাদ্য পণ্য
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- ২০০০ সাল থেকে
  • বিশেষ দ্রব্যষ্ট- ভারতে জৈবিকভাবে উৎপাদিত খাদ্যজাত পণ্যের জন্য ভারত জৈব সার্টিফিকেশন মার্ক প্রয়োজন হয়। এই চিহ্নের দ্বারা প্রমাণিত হয় যে, ওই জৈব খাদ্য পণ্যটি National standard for organic products (NSOP) এর কাঠামো দ্বারা অনুমোদিত।

৭. Ecomark or Eco mark:

Ecomark or Eco mark

  • চিহ্নিত করার দায়িত্বে রয়েছে – Bureau of Indian Standard (BIS)
  • কোন্ পণ্যের ক্ষেত্রে এই চিহ্ন প্রযোজ্য- পরিবেশবান্ধব পণ্য
  • কবে থেকে প্রযোজ্য হয়েছে- ১৯৯১ থেকে

অতএব সার্টিফিকেটের উপরোক্ত নাম ও চিহ্নগুলি আপনাকে অবশ্যই জানতে হবে, এবং এটাও জানতে হবে, আমাদের সরকার ভোক্তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন? আমরা আশা করি এই নিবন্ধটি পড়ার পরে; ছাত্র এবং সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কিত আরও চটপটে হবে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!