Online WBCS Mock Test in Bengali (free) || 50 MCQ || Set-1

পোস্টটি শেয়ার করুন
Rate this post

অনলাইন WBCS মক টেস্ট পর্ব-১

Online WBCS Mock Test in Bengali

স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাই সকলকে। পশ্চিমবঙ্গের কয়ের লক্ষ চাকরীপ্রার্থী WBCS পরীক্ষাতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং খুব ভালো ভাবেই নিজেকে প্রস্তুত করছেন। আপনাদের সুবিধার জন্য স্টুডেন্টস কেয়ার আপনাদের জন্য অনলাইনে WBCS পরীক্ষা প্রস্তুতির জন্য মক টেস্টের ( Online WBCS Mock Test in Bengali ) আয়োজন করেছে। হয়ত অনেকেই আছেন যেনারা অনলাইনে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই বা থাকলেও খুব বেশি নেই। তাই WBCS পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইনে অবসর সময়ে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুত করে নিন। যাচাই করে নিন আপনারা প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছেন।

মক টেস্টের নিয়মাবলী-


শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়

Join us on Telegram

প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ৫০টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)


প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ৫০টি প্রশ্নের জন্য ৫০ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ৫০ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।




মক টেস্টের সময়- ৫০টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ৩০ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।

সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নাম্বার জেনে নিতে পারেন।

এবং,  এর পর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন।

বিশেষ ঘোষণা- নীচে সেরা দশ জনের তালিকা দেওয়া রয়েছে। যদি আপনি ওই তালিকাতে নিজের সেরা রেজাল্টকে নতিভূক্ত করতে চান তাহলে আপনার নাম এবং ইমেল(গোপনীয়তা বজায় থাকবে) দিয়ে লগ ইন করে নেবেন।


বিঃ দ্রঃ- আমাদের উদ্যগ ভালো লাগলে আপনার বন্ধু/বান্ধবিদের সাথে শেয়ার করে নেবেন। বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অথবা গুগুল প্লাস পেজে পেয়ে যাবেন।

আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আপনি আপনার বন্ধু-বান্ধবিদের আমাদের সাইটে আমন্ত্রন করতে পারেন। এছাড়া আপনার কোনো মতামত জানানোর থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে থাকুন, সক্রিয় থাকুন, উপদেশ দিতে থাকুন এবং ভালো থাকুন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখানে ক্লিক করে
adsbygoogle = window.adsbygoogle || []).push({});

WBCS Online free mock test-1

অনলাইনে WBCS এর মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করেনিন। WBCS এর সকল বিভাগ থেকে মোট ৫০টি প্রশ্ন থাকবে আপনি সময় পাবেন ৩০ মিনিট।

আপনাকে শুভেচ্ছা রইল স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে।

[ আরও পড়ুন- WBCS MCQ প্রশ্ন-উত্তরের ভান্ডার]

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!